13/06/2025
🕋 কুরবানির গোশত শুধু নিজের জন্য নয় — গরিবের জন্যও হক রয়েছে!
কুরবানি একটি ইবাদত, যার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।
তবে দুঃখজনক হলেও সত্য, অনেকেই কুরবানির মাংস, এমনকি ভুঁড়ি, কলিজা, মাথা— সবকিছু নিজেরাই রেখে দেয়। গরিব-অভাবীদের কথা ভুলেই যায়!
📖 কুরআন বলছে (সূরা হজ: ৩৬):
> "তোমরা তা থেকে খাও এবং অভাবগ্রস্ত গরীবকে খাওয়াও।"
🤲 নবীজী (সা.) কুরবানির গোশত তিন ভাগে ভাগ করতেন—
১) নিজের জন্য
২) আত্মীয়-স্বজনের জন্য
৩) গরিব ও মিসকিনদের জন্য
⚠️ অথচ আজ আমরা কী করছি?
ভালো অংশগুলো নিজেদের, আর বাকি অংশগুলো গরিবদের নামে...
এটাই কি কুরবানির প্রকৃত শিক্ষা?
💡 ভুঁড়ি, কলিজা, পা — সবই গোশতের অংশ।
তাই এগুলোও গরিবদের মাঝে ভাগ করা উচিত।
শুধু ‘নিজেদের হক’ মনে করে সব রেখে দেওয়া ইসলাম সম্মত নয়।
✅ আসুন, আমরা কুরবানির প্রকৃত রুহ (আত্মা) বুঝি।
গরিবের মুখে হাসি ফোটাই —
তবেই হবে আমাদের কুরবানি কবুলের পথে এক ধাপ অগ্রগতি।
🔁 শেয়ার করুন — কেউ হয়তো বুঝবে, সংশোধন হবে।
🤝 ইসলাম শিখুন, জানুন, ছড়ান