Asif Mahmud Fan's

Asif Mahmud Fan's Asif mahmub Fan's sarcel

গুজব এ কান দিবেন না কেও দয়া করে প্লিজ 🥱
25/03/2025

গুজব এ কান দিবেন না কেও দয়া করে প্লিজ 🥱

Alhamdulillah । তামিম ভাই এখন সুস্থ আছেন...❤️
25/03/2025

Alhamdulillah । তামিম ভাই এখন সুস্থ আছেন...❤️

তামিম ইকবালের সুস্থতা কামনা করছি।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান জানিয়েছেন, তামিমের দুবার হার্ট...
24/03/2025

তামিম ইকবালের সুস্থতা কামনা করছি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।

09/03/2025
আমিতো ভাবছিলাম এয়ারপোর্টে বুঝি দুই একটা বুথ খুলে নকিয়া ৩৬০০ মোবাইল ফোন রেখে দেয়া হয়েছে প্রবাসীদের ফ্রি টেলিফোন দেয়ার জন্...
08/09/2024

আমিতো ভাবছিলাম এয়ারপোর্টে বুঝি দুই একটা বুথ খুলে নকিয়া ৩৬০০ মোবাইল ফোন রেখে দেয়া হয়েছে প্রবাসীদের ফ্রি টেলিফোন দেয়ার জন্য। এ তো দেখি বিশাল আয়োজন।

এইসব এসএস স্টিলের বুথ বসিয়ে এইরকম ফোন সেটাপ করা ২০ দিনেই হয়ে গেল? এইসব ফোন কি বসুন্ধরা সিটিতেই পাওয়া যায়? দেখলে তো মনে হয় আমদানি করা- যাতে মিনিমাম দুই তিন মাস সময় লাগার কথা!

ইউনুস সাহেব তো দেখি ম্যাজিশিয়ান!

খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে , বাংলাদেশের ইলিশ বাঙালি জাতিরা ১৫ বছর থেকে খেতে পারেনি পেট ভরে । ভারতে যখন ইলিশ দেয় ৬০০ টা...
03/09/2024

খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে ,
বাংলাদেশের ইলিশ বাঙালি জাতিরা ১৫ বছর থেকে খেতে পারেনি পেট ভরে ।
ভারতে যখন ইলিশ দেয় ৬০০ টাকা কেজিতে আমরা তখন বাংলাদেশে ইলিশ খাই ১২০০ থেকে ১৫০০ টাকা কেজিতে ।

এখন আমাদের একজন অভিভাবক বলেছে বাঙালি জাতি আগে ইলিশ খাবে তারপরে রপ্তানি ।
আমাদের দাবি আমাদের দেশের ইলিশ ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি হতে হবে।

#সবাই এরকম করে আওয়াজ তুলি ,
পোস্ট করি।
ইনশাআল্লাহ এতে করে সবার জন্য ইলিশ কিনার ক্ষমতা ভিতরে আসে পড়বে 💞

Chief Adviser calls cricket team captain after historic Test victory Chief Adviser Professor Muhammad Yunus on Tuesday c...
03/09/2024

Chief Adviser calls cricket team captain after historic Test victory

Chief Adviser Professor Muhammad Yunus on Tuesday called national cricket team captain Najmul Hossain Shanto by phone to congratulate him and the team for their historic Test series win against Pakistan.

"Heartiest congratulations on behalf of the government and myself. The whole nation is proud of you," the Chief Adviser told Shanto moments after Bangladesh completed a six-wicket victory in the Second Test in Rawalpindi to complete a 2-0 clean sweep victory in the two Test series.

He said the Bangladesh team would be accorded a reception after it returns home.

কিভাবে বোঝাবো, বুঝতে পারছি না!!একজন কৃষকের ঘরের বেড়া ভাসিয়ে নিয়ে গেছে বন্যার পানি। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে এসে তারা দ...
03/09/2024

কিভাবে বোঝাবো, বুঝতে পারছি না!!

একজন কৃষকের ঘরের বেড়া ভাসিয়ে নিয়ে গেছে বন্যার পানি। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে এসে তারা দেখতে পায়, টিনের চালটুকু ভেঙেচুরে মাটিতে লুটিয়ে আছে। ঘরের আসবাবপত্র কিছু অবশিষ্ট নেই। তোষক, কাঁথা, বালিশ, এগুলো পঁচে মাটির সাথে প্রায় মিশে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এলাকার মানুষ নিয়ে, গাছ অথবা বাঁশ দিয়ে নরম ভিটাতে কোনোরকম চালটাকে দাঁড় করিয়েছেন ঠিকই কিন্তু ঘরের চারপাশে কোন বেড়া নেই। পলিথিন এবং পুরনো কাপড় দিয়ে একরকম বেড়ার কাজ চালিয়ে তারা গত চারদিন ধরে সময় পার করছেন।

ঘরে যুবতী মেয়ে আছে, বউ আছে, ছোট বাচ্চা আছে তাই বাবাকে রাত জেগে ঘর পাহারা দিতে হয় । কয়েক বান টিন কিনে, ঘরের বেড়াটুকু দিতে এই কৃষকের অপেক্ষা করতে হবে আরও অনেক লম্বা সময়। উনার সময় কিন্তু আমার আপনার সময়ের মতো পার হয়ে যাচ্ছে না। এই মানুষটার কাছে প্রতিটা মিনিট কিন্তু এক একটা বছরের চেয়েও দীর্ঘ!

