Shafipur Ideal Crush & Confession

Shafipur Ideal Crush & Confession !!!

Confession no - 8 To : NH Joy From : unknown Batch : HSC 2025 প্রিয়,আশা করি ভালো আছো ! আর তোমাকে দেখলেই বোঝা যায় তুমি ...
14/06/2025

Confession no - 8

To : NH Joy
From : unknown
Batch : HSC 2025

প্রিয়,
আশা করি ভালো আছো ! আর তোমাকে দেখলেই বোঝা যায় তুমি সবসময় অনেক হাসি খুশি থাকো। আইডিয়াল রোর্ডে প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লাগে♥️। তুমি তোমার বন্ধুদের সাথে গল্প করতে করতে যাচ্ছিলে । আমি শুধু তোমাকেই দেখছিলাম। তোমাকে দেখলেই এক অদ্ভুত শান্তি লাগে আমার কাছে 🥹। এরপর তোমার সাথে আমার অনেক বার দেখা হয়েছে কিন্তু তোমাকে কিছু বলার সাহস পাই নি। তবে আস্তে আস্তে তোমার প্রতি ভালোলাগা, ভালোবাসাটা যেন বেড়েই যাচ্ছে। আমি তোমাকে সামনাসামনিও কিছু বলার সাহস পাই নি। তাই উপায় না পেয়ে,,,,তোমাকে ভালোবাসি কথাটা কনফিউশন এর মাধ্যমে জানানো🙃। আমি জানি না তুমি কারো সাথে রিলেশনে আছো কিনা । তবে বিশ্বাস করো তোমাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি 🙂♥️।
যদি পারো তোমাকে ভালোবাসার একটা সুযোগ দিও।
ইতি,
তোমার অচেনা কিন্তু কাছের কেউ। ♥️

Confession No- 07Name: SiamFrom: Junior Batch: HSC 25কিভাবে শুরু করবো জানি না 🙂তবে এতোটুকু জানি আপনি সেই মানুষ যার মায়ায়...
13/06/2025

Confession No- 07

Name: Siam
From: Junior
Batch: HSC 25

কিভাবে শুরু করবো জানি না 🙂
তবে এতোটুকু জানি আপনি সেই মানুষ যার মায়ায় আমি গভীরভাবে জড়িয়েছি 😌যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিনই মনে হয়েছিল, তোমার দিকে আমার চোখ আটকে যায়,,, যেনো পৃথিবীর সবকিছু থেমে গেছিলো তখন👀তুমি হাসছিলে, আর আমি দূর থেকে তোমার সেই মায়াবী হাসি দেখছিলাম মনে হচ্ছিলো, এ হাসি যেন শুধু আমার জন্যই তৈরি🫠💗 কিন্তু আমি জানতাম, তোমার আর আমার এই দূরত্বটা কখনোই কমবে না !তুমি ছিলে তোমার জগতে ব্যস্ত, আর আমি আমার মনে এক অস্পষ্ট স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে।🥹
আমি জানি, আমি তোমার জন্য কিছুই না! কিন্তু আমার হৃদয়ে তুমি ঠিকই একটা বিশেষ জায়গা করে নিয়েছো✨ তোমার প্রতিটা ছোট ছোট কাজ, তোমার চলার ভঙ্গি, এমনকি তোমার চুল—সবকিছুই আমাকে বারবার মনে করিয়ে দেয়, আমি তোমাকে ঠিক কতো টা ভালোবাসি🌙🖤 জানি না আমার মনের অনুভুতি কখনো আপনার সামনে প্রকাশ করতে পারবো কিনা ❓
আপনাকে প্রায় লুকিয়ে দেখতাম 👀তবে আজ প্রায় অনেকদিন হয়ে গেলো আপনাকে দেখি না🥹 তবে যখন দেখতাম তখন মনের অনুভুতি সামনে গিয়ে প্রকাশ করার সাহস হয়ে উঠেনি কখনো।
হয়তো কখনো এসব ভালো লাগা প্রকাশ করতে পারবো না 😩 তাই নাহয় দূর থেকেই আপনাকে ভালোবেসে যাবো আমার মতো করে😊
আপনার শত খারাপ স্বভাব আছে আমি জানি, আপনার সব কিছু জানার পরেও আমি আপনাকে ভালোবাসি❤️‍🩹
তুমি হয়তো জানবেও না আমার এই অনুভূতির কথা! আর জানলেও হয়তো তুচ্ছ করেই উড়িয়ে দেবে !তবুও, তোমার প্রতি এই অনুভূতি লুকিয়ে রাখা আমার পক্ষে আর সম্ভব না!❤️‍🩹তুমি যদি কোনোদিন জানতে পারো, তবে শুধু মনে রাখবে—এই একতরফা ভালোবাসায় কোনো দাবি নেই, শুধু তোমাকে দেখা আর ভালোবাসা ছাড়া!🫠
তোমার এই মায়া কাটাতে গেলে এক জনম কেটে যাবে। তবে পরের জন্ম বলতে কিছু নেই বলেই হয়তো তোমায় এই জন্মে পাওয়ার এতো তীব্র ইচ্ছা❤️‍🩹

