Sawom Sanvir

Sawom Sanvir আমার পেইজে সবার আমন্ত্রণ রইলো , আশা করি পোস্ট গুলো আপনার ভালো লাগবে 🌸🏵
ছোট্ট পেজটা ফলো করে ✅🥀
লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন🖤🥀
(7)

11/05/2025

মাকে ভালোবাসতে কোন দিবস লাগে না, মা তো মা.. যতই কাছে থাকি না কেন তার থেকেও বেশি কাছে থাকতে ইচ্ছে হয়, মাকে ভালোবাসতে ইচ্ছে হয়, সারাজীবন জড়িয়ে ধরে বাঁচতে ইচ্ছে হয়।
তবুও সকল মায়েদের প্রতি সম্মানতম দিনটি হলো মায়ের প্রতি ভালোবাসার দিন। Happy mother's day
পৃথিবীর সকল মায়েদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। (আমিন)।
আমার মা পৃথিবীর সবচেয়ে সেরা মা সবাই তার জন্য দোয়া করবেন...।

08/05/2025

আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে,
যারা তাদের প্রয়োজনে আমাদেরকে ফোন দিবে,
কথা বলবে খোঁজখবর নিবে,
কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেলে তাদের কোন খোঁজই পাওয়া যাবে না।
তারা এমনভাবে আপনার ব্রেনওয়াশ করবে,
এমন ভাবে আপনার সাথে কথা বলবে,
যে তারা ছাড়া আপনারা কেউ আপন নাই ।

এমন কিছু কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে যারা যেখানে সুযোগ পাবে সেখানেই খুব ভালো ব্যবহার দেখাবে।
যেখান থেকে কিছু টাকা পাবে তাদের সাথে যোগাযোগ রাখে।
এমনভাবে আপনাদের সাথে মিশবে,
তখন মনে হবে কত আপন তারা কিন্তু যখন তার প্রয়োজন শেষ হবে ,
তখন আপনার নামে বদনাম করবে সেই মানুষগুলো। আবার অন্যের সামনে আপনাকে ছোট করে কথা বলতে পিছু পা হবে না।
আপনাকে সবার সামনে অপমান করবে ,ছোট করবে।
আমার মনে হয় সেই মানুষগুলো থেকে আসলে নিজেকে দূরে রাখাই উত্তম।

আমি এমন কিছু মানুষকে জানি।
যারা বছরে একদিন ও মন থেকে আমাদের খবর নেই না শুধু মাত্র নিজের স্বার্থের জন্য আমাদের খোজ নেই।
যারা অন্যদের মূল্যায়ন করলেও আমাদের কতোটা করে আমার ঠিক জানা নেই।
যে মানুষ আমাদের সাথে শুধু মাত্র স্বার্থের জন্য যোগাযোগ রাখে তারা হয়তো জানে না।
তাদের ভালো মানুষির মুখোশটা আমি খুব ভালো ভাবে ধরতে পারি।
সে প্রয়োজনে যে আমাদের ব্যবহার করে সেটাও বুঝতে পারি হয়তো তাঁকে বুঝতে দেই না।

07/05/2025

শুভ রাত্রি

07/05/2025

শিক্ষিত হ‌ওয়ার চেয়ে
মানুষ হ‌ওয়া জরুরি

07/05/2025

যৌথ পরিবারে বাচ্চা মানুষ করা যতোটা কঠিন
তার চেয়ে একা একটা বাচ্চা মানুষ করা অনেক বেশি কঠিন।

সাওম অনেক  অসুস্থ 😥সবাই দোয়া করবেন আমার বাবার জন্য
07/05/2025

সাওম অনেক অসুস্থ 😥
সবাই দোয়া করবেন আমার বাবার জন্য

07/05/2025

পেট থেকে বুকে আসার,
গল্পটা এতোটা সহজ ছিলো না 🥰

07/05/2025

শুভ সকাল বন্ধুরা

আমি সবার থেকে আলাদা।    আর তাই থাকতে চায়।
06/05/2025

আমি সবার থেকে আলাদা।
আর তাই থাকতে চায়।

আসেন চিপস খাই 😋😋আর কেউ খাইতে না চাইলে নজর দিবেন না 🤪🤪খাইতে চাইলেও দিবো না 😁😁
06/05/2025

আসেন চিপস খাই 😋😋
আর কেউ খাইতে না চাইলে নজর দিবেন না 🤪🤪
খাইতে চাইলেও দিবো না 😁😁

06/05/2025

জীবনে কোন মানুষকে বেশি প্রায়োরিটি দিতে হয় না।
কাউকে বেশি প্রায়োরিটি দিলে দেখা যায় সেই মানুষটি বেশি আঘাত করে।
প্রায়োরিটি লিষ্টে যদি কাউকে প্রায়োরিটি দিতে হয়। নিজেকে দিতে হয়

প্রতিটি মানুষের উচিত নিজের জন্য কিছু করা
অন্যের জন্য নয়

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Sawom Sanvir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sawom Sanvir:

Share