CrimeTube

CrimeTube অপরাধ বিষয়ক অনলাইন বাংলা নিউজ পোর্টাল।

29/07/2025

চাঁদা না দেওয়ায় ১০ দোকানে তালা, সেনা অভিযানে জামায়াত নেতাসহ আটক ৪

"অপরিচিত ছায়া: সংসারে একজন কাজের মেয়ের নিঃশব্দ অনুকরণ ও তার করুণ পরিণতি"সুখী দাম্পত্য জীবনের গল্পটি যেমন মনোমুগ্ধকর, ত...
26/07/2025

"অপরিচিত ছায়া: সংসারে একজন কাজের মেয়ের নিঃশব্দ অনুকরণ ও তার করুণ পরিণতি"

সুখী দাম্পত্য জীবনের গল্পটি যেমন মনোমুগ্ধকর, তেমনি এর গভীরে কখনো কখনো লুকিয়ে থাকে এমন এক বাস্তবতা, যা সমাজের অস্পষ্ট দিকগুলোকে সামনে নিয়ে আসে। এমনই এক ঘটনার কথাই আজ তুলে ধরা হলো—যেখানে এক নবদম্পতির সংসারে নিযুক্ত এক কাজের মেয়ের নিঃশব্দ পরিবর্তন ধীরে ধীরে একটি করুণ ট্র্যাজেডিতে রূপ নেয়।

শুরুটা ছিল স্বাভাবিক
নবদম্পতির সংসারে প্রতিদিনের ব্যস্ততা আর দায়িত্ব সহজ করতে একদিন বাড়িতে আসে একজন কাজের মেয়ে। বয়সে তরুণী—আনুমানিক ১৮ থেকে ২০ বছরের মধ্যে। সে প্রতিদিনের কাজ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে করতে থাকে। ধীরে ধীরে তার কাজে এক ধরণের পারফেকশন দেখা যায়। এমনকি রান্না, গৃহস্থালি সাজানো, কাপড় গুছানো—সব কিছুই যেন হুবহু গৃহিণীর মতো করে।

ক্রমশ বদলে যেতে থাকে আচরণ
কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে, মেয়েটি গৃহিণীর মতো আচরণ করতে শুরু করে। তার কথা বলার ধরণ, পোশাক পরার কায়দা, স্বামীর সামনে চলাফেরা—সবকিছুতেই দেখা দিতে থাকে এক ধরনের অনুকরণ। এমনকি স্বামীর প্রতি বিশেষ মনোযোগ বা হাসিমুখে কথা বলা শুরু করে। প্রথমে বিষয়টি দাম্পত্য জীবনের স্বাভাবিক ছায়া বলে ভেবে এড়িয়ে গেলেও, ধীরে ধীরে এটি অস্বস্তিকর রূপ ধারণ করে।

সিদ্ধান্ত: বিদায়ের দিন
বিষয়টি নিয়ে গৃহিণী ও তার স্বামী গভীরভাবে ভাবেন। তারা বুঝতে পারেন, কাজের মেয়েটির আচরণে একপ্রকার মানসিক পরিবর্তন ঘটেছে—যা তার জন্যও ক্ষতিকর এবং সংসারের ভারসাম্য নষ্ট করার সম্ভাবনা রয়েছে। অবশেষে, এক সকালে তারা মেয়েটিকে সম্মানজনকভাবে তার বেতন এবং একটি বোনাস দিয়ে বিদায় দেন। মেয়েটির চোখে তখন এক ধরনের অভিমান আর অপূর্ণ ভালোবাসার ছায়া।

শেষটুকু ছিল করুণ
বাড়ি থেকে বিদায়ের কিছুদিন পর খবর আসে—মেয়েটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে একা একা কথা বলে, কখনো নিঃশব্দে হাসে, আবার কখনো চিৎকার করে কাঁদে। তার পরিচিতজনেরা জানান, সে নিজেকে সেই গৃহিণী বলে ভাবতে থাকে, সেই সংসারের স্মৃতির মধ্যে দিন কাটাতে থাকে।