Confession No -06To : Sajjid Vaia ‎Batch : HSC-2026‎Hey! Senior...💋‎কেমন আছেন?? আমাকে আপনি চিনবেন না,, হয়তো চেনার চেষ্ট...
31/05/2025

Confession No -06

To : Sajjid Vaia
‎Batch : HSC-2026
‎Hey! Senior...💋
‎কেমন আছেন?? আমাকে আপনি চিনবেন না,, হয়তো চেনার চেষ্টাও করবেন না। আমি আপনাকে কলেজ ভবনেই দেখি ,, চশমা পড়ে ছিলেন হাসতে হাসতে আপনার বন্ধুর সাথে সিঁড়ি দিয়ে নামছিলেন। কী যে দারুন লাগছিল আপনাকে!! আপনি কত সুন্দর!!
‎বলতে পারেন প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি আপনার😌। যাকে বলে,,, love at first sight... আপনার বিষয়ে তেমন কিছুই জানি না ,,, শুধু জানি আমি আপনাকে ভালবাসি। প্রতিদিন আমি আপনাকে দেখি লুকিয়ে। আজ না বললে হয়তো কখনো জানতেই পারতেন না কেউ আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখে।
‎আমার আপনাকে দেখতে খুব ভালো লাগে । মনে হয়,,, আপনাকে দেখেই সারা জীবন কাটিয়ে দেই। আর কি লিখব,, আমাকে খুঁজে নিয়েন গল্প শোনাবো। আমি আপনাকে গল্প শোনাবো আপনি আমাকে দেখবেন।❤️
‎আপনি কি আমার গল্প শুনতে রাজি আছেন??
‎ আপনি কি আমার গল্পের রাজপুত্র হবেন??
‎Mr. Senior
‎আপনাকে ভীষণ ভালোবাসি 💖
‎ ইতি
‎আপনার জুনিয়র💋

Confession No-05To :  শিলা‎Batch : HSC 2025প্রিয় শিলা,‎কেমন আছো আমাকে তুমি চিনবে…. হয়তো এখন চেনার চেষ্টাও করবে না তা আম...
27/05/2025

