30/09/2025
আমি যেন ঝরে যাওয়া পাতা সবার পায়ের পদধূলিতে পিষ্ট হয়। আমার কোন স্মৃতি প্রিয় মানুষদের জাগ্রত করে না। আমায় কেউ মনে রাখে না কেউ কখনো মনে রাখেনি।
আমার ফেলে আসা পথের চিহ্ন কাউকে কখনো বিচলিত করতে পারেনি।
সত্যি বলতে কি? আমি কারো কাছে কোনদিন বিশেষ কিছু ছিলাম না। সবাই ঠিক ততটুকু কাছে টানতো যতটুক তাদের প্রয়োজন ছিল। আমার আভিধানিক নামে যেন অবহেলা লেখা। অবহেলা পেতে পেতে সয়ে গেছি এসব আর আমাকে বড্ড অস্থির করে না।
দুঃখ, কষ্ট, বিষাদ, অবহেলা, অবজ্ঞা এসব শব্দের সাথে আমি নিজেকে বেশ মানিয়ে নিয়েছি। এইসব আমাকে আর পীড়া দেয় না।
আমি মেনে নিয়েছি সবার জন্য সুখ না। আমার নিয়তিতে দুঃখের পরিক্রমা ছাড়া আর কিছু লেখা নেই। তবুও মুখে বলি সুখে আছি নিদারুণ কষ্ট নিয়ে বেশ ভালোই আছি।