07/07/2024
মনে হলো একটা বিষয় নিয়ে একটু আলোচনা করা খুভ দরকার। খুভ গুরুত্বপূর্ণ বিষয়।
আচ্ছা আমাদের বয়সি বা ৪-৫ বছরে যারা আমাদের থেকে বড়ো, মানে ৩০ এর আগে বয়স যাদের তাদের মধ্যে কেউ তো ২০০২ এর বিশ্বকাপ দেখেনি।
(এখন বলতে পারেন - যার বয়স ৩০ সে তো ২০০২ সালে ৮ বছর বয়সি।)
২০০২ সালে ৮ বছরের বাচ্চারা এখনকার ৮ বছরের বাচ্চাদের মতো ছিলোনা। মানে মোটামুটি ধরা যায় ৩০ এর কোঠায় যাদের বয়স তারা সর্বোচ্চ হলে ২০০৬ এর বিশ্বকাপ দেখছেন। আমি ২০১০ বিশ্বকাপ দেখছিলাম তখন ব্রাজিলের ১০ নাম্বার জার্সিতে ছিলো কাকা। মানে বলতে গেলে ২০১০ এর বিশ্বকাপ ই আমার দেখা প্রথম বিশ্বকাপ। তো আমাদের বয়সি বা ২-১ বছর আগে পরের ছেলে মেয়েরা ২০১০ এর বিশ্বকাপ ও কম লোক দেখছে দেখলেও হয়তো খুভ একটা তখন কেউ বুঝেনা, আমি নিজেও তখন আহামরি কিছু বুঝিনা । ২০১৪ এর বিশ্বকাপের বেলায় এই জেনারেশন টা পাকাপোক্ত হইলো।
২০১৪ থেকে ২০২৪ এর মধ্যে তিনটা বিশ্বকাপ আমাদের জেনারেশন খুভ ভালো ভাবে ইঞ্জয় করছে।
এখন যাদের বয়স আমাদের থেকে আরো ৪-৫ বছর কম
যারা এখন ইন্টার ফাস্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়তেছে রানিং ওরা তাইলে আরো একটা বিশ্বকাপ অন্তত কম পাইছে।ওরা কেমনে ২৮ বছরের ডাউনফলের দু:খের কথা বলে।
২০১৪-২০২২ এর এই ৩ বিশ্বকাপে আমাদের অর্জন অনেক দুইবার আমরা ফাইনাল খেললাম এর মধ্যে একবার চ্যাম্পিয়ন।
প্রতিদন্ধি টিম ব্রাজিল রে আমরা ফাইনালে দেখিনি। তো আমাদের থেকে যারা ছোট ওরা তো দেখেই নি।
এখন কথা হচ্ছে কিছু হাইপ উঠানো স্রোতে গা ভাসিয়ে দেওয়া লোকজন বলতেছেন, ২৮ বছর ট্রফি লেস থেকে আমরা কিভাবে সয্য করেছি?
ভাই আমার নিজের বয়স ই ২৮ বছর হয়নি তা আমি ২৮ বছর কি বাল সয্য করলাম।
তুই ইন্টার পড়ুয়া ইন্টার শেষ করে অনার্সে পা রাখা সদ্য ১৮-১৯-২০ বছরের হয়ে তুই তোর লাইফে কি শাউয়া উপভোগ করলি একটু খুলে বল।
আমরা খেলা বুঝি থেকে, দেখি সময় ধরে তো আমরা খুভ একটা বেশি সময় ডাউনফল পাইনায় তাই ২৮ বছরের উপভোগ নিয়ে আমাদের কোন অভিজ্ঞতাই নেই। আমরা যতোটুকু ডাউনফল পেয়েছি, তার থেকে বেশি এখন অর্জন হয়ে গেছে।
তাই এই ২৮ বছর ৩৬ বছরের গান গাওয়ার পূর্বে নিশ্চিত করা উচিত আপনার বয়স ৪৫ ছাড়াইছে তো?? তাহলে আপনি বলতে পারেন আর্জেন্টিনার ২৮ বছরের ডাউনফল আপনি দেখছেন।
ব্রাজিলের নাকানি চুবানি খাওয়া আর আর্জেন্টিনার বিশ্বজয় আমরা আমদের নিজেদের চোখে লাইভ দেখে ফেলেছি। আমরা আমাদের নিজ চোখে লাইভ যা দেখছি আমরা আমাদের নাতী নাতনীদের সেটা শুনাবো। আপনারা শুনাইবেন আপনারা গুগলে দেখছিলেন এইটা এইটা হইছিলো। সেটা তখন আপনাদের নাতী নাতনীরাও গুগলে দেখে নিতে পারবে।😝
কমেন্ট বক্সে নিজের বংশের পরিচয় দিয়েন্না। 🖤