আলোর চিন্তা

আলোর চিন্তা আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ
🌿আলোর চিন্তা 🌿
পেইজটি ফলো করে সাথে থাকবেন প্লিজ।

23/05/2025

মানুষকে বানানো হয়েছিলো মানুষকে ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিলো ব্যবহার করার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে।

17/05/2025

নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, শক্তি কমে গেলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না।

13/05/2025

বদনামকারী আপনার জন্য এক অনন্য নিয়ামত! সে আপনার গুনাহ নিজের কাঁধে নিয়ে, আপনার গুনাহ হাল্কা করে.!!

06/05/2025
26/04/2025

ঘি দিয়ে নিমপাতা বাজলেও যেমন মিঠা হয় না,
ঠিক তেমনি
মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না।

পুরুষের ৪ বিয়ের জায়েজ এইটা তো সবাই জানেন কিন্তু বাকিগুলা কী জানেন..?১. বয়স্ক মহিলাকে বিবাহ করা জায়েজ।২. ডিভোর্সী নারীকে ...
17/04/2025

পুরুষের ৪ বিয়ের জায়েজ এইটা তো সবাই জানেন কিন্তু বাকিগুলা কী জানেন..?
১. বয়স্ক মহিলাকে বিবাহ করা জায়েজ।
২. ডিভোর্সী নারীকে বিবাহ করা জায়েজ।
৩. বিধবা নারীকে বিবাহ করা জায়েজ।
৪. স্ত্রীর সাথে রান্না করার কাজে, পরিস্কারের কাজে, ধোয়া-মোছার কাজে সহায়তা করা সুন্নাত।
৫. ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে স্ত্রীকে মুখে খাবার তুলে খাওয়ানো সুন্নাত।
৬. স্ত্রীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করা সুন্নাত।
৭. স্ত্রীর ভুল ক্ষমা করা সুন্নাত।
৮. স্ত্রীর জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখা সুন্নাত।
৯. স্ত্রীর অনুভূতিগুলো জানার চেষ্টা করা এবং তাকে যখন প্রয়োজন হয় স্বান্তনা দেওয়া সুন্নাত।
১০. স্ত্রীর সাথে খেলা করা, গল্প করা, ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত।
১১. স্ত্রীর কোলে আবদ্ধ হওয়া এবং শিথিল করা সুন্নাত।
১২. স্ত্রীকে সুন্দর নাম নিয়ে ডাকা সুন্নাত।
১৩. পরিবারের ব্যক্তিগত সদস্য এবং বন্ধুদের কাছে তার ব্যক্তিগত কথা প্রকাশ না করা সুন্নাত।
১৪. স্ত্রীর পিতা-মাতাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা সুন্নাত।
১৫. স্ত্রীর এটো খাবার খাওয়া সুন্নাত।
১৬. স্ত্রীর অভিমান ভাঙ্গানো সুন্নাত।
১৭. স্ত্রীর কোলে শুয়ে কুর'আন তিলাওয়াত করা সুন্নাত।
১৮. স্ত্রীকে সালাম দেওয়া সুন্নাত।
অনেক পুরুষই আছেন, যারা এগুলোর একটা সুন্নাতও পালন করতে রাজি হন না।
কিন্ত ৪ বিয়ের সুন্নাতটা পালন করতে তারা সদা প্রস্তুত।
বাকিগুলা জেনে তারপরে ৪টা বিয়া কইরেন..আর সব স্ত্রীকে আলাদা বাসস্থান, সমান অধিকার না দিলে কেয়ামতের ময়দানে শুয়ে শুয়ে খোড়ায়ে যেতে হবে রবের সামনে, পারবেন তো?
স্ত্রীর অধিকারগুলা ভালোভাবে আদায় করেন,
দুনিয়াটা জান্নাত হবে পরকালটাতেও রবের সান্নিধ্য পাবেন ইনশাআল্লাহ...❤️
correction

কালিমায়ে তাইয়্যিবাহ لَا اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।আল্লাহ...
03/04/2025

কালিমায়ে তাইয়্যিবাহ

لَا اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

আল্লাহ্‌ ব্যতীত ইবাদত বন্দেগীর উপযুক্ত আর কেহই নাই। হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্‌র প্রেরিত রাসূল।

সুনানে ইবনে মাজাহ-৩৭৯৬,আহমাদ ২১৪৯৩, ২১৫০৪, ২১৫৫৫

হাদিসটি বিশুদ্ধ (সহীহ)।

حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ هِصَّانَ بْنِ الْكَاهِلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا مِنْ نَفْسٍ تَمُوتُ تَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَرْجِعُ ذَلِكَ إِلَى قَلْبٍ مُوقِنٍ إِلاَّ غَفَرَ اللَّهُ لَهَا ‏"‏ ‏.‏

