
16/07/2025
নতুন ভাবে জ%ঙ্গি নাটক শুরু হতে যাচ্ছে‼️
রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ভাইদের নামে মিথ্যা মামলা।
হাসিনার আমলের মতো আবার জ%ঙ্গি নাটক শুরু করেছে এ সরকার?
পা/কিস্তান ফেরত এক যুবককে এরেস্ট করে তার সাথে আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ভাইদের নামে মাম/লা এ্যাড করে দিয়েছে এটিইউ (এ্যান্টি টেররিজম ইউনিট)।
ইসলামপন্থি যেসব ভাইয়েরা ফিল্ডে কাজ করছে তাদের কণ্ঠ রুদ্ধ করতে এসব মিথ্যা মা/মলা সাজানো হয়েছে। মামলা দিয়ে রাখল তারপর যখন পরিস্থিতি অনুকুলে আসবে গ্রে/ফতার করে নিবে।
ইসলামপন্থিদের প্রত্যেক ধারা এসব মিথ্যা মামলার বিষয় সোচ্চার হওয়ার জরুরী এটা শুধু আসিফ আদনান ও জাকারিয়া মাসুদ ভাইদের ইস্যু না এটা গোটা ইসলামপন্থিদের সমস্যা!
অবিলম্বে আসিফ আদনান ভাই, জাকারিয়া মাসুদ ভাই এবং রেজাউল করিম আবরার হাফি. নামে মিথ্যা মামলা প্রত্যাহার কর, করতে হবে!
পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই শক্ত ভাবে মোকাবিলা করতে হবে এই কু'ফু'রি রেজিম কে৷
আমরা বাঁচলে একসাথে বাঁচবো৷
ম/রলে একসাথে ম/রবো।
যেকোনো ভাইকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলে সবাই ঐক্যবদ্ধ ভাবে রুখে দিন।