Confession No-05

To : শিলা
‎Batch : HSC 2025

প্রিয় শিলা,
‎কেমন আছো আমাকে তুমি চিনবে…. হয়তো এখন চেনার চেষ্টাও করবে না তা আমি খুব ভালো করে জানি…
তুমি যখন 9 এ পরো তখন আমি কলেজে প্রথম বর্ষ..এই কলেজে ভর্তি হওয়া টা আমার উপর চাপিয়ে দেয়া হয়েছিলো তখন…আসতাম কোনো রকম মন চাইতো না কলেজে আসতে! হঠাৎ একদিন বেলকুনি তে চোখ আটকে গেলো তোমার দিকে!!! আহহহহহ কি হাশি তোমার..আটকে গেলাম ভাই কলেজে আটকে গেলাম..তার পর থেকে কলেজ আর বরিং লাগে না. তোমায় দেখতে দেখতে কলেজ লাইফ শেষ করেছি!! এর আগেও তোমাকে অনেক পেইজ এর মাধ্যমে বলেছি তুমি আমাকে খুজলা না!! যদিও আমি তোমায় বলি নি কখনো সামনা সামনি!
যাই হোক শিলা তুমি লাইফে অনেক চরাই উতরাই পার করেছো..আমি সব টা জানি তুমি অনেক strong❤️ আমি এবার তোমার সামনে যাবোই💞
সব শেষ এ একটা কথা…..তোর জন্য এ ভালোবাসা অসীম!!! অসীম আমার এই লেখা গান💞

ইতি
তোমার পরিচিত একজন

Confession No- 04From: আপনার ফেন্ডলিষ্টে থাকা কেউ একজন। To: Al amin EnamBatch : HSC 2025প্রিয় Enam,আমি জানি, হঠাৎ করে এই...
27/05/2025

Confession No- 04

From: আপনার ফেন্ডলিষ্টে থাকা কেউ একজন।
To: Al amin Enam
Batch : HSC 2025

প্রিয় Enam,
আমি জানি, হঠাৎ করে এইভাবে মনের কথা বলা একটু অপ্রত্যাশিত হতে পারে,কিন্তু অনেক দিন ধরে একটা অনুভূতি বুকের ভেতরে জমে আছে। যেটা আর চেপে রাখা যাচ্ছে না।
তোমাকে প্রথম যেদিন দেখি, সেদিন থেকেই তোমার ভেতরে আত্নবিশ্বাস,ব্যক্তিত্ব আর মানুষের পাশে থাকার মানসিকতা ---সেটা আমার খুব ভালো লাগেছে। ধীরে ধীরে তোমার প্রতি একটা টান অনুভব করি। যেটাকে আমি অস্বীকার করতে পরিনি।🥰

তুমি হয়তো জানো না,কিন্তু তোমার হাসি, তোমার কথা বলার ভঙ্গি, এমনকি তোমার একটু উপস্থিতি আমাকে কতোটা অনন্দ দেয়। বিশেষ করে তোমার হাসি অসাধারণ। তুমি অনেক ব্যস্ত থাকো, অনেক কিছু ভাবো --তবুও আমি চেয়েছি তোমাকো জানাই আমার অনুভবটা।❤️❤️

আপনি কি আমার হবেন? একান্তই আমার? কাউকে এক ফোঁটাও ভাগ দিতে পারবো না!!🥺

Confession no:03From : Junior bon To:Meraj vaiya Batch:HSC(2026)Group: Science প্রিয় ভাইয়া 🥹কেমন আছেন ভাইয়া, আশা করি ...
25/05/2025

Confession no:03

From : Junior bon
To:Meraj vaiya
Batch:HSC(2026)
Group: Science
প্রিয় ভাইয়া 🥹
কেমন আছেন ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এখন তো আর ভালো থাকতে পারছি না আপনাকে ছাড়া 😩 আপনাকে প্রথম দেখায় আমার এত ভালো লেগে গিয়েছে যে আপনাকে ছাড়া এখন আমি কিছুই বুঝিনা, আপনি একটা রিলেশনশিপে আছেন এটা আমি জানি, কিন্তু আপনি যদি একটুও মানবতা করে, আমার দিকটা একটু দেখেন তাহলে ভালো হয়, হয়তো আপনি এটা পারবেন না এটা আমি জানি, কিন্তু চেষ্টা করতে তো সমস্যা নেই। কিন্তু সময় হলে আপনাকে একদিন ঠিকই বলব আপনাকে কতটা আমি ভালোবাসি😩❤️
ভালো থাকবেন ভাইয়া 😚
ইতি
নীল প্রজাপতি 🦋🫀

25/05/2025

💗🫶🏻

23/05/2025

Sorry To Say, But একবার কনফেশন পোস্ট করা হয়ে গেলে ওটা ডিলিট করা হবে না 🫶🏻!

