Tawhidi Awaj

Tawhidi Awaj * ONLY OFFICIAL PAGE*
বিষয়ভিত্তিক ইসলামিক সংগীত সংস্থা
Islamic Song page. Subscribe our official YouTube Channel : Tawhidi Awaj

06/06/2025

ঈদ মোবারক🌺
পবিএ ঈদ উল-আযহার শুভেচ্ছা সকলকে
ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক আমাদের জীবন😇

06/04/2025

গাজা আজই শেষ হয়ে যাবে না। যতদিন এই দুনিয়া থাকবে, ততদিন গাযা এবং ফিলিস্তিনও থাকবে। কারণ এটি আল্লাহ্‌র কুরআনিক ওয়াদা এবং রাসূলের (স.) ভাষায় ঘোষণা। কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা, আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন।

কোন এক রাতে হয়তো শুনবো, প্যালেস্টাইন ও স্বাধীন। ইনশাআল্লাহ।

রাসূলুল্লাহ (সা.) বলেন:

"তুমি শামের বরকতের কথা শুনোনি? আমি দেখেছি আল্লাহর ফেরেশতারা শামের উপর তাদের ডানা বিছিয়ে দিচ্ছে।"
— (তিরমিযি: ৩৯৫৪)

"তোমরা শামে অবস্থান করো, কেননা শাম হচ্ছে ঈমানদারদের ঘাঁটি।"
— (আবু দাউদ: ২৪৮৩)

গাজা—বাইতুল মাকদিসের প্রান্তবর্তী অঞ্চল:

রাসূল (সা.) বলেন:
"আমার উম্মতের একটি দল সবসময় আল্লাহর আদেশ পালন করে যাবে। কেউ তাদের ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না আল্লাহর আদেশ (কিয়ামত) এসে যায়।"
সাহাবীরা জিজ্ঞাসা করলেন: তারা কোথায় থাকবে?
তিনি বললেন: 'বাইতুল মাকদিস এবং তার আশেপাশে।'"
— (মুসলিম: ১৫৬, আহমাদ: ৫০২)

গাজা হচ্ছে ঠিক সেই অঞ্চল যা বাইতুল মাকদিসের উপকণ্ঠে অবস্থিত। আজকের দিনে যারা গাজায় আল্লাহর জন্য সংগ্রাম করছে, তারা সেই প্রতিশ্রুত দল হতে পারে ইনশাআল্লাহ❤️‍🩹

30/03/2025

পবিএ ঈদ উল-ফিতর এর শুভেচ্ছা সকলকে 🥰
আনন্দে কাটুক সবার ঈদ❤️

19/03/2025

গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করেছে ইসরায়েলি কুলাংগার 🖤

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

সাহরির সময় গাজাবাসীর উপর ইসরাইলি নরপশুদের হামলার কারণে ৫০০+ মানুষ শহিদ হন🖤 আল্লাহ আপনি তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন 🤲...
19/03/2025

সাহরির সময় গাজাবাসীর উপর ইসরাইলি নরপশুদের হামলার কারণে ৫০০+ মানুষ শহিদ হন🖤 আল্লাহ আপনি তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন 🤲 এবং এই জালিমদের জন্য আপনিই যথেষ্ট নিশ্চয়ই আল্লাহর পাকরাও বড়ই কঠিন।

19/03/2025

ইয়া 'রব' আপনি গাজা বাসিদের উপর রহম করুন ❤️‍🩹
আপনি এই জালিমদের তাদের প্রাপ্য শাস্তি দিন🤲

01/03/2025

পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা 🥰

21/08/2024

বন্যা একটি আসমানী আজাব।
এ ক্ষেত্রে নবিজী ‎ﷺ নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা মহান আল্লাহর জিকির করো, তাঁর নিকট তওবা করো।
(বুখারি ২/৩০; মুসলিম ২/৬২৮)
ইয়া আল্লাহ্ আমাদের ক্ষমা করুন 🤲

21/08/2024

বন্যা কবলিত সকলকে আল্লাহ রব্বুল আলামীন হেফাজত করুন 🤲
আমিন

21/08/2024

সবাইকে জানিয়ে সতর্ক করুন।
আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে।

বন্যায় সতর্কতা ও করণীয়:
* উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।
* বাসায় পানি ঢুকেতে দেখলেই বিদ্যুৎ এর মেইনসুইচ ও গ্যাসের লাইন বন্ধ করুন।
* প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ জোগাড় করুন।
* শুকনা খাবার, বিশুদ্ধ পানি, মোমবাতি সহ প্রয়োজনীয় জিনিস কাছাকাছি রাখুন।
* শিশু-কিশোরদের দিকে খেয়াল রাখতে হবে যেন পানিতে নেমে না যায়।
* স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। জরুরী প্রয়োজনে ৯৯৯ নাম্বারে কল করুন।
* মোবাইলে চার্জ রাখুন।
* যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
* গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে সাবধানতা অবলম্বন করুন।
* গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
* বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।

সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ যায়গা থেকে এগিয়ে আসার অনুরোধ রইলো।


আলহামদুলিল্লাহ  আলহামদুলিল্লাহ  যুগে যুগে  স্বৈরাচারী শাসকদের মহান রাব্বুল আলামিন এভাবেই পতন করে থাকেন ।  আমাদের সকলের উ...
06/08/2024

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যুগে যুগে স্বৈরাচারী শাসকদের মহান রাব্বুল আলামিন এভাবেই পতন করে থাকেন । আমাদের সকলের উচিত একজন আদর্শবান শাসক হওয়া ন্যায়ের পথে চলো❤️

প্রতিষ্ঠাতা ও প্রধান শিল্পী : মোঃ আলী আকবর

03/08/2024

ইনশাআল্লাহ ❤️

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tawhidi Awaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category