
08/12/2023
১.Udemy কি?
Udemyএকটি জনপ্রিয় অনলাইন ল্যানিং প্ল্যাটফর্ম।
Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোনো ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে।
যারা এই প্রযুক্তির আইটি সেক্টরে ভালো কিছু করতে চাইতাদের জন্য এটা হতে পারে অপশন কাজ শিখার।
২. Udemy তে কি রয়েছে?
Udemyতে রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল ভিত্তিক কোর্স। যেমন -web design, Development, programming, graphic design, networking, digital marketing and Life style ইত্যাদির উপর।
৩.Udemy কেন করবেন?
যারা বর্তমানে আইটি সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়তে সেটা হতে চাকুরি তে অথবা ফ্রিন্যান্সিং জগতে তারা বিভিন্ন আইটিতে কোর্স করেন।
আবার অনেকেই অর্থ না থাকার কারণে এসব কোর্সে ভর্তি হতে পারেনা এবং যারা ভর্তি হয়েছে তারা মনের মত ফলাফল পাওয়া যায় না।
বর্তমানে প্রযুক্তির এই দুনিয়ায় টাকা ইনকামের চেয়েও ইনকামের পথ দেখিয়ে জীবন গড়ার সহজ হয়ে গেছে। আমাদের দেশে বিভিন্ন আইটির লোভনীয় অফারে দেখিয়ে ভর্তি করে নিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে অনেক টাকা।
ঘটনাগুলো প্রায় আইটিতে কোন কিছু শিখার জন্য যায় তারা প্রায়ই এরকম ধোঁকা বাজির শিকার হয়ে থাকে কিন্তু আবার সব আইটি তে এমন ঘটে তাও না।
যেখানে চারিদিকে আপনি ধোঁকা বাজির শিকার সেখানে Udemy আপনাকে দিচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট সুযোগ। তাই নিঃসন্দেহে বলা যায় বর্তমানে আপনার আইটি সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়তে Udemy একটি জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য মাধ্যম।