Gazipur viral news

Gazipur viral news গাজীপুরের সকল নিউজ পেতে চোখ রাখুন আমাদের পেজে

02/08/2025

ছাত্রলীগ থেকে সমন্বয়ক মিনহাজ

৫ তারিখ দুপুর পর্যন্ত আওয়ামিলীগ করতো। ছিলো সাবেক মেয়র জাহাঙ্গীর এর আস্থাভাজন। কাছের লোক হওয়ায় সিটি কর্পোরেশন থেকে নিয়েছে নানান সুবিধা।

কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর সে হয়ে যায় সমন্বয়ক। আগে থেকেই লাইন গুলা যানা থাকায় এবং জাহাঙ্গীর এর নিয়োগ কৃত অফিসার রা এখনো বলবদ থাকায় তার সিটি কর্পোরেশন এর বিভিন্ন কাজ ভাগিয়ে নিতে সমস্যায় পরতে হয়নি। সিটি কর্পোরেশনের বিভিন্ন কমিটিতে সে এখন ছাত্র প্রতিনিধি। ফ্যাসিস্ট এর সুবিধাভোগী হয়েও এখনো সিটি কর্পোরেশন এ তার নিয়মিত যাতায়াত। প্রশাসক, সচিব, সিও সবার সাথে নিয়মিত করছে মিটিং সেটিং। করছে নানান তদবির বানিজ্য।
প্রশাসনের প্রতি উদার্ত আহবান এই পট্টিবাজ কে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক।

এই লোকটা কে? বিএনপির কেউ? আগে কখনো মিটিং মিছিলে দেখি নাই। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক প্রগামে তার উপস্থিতি ও ধাক্কাধাক্কি ...
29/07/2025

এই লোকটা কে? বিএনপির কেউ? আগে কখনো মিটিং মিছিলে দেখি নাই। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক প্রগামে তার উপস্থিতি ও ধাক্কাধাক্কি করে নেতাদের সাথে সামনে যেতে দেখা যায়।(১ম ছবি)দুই দিন আগে ২১ নম্বর ওয়ার্ডে মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহত সায়মার কবর জিয়ারত করতে গেলে সে ধাক্কাধাক্কি করে সামনে যায় এবং মোবাইলে ভিডিও ধারন করতে ব্যাস্ত হয়ে পরে। এতে সাংবাদিকদের ফুটেজ নিতেও অসুবিধা হয়। (২য় ছবি)গত রবিবার পুলিশের আইনশৃঙ্খলা মিটিংয়ে ও তাকে দেখা যায়।
জানাযায় সে মহানগর আওয়ামিলীগ নেতা মোস্তফা বারী রাজুর ভাগিনা। তার ব্যাপারে বিস্তারিত তথ্য থাকলে জানাবেন।

মাদকসেবী মাদক ব্যবসায়ী সোহেল রানা ভাওয়াল কলেজ ছাত্রদলের সভাপতি হতে চায়। এরা সভাপতি হলে কলেজে মাদক ব্যবসা হবে।
10/07/2025

মাদকসেবী মাদক ব্যবসায়ী সোহেল রানা ভাওয়াল কলেজ ছাত্রদলের সভাপতি হতে চায়। এরা সভাপতি হলে কলেজে মাদক ব্যবসা হবে।

10/07/2025

সন্ত্রাসী চাঁদাবাজ বিলেড হাসিম ওরফে হাতুড়ি হাসেম এভাবেই অস্ত্র হাতে মহড়া দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে।অতিদ্রুত এই সন্ত্রাসীর বহিষ্কার চাই।

মহানগর ছাত্রদলের নেতা পদধারী নেতা মমিনুর রহমান মোমিন ছাত্রলীগের লোকজন নিয়ে দল ভারি করে চাদাবাজির সাথে জরিত,ছাত্র হত্যা ও...
10/07/2025

