
02/03/2025
ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সেরা সায়েন্স ফিকশন মুভি ❤️
পাশাপাশি টাইম ট্রাভেল নিয়ে বানানো সাউথ ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট একটি মুভি। এবং সুরিয়া শিবকুমার এর ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় ছিল এই মুভিতে, যেখানে তিনি একসঙ্গে তিনটি রোলে অভিনয় করেছেন,। সর্বপ্রথম সুরিয়াকে এই মুভিতে ভিলেন হিসেবে দেখানো হয়। আমার কাছে মুভিটা আউটস্ট্যান্ডিং লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে মুভিটা?
আর যারা এখনও দেখেননি দেরি না করে দেখে ফেলুন অসাধারণ একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা।
সিনেমার নাম : 24