কাছাকাছি গল্প আছে আরও একটা পরিবারের।
একই ভাবে হাতে হাতে ধরে চালটাকে দাঁড় করিয়েছেন ঠিকই কিন্তু যে কোন মুহূর্তে ঘর ভেঙে মাথায় পড়তে পারে তাই, ঐ পরিবারের কেউ এখনও নিজের ঘরে উঠতে পারে নাই। ঐ একই হিসাব। বেড়া নাই কোন!

ভাঙা ফুটো চাল টা শুধু কিছু গাছ অথবা বাঁশের উপর ঠেস দিয়ে দাঁড় করানো হয়েছে। মুরুব্বি, জীবনের ঝুঁকি নিয়ে এই ঘরের নীচে ই মোম জালিয়ে একা একা রাত পার করেন। উনাকে প্রশ্ন করেছিলাম, “ ঘর ভেঙে পড়তে পারে তাই পরিবার কে ঘরে রাখেন নাই, তাইলে আপনি রাতে থাকেন কেন?? “ । চাচা উত্তরে শুধু বলেছে “ ঘরভিডা ছাড়ি, কণ্ডে যামু! “ ।

ভিটার প্রতি উনাদের এই মায়া বুঝার ক্ষমতা আমার হয় নি বোধহয়! বন্যা হলেও, পানি বাড়লেও, খেয়াল করেছি উনারা ভিটা ছেড়ে নড়তেও চান না।

আমি জানি, আমরা সবাই অনেক ব্যস্ত থাকি তাই একেবারে সংক্ষেপে মাত্র দুইটা পরিবারের গল্প জানালাম। গতকাল বনভাসী মানুষের পুনর্বাসন কার্যক্রমের জরীপ করতে এসে, পরশুরামের একটা গ্রামেই এরকম ৮ টা ঘরের খোঁজ পেয়েছি, যাদের সবার গল্প প্রতিযোগিতামূলক ভাবে একজনের চেয়ে আরেকজনের টা বেশি করুণ!

আমার লেখায় কতটুকু উপলব্ধি করতে পারলেন জানি না, তবে এই পরিবারগুলোর ঘুরে দাঁড়াবার মতো কোন অবস্থা নেই। আমি নিজে ঘরে ঢুকে, কথা বলে, যাচাই করে দেখেছি।

অসহায়ত্বের ব্যাপার হচ্ছে, আমাদের ফান্ডে যে টাকা আছে তা দিয়ে বেশি হলে ঠিকঠাক ৩ থেকে ৪ টা ঘর হয়তো করে দিতে পারবো তবে আরও ৪ টা ঘর বাদ পড়ে যায়।

বাজেট বের করার প্রসেস চলছে। ইঞ্জিনিয়ার থেকে মিস্ত্রি, গ্রামের দোকান থেকে ঢাকার ফ্যাক্টরি ; সমস্ত জায়গায় কথা বলছি আমরা। চুলচেরা বিশ্লেষণ চলছে সিভিল ইঞ্জিনিয়ার বড়ভাইদের মাঝেও।

প্রতিটা ঘর বাবত ১ লক্ষ টাকার বেশি খরচ লাগবে এটা নিশ্চিত করে বলতে পারি। বাকিটা নির্ভর করবে কোন ঘরটা করা হচ্ছে, সেটার জায়গা কতটুকু এবং আগের মালামালগুলো কতটুকু ব্যবহারযোগ্য তার উপর।

কোন কোম্পানি, সংগঠন, বিশ্ববিদ্যালয়, অথবা ক্লাব থেকে একটা করে ঘরের দায়িত্ব যদি নিতে পারেন তবে আমাদের টিম আপনাকে ঐ পরিবারগুলো পর্যন্ত নিয়ে যাবে। নিজে যাচাই করে তারপর একটা ঘরের দায়িত্ব নিতে পারেন।

আমরা তথ্য দিয়ে এবং আপনাদেরকে সেই পরিবার পর্যন্ত পৌঁছে দিতে সহায়তা করবো।
হোয়াটস্যাপে যোগাযোগ করুণ : 01677381886

30/08/2024

Address

Gazipur

Opening Hours

09:00 - 17:00

Telephone

+96565886152

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asif Mahmud Fan's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share