
14/06/2025
Confession no - 8
To : NH Joy
From : unknown
Batch : HSC 2025
প্রিয়,
আশা করি ভালো আছো ! আর তোমাকে দেখলেই বোঝা যায় তুমি সবসময় অনেক হাসি খুশি থাকো। আইডিয়াল রোর্ডে প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লাগে♥️। তুমি তোমার বন্ধুদের সাথে গল্প করতে করতে যাচ্ছিলে । আমি শুধু তোমাকেই দেখছিলাম। তোমাকে দেখলেই এক অদ্ভুত শান্তি লাগে আমার কাছে 🥹। এরপর তোমার সাথে আমার অনেক বার দেখা হয়েছে কিন্তু তোমাকে কিছু বলার সাহস পাই নি। তবে আস্তে আস্তে তোমার প্রতি ভালোলাগা, ভালোবাসাটা যেন বেড়েই যাচ্ছে। আমি তোমাকে সামনাসামনিও কিছু বলার সাহস পাই নি। তাই উপায় না পেয়ে,,,,তোমাকে ভালোবাসি কথাটা কনফিউশন এর মাধ্যমে জানানো🙃। আমি জানি না তুমি কারো সাথে রিলেশনে আছো কিনা । তবে বিশ্বাস করো তোমাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি 🙂♥️।
যদি পারো তোমাকে ভালোবাসার একটা সুযোগ দিও।
ইতি,
তোমার অচেনা কিন্তু কাছের কেউ। ♥️