03/07/2025
ইসরাইলে আকাশে ইরানের ধাক্কা: কিভাবে পৌঁছায় ক্ষেপণাস্ত্র?
#ইরান যখন ইহুদিবাদী ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে, তখন প্রথমেই সেগুলো আটকাতে চায় পারস্য উপসাগরে থাকা আমেরিকার যুদ্ধজাহাজগুলো। যদি ক্ষেপণাস্ত্রগুলো সেখান থেকে বেরিয়ে যায়, তখন ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে সেগুলো থামানোর চেষ্টা করা হয়। তাও যদি ব্যর্থ হয় এবং ক্ষেপণাস্ত্রগুলো জর্দানের আকাশসীমায় প্রবেশ করে, তাহলে জর্দানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেখানে মোতায়েন থাকা আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান সেগুলো ধ্বংস করার চেষ্টা করে। একই সময়ে লোহিত সাগরে থাকা আমেরিকার যুদ্ধজাহাজগুলো থেকেও সেগুলোর উপর হামলা চালানো হয়।
এসব প্রতিরক্ষা পার হয়ে ক্ষেপণাস্ত্রগুলো যখন ইসরাইলের কাছাকাছি পৌঁছে যায়, তখন ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ব্রিটিশ বিমানঘাঁটি ও আমেরিকার যুদ্ধজাহাজগুলো আবারও সেগুলো ধ্বংস করার চেষ্টা করে। এতসব প্রতিরোধ সত্ত্বেও কিছু ক্ষেপণাস্ত্র ইসরাইলে পৌঁছে যায়। সেখানে তাদের থামানোর জন্য অপেক্ষায় থাকে অন্তত তিন থেকে চার ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, যাদের পাল্লা ২ কিলোমিটার থেকে শুরু করে ২০০০ কিলোমিটার পর্যন্ত।
সব বাধা অতিক্রম করেও কিছু ক্ষেপণাস্ত্র #ইসরাইল পর্যন্ত পৌঁছে লক্ষ্যবস্তুতে আঘাত হানে- যা এক বিশাল বার্তা।
বন্ধুদের মনে রাখতে হবে, ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করছে, সেগুলো সবই তার নিজস্ব উৎপাদন, আর সেগুলো থামাতে ব্যবহার হচ্ছে পুরো পশ্চিমা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি।
ইরান একা দাঁড়িয়ে আছে ইসরাইলের বিরুদ্ধে, আর ইসরাইলের পেছনে শুধু পশ্চিমা বিশ্বই নয়, বহু মুসলিম দেশেরও সমর্থন আছে। এটা কেমন যুদ্ধ- যেখানে গোটা বিশ্বের আধুনিক প্রযুক্তির মুখোমুখি হচ্ছে সীমিত সম্পদের এক ইরান?