Jubayer Ahmad Tasrif

Jubayer Ahmad Tasrif Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jubayer Ahmad Tasrif, Digital creator, Dhaka, Gazipur.

এই পেইজের এডমিন মোঃ নাসির উদ্দিন, বিভিন্ন সংবাদ, বিশেষ প্রতিবেদন,ও স্ট্যাটাস শেয়ার করে আপনাদের কাছে তথ্য ও অনুপ্রেরণা পৌঁছে দিচ্ছেন।

কিছু সমস্যার কারণে পেজের নাম পরিবর্তন করা যাচ্ছে না। বর্তমানে এই পেজের সাথে জুবায়ের আহমাদ তাশরিফের কোনো সম্পর্ক নেই।

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন: প্রেস সচিব। 😢😢
17/12/2025

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন: প্রেস সচিব। 😢😢

গাড়িতে যাত্রা পথে এই মেয়ের সাথে এক হিন্দু যুবকের দেখা হয়। প্রথম দেখায় স্বাভাবিক আলাপ হলেও, সে মুহূর্তে মেয়েটি বুঝতে পারে...
12/12/2025

গাড়িতে যাত্রা পথে এই মেয়ের সাথে এক হিন্দু যুবকের দেখা হয়। প্রথম দেখায় স্বাভাবিক আলাপ হলেও, সে মুহূর্তে মেয়েটি বুঝতে পারেনি, সামনে বসে থাকা এই মানুষটি নিজের পরিচয় গোপন করে মুসলিম সেজে তার জীবনে প্রবেশ করতে যাচ্ছে।

যাত্রা পথে দীর্ঘ আলাপ, গল্প, হাসাহাসির মাঝে এক পর্যায়ে তারা পরস্পরের ফোন নাম্বারও বিনিময় করে ফেলে।
এরপর সেই হাই-হ্যালো থেকেই ধীরে ধীরে শুরু হয় সম্পর্ক…
আর সেই সম্পর্ক পরিণত হয় গভীর প্রেমে।

কিন্তু তবুও হিন্দু যুবকটি তার আসল পরিচয় গোপন রেখেই, মুসলিম পরিচয়ে সম্পর্ক চালিয়ে যেতে থাকে।
দীর্ঘদিন প্রেমের পর একসময় তারা সিদ্ধান্ত নেয়, পালিয়ে বিয়ে করবে।
এবং ঠিকই, সেই হিন্দু যুবক তার পরিচয় গোপন রেখেই এই মুসলিম মেয়েকে বিয়ে করে ফেলে।

বিয়ের পর তারা এক ভাড়া বাসায় সংসারও শুরু করে দেয়,
মেয়েটি ভেবেছিল, এটাই তার নিরাপদ ঠিকানা।
কিন্তু বিপত্তি শুরু হয় ঠিক তখনই…

যখন জানা গেল মেয়েটির পেটে পাঁচ মাসের সন্তান।
এই খবর জানার পরই সেই হিন্দু যুবক হঠাৎ করে মেয়েটিকে ফেলে পালিয়ে যায়,
ফোন বন্ধ, কোনো যোগাযোগ নেই, কোনো খোঁজ নেই।

কয়েকদিন ধরে কোনো খবর না পেয়ে মেয়েটির কান্নাকাটি, ভাঙা মন দেখে ভাড়াটিয়ারা জানতে চায় কী হয়েছে। তখন মেয়েটি সব খুলে বলে— তাদের আলাপ, প্রেম, পালিয়ে বিয়ে, একসঙ্গে থাকা… সব।

আর তখনই জানা যায়,
যে ছেলে নিজেকে মুসলিম বলে পরিচয় দিত,
যে ছেলে তাকে বিয়ে করেছে,
যার সাথে সে সংসার করছে!

সে আসলে একজন হিন্দু প্রতা“র”ক যুবক।

এখন এই মেয়ে নিজের ভুল বুঝতে পেরে, প্রতারণার এই ফাঁদ থেকে মুক্তি পাওয়ার জন্য সবার কাছে বাঁচার আকুতি জানাচ্ছে।

©️

বাবা মার বিরুদ্ধে গিয়ে বিয়ে করার বিষয়ে ইসলামিক উপদেশ

ইসলামে বাবা মা র অবাধ্যতা একটি বড় গুনাহ। আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত কর এবং বাবা মা র প্রতি সদ্ব্যবহার কর। সূরা নিসা ৩৬।

বিয়ে ইসলামি দৃষ্টিতে একটি পবিত্র সম্পর্ক। আর পবিত্র কোনো সম্পর্ক কখনোই শুরু হতে পারে না অবাধ্যতা দিয়ে বা বাবা মার চোখের পানি দিয়ে। যে ছেলে বা মেয়ে বাবা মা কে কষ্ট দিয়ে বা তাদের মন ভেঙে বিয়ে করে, তাদের জীবনে বরকত থাকে না, শান্তি থাকে না, সুখ স্থায়ী হয় না।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতা মাতার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতা মাতার অসন্তুষ্টিতে। তিরমিজি।

যে সন্তান বাবা মা কে কাঁদিয়ে নিজের ভালোবাসার পথ বেছে নেয়, সে আসলে নিজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। বাবা মা তোমার শত্রু নয়। তারা তোমার মঙ্গল চায়, দোয়া করে, পথ দেখায়। বাবা মা কে উপেক্ষা করে যেকোনো সম্পর্ক গড়া মানে নিজের হাতে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা।

