14/05/2024
                                            এই যে তোমারে পাইলাম না- 
আমার হৃদয়ে আকাশসমান অভিমান জন্মাইবে। 
অভিমান জইমা পাহাড় হইবে। 
পাহাড় আর আকাশসমান অভিমান রূপান্তরিত হইবে বিষাদে।
সেই বিষাদে আমার পুরো জীবন বিষণ্নতায় কাটবে।
তোমার বিশ্বাস হয়?                                        
 
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  