16/03/2025
গাজীপুর মহানগর বিএনপির মাসব্যাপী গণ ইফতার
বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জিয়া পরিবারের উপর সবচেয়ে বেশি নির্যাতন চালিয়ে স্বৈরাচারী করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। বিকালে মহানগরের কোনাবাড়ি থানা বিএনপির আয়োজনে দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় গণ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার তিনি এ কথা বলেন।
গণ ইফতার ও দোয়া মাহফিলে কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক তানজিরুল ইসলাম রাজিব, মিয়া ফরহাদ হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিতদের জন্য কোনাবাড়িতে প্রায় দুই হাজার মানুষের জন্য এই গণইফতারের আয়োজন করা হয়েছে। ইফতারের পূর্বে লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।