ইসলাম বলে, বাবা মা যদি ভুলও করে, তবুও তাদের সঙ্গে নরম কথা বলতে হবে। কখনো রাগ করে, তর্ক করে বা কষ্ট দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যারা ভাবে ভালোবাসার জন্য যেকিছু করা যায়, তারা ভুলে যায় যে বাবা মার দুঃখ দিয়ে শুরু হওয়া ভালোবাসা কখনই সুখের পরিণতি দেয় না।

বাবা মার চোখের পানি কখনো বৃথা যায় না। তাদের কষ্টে বানানো ঘর কখনো টেকে না। যে সন্তান বাবা মার দোয়ার বরকত নিয়ে বিয়ে করে, তার জীবনেই শান্তি ও সুখ নেমে আসে।

শিশু সাজিদ, জান্নাতের ফুল 😢🤲🌸
11/12/2025

শিশু সাজিদ, জান্নাতের ফুল 😢🤲🌸

শরীয়তপুরে কলেজ শিক্ষার্থীকে সড়ক থেকে টেনে বন বিভাগের ভেতরে নিয়ে গিয়ে গ'ণ'ধ'র্ষণে'র অভি'যোগখুবই ল'জ্জা'জনক ও নিন্দনীয় ঘটন...
10/12/2025

শরীয়তপুরে কলেজ শিক্ষার্থীকে সড়ক থেকে টেনে বন বিভাগের ভেতরে নিয়ে গিয়ে গ'ণ'ধ'র্ষণে'র অভি'যোগ
খুবই ল'জ্জা'জনক ও নিন্দনীয় ঘটনা।

এই ধরনের পাশ'বিক অ'পরা'ধী'দের কোনো ক্ষ'মা নেই।
দো'ষী'দের অবিলম্বে গ্রে'ফ'তার করে স'র্বোচ্চ শা'স্তি নিশ্চিত করতে হবে।

ন্যায়'বিচা'র চাই
নারীর নিরা'পত্তা চাই
এই নি'র্যা'তনে'র অবসান চাই।

অ'প'রা'ধীরা যে-ই হোক:
➡️ ধ'র্ষ'ণের বিরু'দ্ধে শূন্য সহনশীলতা চাই।
➡️ দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা চলুক।

মাশাআল্লাহ,আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর।🌸🌿
05/12/2025

মাশাআল্লাহ,আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর।🌸🌿

03/12/2025

নবী প্রেমে পাগলকরা গজল। Abdullah Al Mobin | আমি নবীজীর পাগল | Ami Nabijir Pagol | আবদুল্লাহ আল মোবিন

ভাবুন তো কোনো মায়ের আটটি সন্তানকে কেউ বস্তাবন্দী করে পানিতে চুবিয়ে মে/রে ফেলেছে। তাহলে সেই মায়ের অবস্থা কি হবে। সন্তান হ...
03/12/2025

ভাবুন তো কোনো মায়ের আটটি সন্তানকে কেউ বস্তাবন্দী করে পানিতে চুবিয়ে মে/রে ফেলেছে। তাহলে সেই মায়ের অবস্থা কি হবে। সন্তান হারানোর শোকে তার কলিজাটা কি দিয়ে ঠান্ডা হবে! এই মা কুকুরের বেলায়ও তাই হয়েছে

02/12/2025

কোকিল কণ্ঠে মরমি গজল 😢🥹🌿

যে দেশে জীবিত মানুষের মূল্য নেই......সে দেশে লা*শে*র আর যায়গা কোথায়😭 ©️
26/11/2025

যে দেশে জীবিত মানুষের মূল্য নেই......সে দেশে লা*শে*র আর যায়গা কোথায়😭 ©️

এই খবরটি শোনার পর থেকে মনে যেন এক অদ্ভুত ভার নেমে এসেছে। কতটা কষ্ট লাগছে,তা ভাষায় প্রকাশ করাও কঠিন। সে আমার আপন কেউ ছিল ...
26/11/2025

এই খবরটি শোনার পর থেকে মনে যেন এক অদ্ভুত ভার নেমে এসেছে। কতটা কষ্ট লাগছে,তা ভাষায় প্রকাশ করাও কঠিন। সে আমার আপন কেউ ছিল না, তবুও মনে হচ্ছিল যেন নিজের ছোট ভাইটিকেই হারিয়ে ফেললাম। ভাবতেই শিউরে উঠছি,না জানি তার পরিবার এখন কতটা অসহায় যন্ত্র*ণার ভিতর দিয়ে যাচ্ছে…

লিবিয়া থেকে ইতালির পথে গেম* দিতে গিয়ে মাদারীপুরের মাত্র ১৩ বছরের একটি নিষ্পাপ ছেলে অকালে পৃথিবী থেকে বিদায় নিল। কতটা নির্মম, কতটা হৃদয়বিদারক এই মৃ*ত্যু! আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, অনন্ত শান্তির জান্নাত দান করেন। আর শোকাহত পরিবারটিকে যেন আল্লাহ এই অসহনীয় কষ্ট পার হয়ে উঠার শক্তি দেন

আমিন।

ইতালিতে ভালো ভবিষ্যতের যে স্বপ্ন সে চোখে এঁকেছিল, যার জন্য এতটা আশা নিয়ে পথ ধরেছিল - সেই স্বপ্ন আজ চিরতরে থেমে গেল। কত স্বপ্ন, কত আশা, কত প্রতীক্ষা… সব এক মুহূর্তে শেষ হয়ে গেল।
🇧🇩🇱🇾💔🇮🇹

হে আল্লাহ্ তুমি তাকে ধৈর্য ধরার তৌফিক দান করো😥🤲 Muslim Records  ©️
25/11/2025

হে আল্লাহ্ তুমি তাকে ধৈর্য ধরার তৌফিক দান করো😥🤲
Muslim Records ©️

Address

Dhaka
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jubayer Ahmad Tasrif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share