12/12/2025
গাড়িতে যাত্রা পথে এই মেয়ের সাথে এক হিন্দু যুবকের দেখা হয়। প্রথম দেখায় স্বাভাবিক আলাপ হলেও, সে মুহূর্তে মেয়েটি বুঝতে পারেনি, সামনে বসে থাকা এই মানুষটি নিজের পরিচয় গোপন করে মুসলিম সেজে তার জীবনে প্রবেশ করতে যাচ্ছে।
যাত্রা পথে দীর্ঘ আলাপ, গল্প, হাসাহাসির মাঝে এক পর্যায়ে তারা পরস্পরের ফোন নাম্বারও বিনিময় করে ফেলে।
এরপর সেই হাই-হ্যালো থেকেই ধীরে ধীরে শুরু হয় সম্পর্ক…
আর সেই সম্পর্ক পরিণত হয় গভীর প্রেমে।
কিন্তু তবুও হিন্দু যুবকটি তার আসল পরিচয় গোপন রেখেই, মুসলিম পরিচয়ে সম্পর্ক চালিয়ে যেতে থাকে।
দীর্ঘদিন প্রেমের পর একসময় তারা সিদ্ধান্ত নেয়, পালিয়ে বিয়ে করবে।
এবং ঠিকই, সেই হিন্দু যুবক তার পরিচয় গোপন রেখেই এই মুসলিম মেয়েকে বিয়ে করে ফেলে।
বিয়ের পর তারা এক ভাড়া বাসায় সংসারও শুরু করে দেয়,
মেয়েটি ভেবেছিল, এটাই তার নিরাপদ ঠিকানা।
কিন্তু বিপত্তি শুরু হয় ঠিক তখনই…
যখন জানা গেল মেয়েটির পেটে পাঁচ মাসের সন্তান।
এই খবর জানার পরই সেই হিন্দু যুবক হঠাৎ করে মেয়েটিকে ফেলে পালিয়ে যায়,
ফোন বন্ধ, কোনো যোগাযোগ নেই, কোনো খোঁজ নেই।
কয়েকদিন ধরে কোনো খবর না পেয়ে মেয়েটির কান্নাকাটি, ভাঙা মন দেখে ভাড়াটিয়ারা জানতে চায় কী হয়েছে। তখন মেয়েটি সব খুলে বলে— তাদের আলাপ, প্রেম, পালিয়ে বিয়ে, একসঙ্গে থাকা… সব।
আর তখনই জানা যায়,
যে ছেলে নিজেকে মুসলিম বলে পরিচয় দিত,
যে ছেলে তাকে বিয়ে করেছে,
যার সাথে সে সংসার করছে!
সে আসলে একজন হিন্দু প্রতা“র”ক যুবক।
এখন এই মেয়ে নিজের ভুল বুঝতে পেরে, প্রতারণার এই ফাঁদ থেকে মুক্তি পাওয়ার জন্য সবার কাছে বাঁচার আকুতি জানাচ্ছে।
©️
বাবা মার বিরুদ্ধে গিয়ে বিয়ে করার বিষয়ে ইসলামিক উপদেশ
ইসলামে বাবা মা র অবাধ্যতা একটি বড় গুনাহ। আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত কর এবং বাবা মা র প্রতি সদ্ব্যবহার কর। সূরা নিসা ৩৬।
বিয়ে ইসলামি দৃষ্টিতে একটি পবিত্র সম্পর্ক। আর পবিত্র কোনো সম্পর্ক কখনোই শুরু হতে পারে না অবাধ্যতা দিয়ে বা বাবা মার চোখের পানি দিয়ে। যে ছেলে বা মেয়ে বাবা মা কে কষ্ট দিয়ে বা তাদের মন ভেঙে বিয়ে করে, তাদের জীবনে বরকত থাকে না, শান্তি থাকে না, সুখ স্থায়ী হয় না।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতা মাতার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতা মাতার অসন্তুষ্টিতে। তিরমিজি।
যে সন্তান বাবা মা কে কাঁদিয়ে নিজের ভালোবাসার পথ বেছে নেয়, সে আসলে নিজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। বাবা মা তোমার শত্রু নয়। তারা তোমার মঙ্গল চায়, দোয়া করে, পথ দেখায়। বাবা মা কে উপেক্ষা করে যেকোনো সম্পর্ক গড়া মানে নিজের হাতে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা।
ইসলাম বলে, বাবা মা যদি ভুলও করে, তবুও তাদের সঙ্গে নরম কথা বলতে হবে। কখনো রাগ করে, তর্ক করে বা কষ্ট দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যারা ভাবে ভালোবাসার জন্য যেকিছু করা যায়, তারা ভুলে যায় যে বাবা মার দুঃখ দিয়ে শুরু হওয়া ভালোবাসা কখনই সুখের পরিণতি দেয় না।
বাবা মার চোখের পানি কখনো বৃথা যায় না। তাদের কষ্টে বানানো ঘর কখনো টেকে না। যে সন্তান বাবা মার দোয়ার বরকত নিয়ে বিয়ে করে, তার জীবনেই শান্তি ও সুখ নেমে আসে।