সমাজের জন্য বার্তা
এই ঘটনা আমাদের সমাজের একটি গভীর সমস্যা তুলে ধরে—ক্লাস ভেদাভেদের মাঝখানে মনস্তাত্ত্বিক টানাপোড়েন। একজন কাজের মেয়ে, যিনি বঞ্চিত ভালোবাসা, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে, হঠাৎ পায় এক দম্পতির উষ্ণ পরিবেশের ছায়া। সেখানে সে নিজের পরিচয় হারিয়ে ফেলে, নতুন এক ভূমিকায় প্রবেশ করে, যেটি সমাজ তাকে কখনোই স্বীকৃতি দেয় না।

কাজের মানুষদের সঙ্গে আমাদের আচরণ হতে হবে মানবিক, কিন্তু সেই মানবিকতার সীমারেখা বোঝাও জরুরি। একটুখানি সহানুভূতি কাউকে আশ্রয় দিতে পারে, আবার সীমা ছাড়িয়ে গেলে সেটাই হতে পারে কারও মানসিক ভাঙনের কারণ।

এই গল্প শুধু একটি বাড়ির নয়—এটি আমাদের সমাজের অনেক ঘরে, নীরবে ঘটে যাওয়া বাস্তবতা। বুঝতে হবে, সহানুভূতি আর সংবেদনশীলতার মাঝেও থাকতে হবে সচেতন সীমাবদ্ধতা। কারণ একটি অশ্রুত চাহিদা যদি না বোঝা যায়, তা হয়ে উঠতে পারে এক অসহায় আত্মার চিরস্থায়ী যন্ত্রণা।

15/07/2025
15/07/2025

দেশের স্বাধীনতা বিরোধী রাজাকারদের বিচার না হওয়াতে তারা উৎসাহিত হয়েছে

সুশীল চরমোনাই অন্ধ ভক্তদের উদ্দেশ্য......তবে চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে বিএনপির কর্মীদের অশালীন স্লোগানে যারা মর্মাহত ...
14/07/2025

সুশীল চরমোনাই অন্ধ ভক্তদের উদ্দেশ্য......

তবে চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে বিএনপির কর্মীদের অশালীন স্লোগানে যারা মর্মাহত হয়েছেন! তাদের কাছে জানতে চাই!!

শাইখে চরমোনাই যখন বলেছেন - " চাঁন্দা তুলে পল্টনে - ভাগ যায় লন্ডনে" তখন কি আপনারা মর্মাহত হয়েছেন? লন্ডনে চান্দা যাইতে দেখছেন?

কিছুদিন আগে তিনি তারেক রহমান কে খাম্বা তারেক বলছিলেন, তখন কি আপনারা মর্মাহত হয়েছেন?

যখন ইসলামী আন্দোলনের কর্মীরা স্লোগান দিচ্ছিল
" বিএনপির কুত্তারা, ছাত্রদলের কুত্তারা, যুবদলের কুত্তারা, বিএনপির শুয়োরেরা হুঁশিয়ার সাবধান।"

তখন কি আপনারা মর্মাহত হয়েছেন?
কারো বিরুদ্ধে এধরণের স্লোগান কি ইসলাম সমর্থন করে!?

ইসলামী আন্দোলনের একজন কর্মী যখন মাওলানা জুনায়েদ আল হাবীব সাহেবকে নিয়ে কুরুচিপূর্ণ ও বেফাঁস মন্তব্য করেছেন তখন কি আপনারা মর্মাহত হয়েছেন?

রাজনীতি করতে আসছেন! ক্ষমতার ভাগ নিতে আসছেন! প্রতিপক্ষের বিরুদ্ধে বলার সময় ইসলামের শিক্ষা ও শালীনতার খবর থাকেনা! ইটের জবাবে পাটকেল খেলে সুশীল সাজেন ক্যান!

13/07/2025
13/07/2025
বায়তুল মাল !!! গরীব দুঃখী ফকিন্নির পুতেরা এটা ভোগ করে, এটা চাঁদা না !!
13/07/2025

বায়তুল মাল !!! গরীব দুঃখী ফকিন্নির পুতেরা এটা ভোগ করে, এটা চাঁদা না !!

13/07/2025

জামায়াতকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নিউজ কমেন্ট...

মাগুরাতে ধর্ষণ কেন
শফিক তুই জবাব দে

১ ২ ৩ ৪
শফিকের পু'টকী মার

Address

Gazipur
1710

Alerts

Be the first to know and let us send you an email when CrimeTube posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CrimeTube:

Share