Confession No - 02To: T A R U Batch: HSC 2025প্রিয় তারু যতটা মনে থাকো এর থেকে বেশি থাকো মস্তিষ্কে। সারাটা দিন তোমার কল্...
23/05/2025

Confession No - 02

To: T A R U
Batch: HSC 2025

প্রিয় তারু যতটা মনে থাকো এর থেকে বেশি থাকো মস্তিষ্কে। সারাটা দিন তোমার কল্পনায় বিভোর থাকি। সবার মত বলবো না যে তোমার এ প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তোমার প্রতি ভালোবাসাটা তৈরি হয়েছে অল্প অল্প করে যা কখনো শেষ হবার মতো না। তোমার এ যতো বার দেখি আরো দেখতেই মনে চায়। মাঝে মাঝে মনে হয় তোমার চোখের দিকে তাকিয়ে এক যুগ পার করে দিতে পারবো কিন্তু তবুও তোমার এ দেখার যেই আকাঙ্ক্ষা কখনোই মিটবে না। তুমি আমার দেখা শ্রেষ্ঠ মায়াবতী। যার মায়ায় ডুবে আছি আমি।

নেএী সর্বশেষ একটাই কথা বলতে চাই যে ভালোবাসি অনেক অনেক ভালোবাসি যা কখনো শেষ হবার মতো না। এমন না যে তোমার এ শুধুই ভালোবাসি অনেক সম্মান ও করি

(তোমার এ দেখার তৃষ্ণা আমার
কখনো মিটবে না মায়াবতী ....)

ইতি
অপরিচিত কেউ একজন

Confession No - 01 To : অহনা Batch : SSC 25প্রিয় অহনা তোমার সাথে কখনো কথা বলার সুযোগ হয়নি, তবে বহুবার তোমাকে দেখেছি। প্র...
22/05/2025

Confession No - 01

To : অহনা
Batch : SSC 25

প্রিয় অহনা তোমার সাথে কখনো কথা বলার সুযোগ হয়নি, তবে বহুবার তোমাকে দেখেছি। প্রতিবার তোমাকে দেখার পর মনে হয়, যেনো আমি একটি নতুন হিসাবের সামনে দাঁড়িয়ে আছি—অনন্ত সমীকরণের মতো জটিল, কিন্তু সমাধান আমার হৃদয়ের খুব কাছেই।

তোমার প্রতিটি উপস্থিতি আমার জীবনের আর্থিক বিবরণীতে একটি নতুন অধ্যায় যোগ করে। যদিও আমরা কখনো কথা বলিনি, তবু প্রতিবার তোমাকে দেখার পর মনে হয়, তুমি আমার সবকিছুর হিসাবের মূল অংশ, যার সমীকরণ শুধু তোমাকে ঘিরেই সম্পূর্ণ হতে পারে।

শুধু একবার কথা বলার সুযোগ পেলে, হয়তো আমার এই অদৃশ্য লাভ-ক্ষতির খাতা আরো পরিষ্কারভাবে সাজানো যাবে।
জানিনা তোমার বয়ফ্রেন্ড আছে নাকি, কিন্তু তোমাকে আমার অনেক ভালো লাগে।

ইতি
তুমাকে বলতে না পারা কেউ একজন...😊❤️‍🩹

কনফেশন পাবো কিভাবে? কলেজের কোনো মেয়েই তো আমায় চিনে না 🙂💔!
22/05/2025

কনফেশন পাবো কিভাবে? কলেজের কোনো মেয়েই তো আমায় চিনে না 🙂💔!

Address

Gazipur

Telephone

+8801303583868

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shafipur Ideal Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share