Mobile Zone

Mobile Zone I'm Rejaul Karim Rafi.

১.Udemy  কি? Udemyএকটি জনপ্রিয় অনলাইন ল্যানিং প্ল্যাটফর্ম।Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে য...
08/12/2023

১.Udemy কি?

Udemyএকটি জনপ্রিয় অনলাইন ল্যানিং প্ল্যাটফর্ম।
Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোনো ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে।
যারা এই প্রযুক্তির আইটি সেক্টরে ভালো কিছু করতে চাইতাদের জন্য এটা হতে পারে অপশন কাজ শিখার।

২. Udemy তে কি রয়েছে?

Udemyতে রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল ভিত্তিক কোর্স। যেমন -web design, Development, programming, graphic design, networking, digital marketing and Life style ইত্যাদির উপর।

৩.Udemy কেন করবেন?

যারা বর্তমানে আইটি সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়তে সেটা হতে চাকুরি তে অথবা ফ্রিন্যান্সিং জগতে তারা বিভিন্ন আইটিতে কোর্স করেন।
আবার অনেকেই অর্থ না থাকার কারণে এসব কোর্সে ভর্তি হতে পারেনা এবং যারা ভর্তি হয়েছে তারা মনের মত ফলাফল পাওয়া যায় না।
বর্তমানে প্রযুক্তির এই দুনিয়ায় টাকা ইনকামের চেয়েও ইনকামের পথ দেখিয়ে জীবন গড়ার সহজ হয়ে গেছে। আমাদের দেশে বিভিন্ন আইটির লোভনীয় অফারে দেখিয়ে ভর্তি করে নিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে অনেক টাকা।
ঘটনাগুলো প্রায় আইটিতে কোন কিছু শিখার জন্য যায় তারা প্রায়ই এরকম ধোঁকা বাজির শিকার হয়ে থাকে কিন্তু আবার সব আইটি তে এমন ঘটে তাও না।
যেখানে চারিদিকে আপনি ধোঁকা বাজির শিকার সেখানে Udemy আপনাকে দিচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট সুযোগ। তাই নিঃসন্দেহে বলা যায় বর্তমানে আপনার আইটি সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়তে Udemy একটি জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য মাধ্যম।

ডিজিটাল মার্কেটিং কি?ডিজিটাল মার্কেটিং মানে অনলাইন পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ...
30/11/2023

ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং মানে অনলাইন পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ায় মাধ্যম,হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যম।
কোথায় করব ডিজিটাল মার্কেটিং?

ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনি নিজের প্ল্যাটফর্ম গুলো বেছে নিতে পারেন - ১.ফেইসবুক
২. ইউটিউব
৩. ইন্সটাগ্রাম
৪. টুইটার।

ডিজিটাল মার্কেটিং কতপ্রকার?

ডিজিটাল মার্কেটিং দুই প্রকার- ১. অনলাইন মার্কেটিং
অনলাইন মার্কেটিং গুলো-
1.সার্চ ইঞ্জিন
অপ্টিমাইজেশান(SEO)

2.সার্চ ইঞ্জিন মার্কেটিং
(SEM)
3. পে-পার ক্লিক (PPC)
4.সোশ্যাল মিডিয়া মার্কেটিং
(SMM)
5.কনটেন্ট মার্কেটিং
(content marketing)
6. ই-মেইল মার্কেটিং (email
marketing)

২.অফলাইন মার্কেটিং
অফলাইন মার্কেটিং গুলো-
1.রেডিও মার্কেটিং
2. টেলিভিশন এডভাটাইজিং
3. ইলেকট্রনিক বিলবোর্ড

ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা?

আমাদের এ বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ।
কারণ অধিকাংশ মানুষ এখানে যেকোনপণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পণ্যের সম্পর্কে জেনে বুঝে তারপর সে পণ্য ক্রয় করে।
আর অনলাইনে মার্কেটিং (ডিজিটাল মার্কেটিং) করার মূল উদ্দেশ্য হলো বিজনেসে অনলাইন প্রেজেন্স এবং ব্র্যান্ডিং গ্রো করা।

ডিজিটাল মার্কেটিং এর সুবিধা?

ডিজিটাল মার্কেটিং এর সর্বাধিক সুবিধা হল এটি আপনাকে আপনার আদর্শ ক্রেতাদের লক্ষ্য করার সুযোগ দেয়। বিশ্বব্যাপী পৌঁছনো একটি ওয়েবসাইট মাধ্যম।
পরিশেষে বলতে চাই ডিজিটাল মার্কেটিং শিখে রাখাটা এখন সময়ের দাবী। আপনি যদি ধৈর্য্য এবং অধ্যবসায়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারেন তাহলে ধরে নিবেন আপনি ভবিষ্যতের জন্য প্রস্ত্তত।

Address

Gazipur
1704

Telephone

+8801868162119

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mobile Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mobile Zone:

Share