08/05/2025
আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে,
যারা তাদের প্রয়োজনে আমাদেরকে ফোন দিবে,
কথা বলবে খোঁজখবর নিবে,
কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেলে তাদের কোন খোঁজই পাওয়া যাবে না।
তারা এমনভাবে আপনার ব্রেনওয়াশ করবে,
এমন ভাবে আপনার সাথে কথা বলবে,
যে তারা ছাড়া আপনারা কেউ আপন নাই ।
এমন কিছু কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে যারা যেখানে সুযোগ পাবে সেখানেই খুব ভালো ব্যবহার দেখাবে।
যেখান থেকে কিছু টাকা পাবে তাদের সাথে যোগাযোগ রাখে।
এমনভাবে আপনাদের সাথে মিশবে,
তখন মনে হবে কত আপন তারা কিন্তু যখন তার প্রয়োজন শেষ হবে ,
তখন আপনার নামে বদনাম করবে সেই মানুষগুলো। আবার অন্যের সামনে আপনাকে ছোট করে কথা বলতে পিছু পা হবে না।
আপনাকে সবার সামনে অপমান করবে ,ছোট করবে।
আমার মনে হয় সেই মানুষগুলো থেকে আসলে নিজেকে দূরে রাখাই উত্তম।
আমি এমন কিছু মানুষকে জানি।
যারা বছরে একদিন ও মন থেকে আমাদের খবর নেই না শুধু মাত্র নিজের স্বার্থের জন্য আমাদের খোজ নেই।
যারা অন্যদের মূল্যায়ন করলেও আমাদের কতোটা করে আমার ঠিক জানা নেই।
যে মানুষ আমাদের সাথে শুধু মাত্র স্বার্থের জন্য যোগাযোগ রাখে তারা হয়তো জানে না।
তাদের ভালো মানুষির মুখোশটা আমি খুব ভালো ভাবে ধরতে পারি।
সে প্রয়োজনে যে আমাদের ব্যবহার করে সেটাও বুঝতে পারি হয়তো তাঁকে বুঝতে দেই না।