আবদুল হামীদ ইবন বায়ান ওয়াসিতী (র)……মুঁআয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেনঃ যে কোন ব্যক্তি একবার সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করলে যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসুল, আর উক্ত সাক্ষ্য বিশ্বাসী হৃদয়ের দিকে প্রত্যবর্তন করবে (অর্থাৎ খালিস দিলে এ সাক্ষ্য দিবে) আল্লাহ অবশ্যই তাকে মাগফিরাত দান করবেন । ইবনে মাজাহ-৩৭৯৬

কঠিন কাজ সহজ হওয়ার দোয়া।
02/04/2025

কঠিন কাজ সহজ হওয়ার দোয়া।

🌙 শাওয়ালের ছয় রোজা- কয়েকটি উপকারিতা : ✨১-এক বছরব্যাপী রোজা রাখার ছাওয়াব।প্রিয় নবী (সঃ) বলেন,যে ব্যাক্তি রমযানের রোজা রাখ...
01/04/2025

🌙 শাওয়ালের ছয় রোজা- কয়েকটি উপকারিতা : ✨

১-এক বছরব্যাপী রোজা রাখার ছাওয়াব।
প্রিয় নবী (সঃ) বলেন,যে ব্যাক্তি রমযানের রোজা রাখল এরপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন গোটা বছর রোজা রাখল।( সাহীহ মুসলিম)

অন্য বর্ননায় আছে' আল্লাহ এক নেকীকে দশগুন করেন সুতরাং এক মাসের রোজা দশ মাসের রোজার সমান বাকী ছয়দিন রোজা রাখলে একবছর হয়ে গেল' (নাসায়ী- ইবনে মাযাহ)

২-শাওয়াল ও শা'বান মাসে নফল রোজা সুন্নাত নামাজের সাদৃশ্য।
ফরজ নামাজের পূর্বে ও পরের সুন্নাত যেভাবে ফরজ আদায়ের ক্ষেত্রে ত্রুটি ও অবহেলায় সৃষ্ট ঘাটতির পরিপুরক,শাওয়াল ও শা'বানের রোজাও রমযানের ফরজ রোজার ঘাটতি পুষিয়ে নেয়। কেননা নফল এবাদত ফরজের ঘাটতি পুরন করে।

৩-রমযানের এবাদত কবুলের নিদর্শন।
শাওয়ালের ছয়টি রোজা রাখলে মনে প্রশান্তি আসে যে আল্লাহ রোজা কবুল করেছেন, কেননা আল্লাহ যে বান্দাহ'র এবাদত কবুল করেন তাকে আরও আমলের তাওফিক দেন,

অনেক সালাফ থেকে বর্নিত, নেক কাজের পর আরেকটি নেক কাজ পুর্বের নেক কাজ কবুল হওয়ার আলামাত।

৪-আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়।

আল্লাহ রমজানের পূর্ণমাস রোজা ও এবাদাতের তাওফিক দিয়েছেন, ঈদের দিন ক্ষমার ঘোষণা ও দিয়েছেন,এর শুকরিয়া হিসাবে ছয়টি রোজা রাখা উচিত।
সালাফদের মধ্যে অনেকেই সারা রাতব্যাপী এবাদত করার তাওফিক প্রাপ্ত হলে শুকরিয়া স্বরুপ পরদিন রোজা রাখতেন।

৫-সাদকা- খায়রাতের ঘাটতি পুরণ।
হযরত উমর ইবনে আব্দুল আজীজ রহঃ বলেন,
من لم يجد يتصدق به فيصم
যে সাদাকার সামর্থ রাখেনা সে যেন রোজা রাখে।

উল্লেখ্য,শাওয়ালের ছয়টি রোজা ঈদের পরের দিন থেকে রাখা জরুরি নয়,শাওয়াল মাসের মধ্যে রাখলেই
হবে,ধারাবাহিক হতে পারে পৃথক পৃথক ও হতে পারে।

আল্লাহ আমাদের আমল করার তাওফিক দিন।

© Md AmiruL Sheikh

05/03/2024

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, তারা (সহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। (সহীহ বুখারী, অধ্যায়ঃ ২, হাদিস নম্বরঃ ১১

05/11/2023

উত্তম মানুষ তাঁরা যাদের কারণে অন্যের মুখে হাঁসি ফোটে

বই : তাঁদের বাড়ি সুখ পাহাড়ে

Address

Dhaka
Gazipur

Telephone

+8801704196588

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর চিন্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোর চিন্তা:

Share