মহানগর ছাত্রদলের নেতা পদধারী নেতা মমিনুর রহমান মোমিন ছাত্রলীগের লোকজন নিয়ে দল ভারি করে চাদাবাজির সাথে জরিত,ছাত্র হত্যা ও একাধিক মার্ডার মামলার আসামী জাহিদ হোসেন মায়া,আকাশ মাহমুদ জয়,গাছা থানা শ্রমিকলীগের সদস্য রাজিব সরকারএর সাথে ঘনিষ্ঠটা দেখলে বোঝা যায় তারা কতটা লিয়াজু করে তারা চলছে,তারা প্রত্যেকে এই আন্দোলনে রাজপথে এসে ছাত্র-জনতার উপর হামলাকারী,এই মোমিন তাদের সেল্টার দিয়ে রেখেছে বলে জানা যায়।দেশ নায়ক তারেক রহমানের কথা অনুযায়ী কেও আওয়ামীলীগের দোষর দের সাথে সম্পর্ক বা ছবি থাকবে পদপদবী বা কোন দলীয় কর্মকান্ডে আসা যাবে না।এই সন্ত্রাসী মোমিন চাদাবাজ দলের ভাবমভাবমূর্তি নস্ট কারীকে অবিলম্বে গ্রেফতার করা হউক।বর্তমানে গাজীপুরা সেটার্ন গার্মেন্টস এর জুট ঝামেলায় মোমিন ও তার লোক জন গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ করে তাই তারা এখন গা ঢাকা দিয়ে আছে।অবিলম্বে সব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাই।

নেত্রী পোস্ট দিছে তিনি নাকি ১৬ বছর ত্যাগ করছেন সেতো আসছে ৫ তারিকের পর তাহলে সে ত্যাগটা করলো কি।  নাকি ছাত্রলীগ ত্যাগ করে...
02/07/2025

নেত্রী পোস্ট দিছে তিনি নাকি ১৬ বছর ত্যাগ করছেন সেতো আসছে ৫ তারিকের পর তাহলে সে ত্যাগটা করলো কি। নাকি ছাত্রলীগ ত্যাগ করে আসছে এটাই তার বড় ত্যাগ

আপ্নারা জুলাই পালন করছেন। আর এই দিকে ৩৫০ কোটি টাকার প্রজেক্টে পিডি(প্রজেক্ট ডিরেক্টর) হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এই মুজি প...
02/07/2025

আপ্নারা জুলাই পালন করছেন। আর এই দিকে ৩৫০ কোটি টাকার প্রজেক্টে পিডি(প্রজেক্ট ডিরেক্টর) হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এই মুজি প্রেমিকে।

খুনি হাসিনার অন্যতম সুবিধাভোগী ড. আনোয়ার জুলাই আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরোধিতা করেছে। ধান গবেষণা থেকে যারা ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিল তাদের লিস্ট করে প্রশাসন কে দিয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক দূর্নীতির অভিযোগ রয়েছে যা তদন্তাধীন। কার ইসারায় এমন অভিযোক্ত ব্যাক্তিকে পিডি হিসেবে প্রস্তাব পাঠালেন ধান গবেষণা ইন্সটিটিউট এর ডিজি সাহেব।
গাজীপুরের ছাত্র সমাজ জানতে চাই??

25/06/2025

আসামি ধরতে গেলে বাসন থানা বিএনপির সভাপতির লোকজন এস.আই মোহাম্মদ আলীর উপর হামলা। সে এখন শহীদ তাজউদ্দীন মেডিকেল এ চিকিৎসাধীন।

25/06/2025

আসামি ধরতে গেলে তানভীর সিরাজ এর লোকজন এস আই কে মারধর ও হামলা

24/06/2025

তোমাকে পাশে নিবো তারপর ঘুমাবো

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে হামলাকারী রবিন সরদার ও জীবন সরাদের লোক Rdx anis  ও তার সহযোগী আরএস সাহারা এখন ভাও...
23/06/2025

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে হামলাকারী রবিন সরদার ও জীবন সরাদের লোক Rdx anis ও তার সহযোগী আরএস সাহারা এখন ভাওয়াল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী যার ৫ তারিখের পূর্বে নেই কোন ভুমিকা।এদের হাতে কলেজ নিরাপদ নয়। এরা কলেজে আবারো ছাত্রলীগ পুনর্বাসন করবে।

23/06/2025

ছাত্রলীগ ফ্যাসিবাদের দোসর মুক্ত ভাওয়াল কলেজে কমিটি চাই

Address

Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazipur viral news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category