02/08/2025
ছাত্রলীগ থেকে সমন্বয়ক মিনহাজ
৫ তারিখ দুপুর পর্যন্ত আওয়ামিলীগ করতো। ছিলো সাবেক মেয়র জাহাঙ্গীর এর আস্থাভাজন। কাছের লোক হওয়ায় সিটি কর্পোরেশন থেকে নিয়েছে নানান সুবিধা।
কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর সে হয়ে যায় সমন্বয়ক। আগে থেকেই লাইন গুলা যানা থাকায় এবং জাহাঙ্গীর এর নিয়োগ কৃত অফিসার রা এখনো বলবদ থাকায় তার সিটি কর্পোরেশন এর বিভিন্ন কাজ ভাগিয়ে নিতে সমস্যায় পরতে হয়নি। সিটি কর্পোরেশনের বিভিন্ন কমিটিতে সে এখন ছাত্র প্রতিনিধি। ফ্যাসিস্ট এর সুবিধাভোগী হয়েও এখনো সিটি কর্পোরেশন এ তার নিয়মিত যাতায়াত। প্রশাসক, সচিব, সিও সবার সাথে নিয়মিত করছে মিটিং সেটিং। করছে নানান তদবির বানিজ্য।
প্রশাসনের প্রতি উদার্ত আহবান এই পট্টিবাজ কে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক।