Ghotoner Araley

Ghotoner Araley Ghotoner Araley is the weekly investigative newspaper in Bangladesh The Ghotoner Araley is an investigative newspaper. We work for the country and the people.

This newspaper is a trusted media for innumerable readers.

গাজীপুরের বাড়ীয়ায় ‘আওয়ামী চক্রের’ রোষানলে ব্যবসায়ী পরিবারনানা অপরাধে অভিযুক্তরা বাড়ি-গাড়িসহ অগাধ সম্পদের মালিক। আমতলী পু...
14/08/2025

গাজীপুরের বাড়ীয়ায় ‘আওয়ামী চক্রের’ রোষানলে ব্যবসায়ী পরিবার

নানা অপরাধে অভিযুক্তরা বাড়ি-গাড়িসহ অগাধ সম্পদের মালিক। আমতলী পুলিশ ফাঁড়িও তাদের কথায় চলে।

বিস্তারিত কমেন্টে

গাজীপুরের ভবানীপুরে অভিযান, সাড়ে ৭ কোটি টাকার বনভূমি উদ্ধারগাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটে আবারও উচ্ছেদ অভিযান প...
12/08/2025

গাজীপুরের ভবানীপুরে অভিযান, সাড়ে ৭ কোটি টাকার বনভূমি উদ্ধার

গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
এতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও বিভিন্ন বিট অফিসের বনকর্মীরা সহযোগিতা করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনায় অভিযান তত্ত্বাবধান করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার।
এ সময় ভবানীপুর ফরিদ মার্কেট এলাকার সিএস ১০৮০ নং দাগের সংরক্ষিত বনভূমি দখল করে নির্মিত ১২০টি পাকা বাড়িঘর ও দোকানপাট ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এতে ১ একর ৯৫ শতাংশ বনভূমি উদ্ধার হয়েছে। যার বর্তমান বাজারমূল্য সাড়ে সাত কোটি টাকা।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক এনামুল হক, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, জাতীয় উদ্যান রেঞ্জের সহকারী বন সংরক্ষক সাকেরা আক্তার শিমু প্রমুখ।
ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিন ঘটনার আড়ালে-কে জানান, অভিযান পরিচালনার আগে নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা অপসারণ ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য দখলকারীদের নোটিশ দেওয়া হয়েছিল। বন রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ভবানীপুর বিটে বনভূমি দখলের ওপর ইতিমধ্যে ঘটনার আড়ালে-তে একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরে দখলকারীদের তালিকা করে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নেয় বন অধিদপ্তর।

[ঘটনার আড়ালে ডটকম]

গাজীপুরে সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা১০ কোটি টাকার মানহানির অভিযোগলিংক কমেন্টে
12/08/2025

গাজীপুরে সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা

১০ কোটি টাকার মানহানির অভিযোগ

লিংক কমেন্টে

09/08/2025

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে প্রধান আসামি কেটু মিজান ও তার স্ত্রীসহ সাতজন গ্রেফতার

গাজীপুর চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতার ও ...
08/08/2025

গাজীপুর চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে গাজীপুর সাংবাদিক পরিষদ।

শুক্রবার সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, সভাপতি মো. মুজাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, সাংবাদিক হাসান মাহমুদ, ইব্রাহিম সরকার, শরিফুল হাসান প্রমুখ।

06/08/2025

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যা বললেন দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী। তিনি পিরোজপুরে জামায়াতের প্রার্থী।

04/08/2025

গাজীপুরের ভাওরাইদ দক্ষিণপাড়া এলাকায় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুর সদর ভূমি অফিসে ফাইল আটকে সার্ভেয়ারের ২ লাখ টাকা ঘুষ দাবি!ঘটনার আড়ালে প্রতিবেদন : গাজীপুর সদর উপজেলা ভূমি অফিসের ...
31/07/2025

গাজীপুর সদর ভূমি অফিসে ফাইল আটকে সার্ভেয়ারের ২ লাখ টাকা ঘুষ দাবি!

ঘটনার আড়ালে প্রতিবেদন : গাজীপুর সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অলি উল্লাহর বিরুদ্ধে ফাইল আটকে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, সার্ভেয়ার অলি উল্লাহ ২০২৩ সালের শেষের দিকে গাজীপুর সদর উপজেলা ভূমি অফিসে যোগদান করেন। তিনি প্রথমে ভালো সেবা দিলেও ধীরে ধীরে দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অফিসের ভেতরে থাকা উমেদার ও বাইরের ব্যক্তিদের মাধ্যমে চলে লেনদেন।

সদর উপজেলার মাহনা ভবানীপুর মৌজায় জোত জমির সঙ্গে সরকারি জমি থাকায় সীমানা নির্ধারণের জন্য ২০২৩ সালের ১৫ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আবেদন করে সিয়াম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরে প্রতিবেদনের জন্য তা সদর উপজেলা ভূমি অফিসে পাঠানো হয়।

দায়িত্ব পেয়ে মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা আবদুল আলিম ডিমারকেশন অনুমোদনের সুপারিশ করে ২০২৩ সালের ১১ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যার স্মারক নম্বর ৭৯২ ও সীমানা নির্ধারণী মোকদ্দমা নম্বর ৩৪/২৪।

এরপর সার্ভেয়ার অলি উল্লাহর তত্ত্বাবধানে আবেদনকারী পক্ষকে গত বছরের ২ মে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে শুনানিতে উপস্থিত থাকার জন্য নোটিশ দেওয়া হয়। শুনানি নিয়ে তখনকার এসিল্যান্ড রাফে মোহাম্মদ ছড়া সার্ভেয়ারকে স্ক্যাচ ম্যাপ দাখিলের নির্দেশ দেন।

পরে সার্ভেয়ার অলি উল্লাহ সরেজমিনে গিয়ে মাপজোখ করেন। কিন্তু গত এক বছরেও স্ক্যাচ ম্যাপ প্রস্তুত করে দাখিল করা হয়নি। তিনি ওই মৌজার স্থানীয় এক সার্ভেয়ারের মাধ্যমে দুই লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় ফাইল আটকে রাখা হয়েছে।

আবেদনকারী পক্ষ জানায়, তারা সার্ভেয়ার অলি উল্লাহর সঙ্গে যোগাযোগ করলে ‘হচ্ছে, হবে’ বলে হয়রানি করা হচ্ছে। তার পক্ষে দুই লাখ টাকা দাবি করা ব্যক্তি বলছেন, টাকা আগে দিতে হবে। কাজ পরে হবে।

তারা আরও জানান, সব ঠিক থাকার পরও ডিমারকেশনটি অনুমোদন না হওয়ায় নানা সমস্যা পোহাতে হচ্ছে। সাফারি পার্ক রোডের জন্য অধিগ্রহণকৃত অংশের ক্ষতিপূরণের বিলও উত্তোলন করা যাচ্ছে না। সার্ভেয়ারকে বারবার অনুরোধ করলেও তিনি পাত্তা দেননি।

এ ব্যাপারে সার্ভেয়ার অলি উল্লাহর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে ঘটনার আড়ালে-কে বলেন, সিয়াম প্লাস্টিকের কেউ যোগাযোগ করে না। তাদের দলিলের এসএ দাগে সমস্যা আছে।

[ঘটনার আড়ালের চলতি সংখ্যায় প্রকাশিত]

বাকি অংশ কমেন্টে...
30/07/2025

বাকি অংশ কমেন্টে...

বাসচাপায় পোশাক শ্রমিক নিহতগাজীপুরে বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।নগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট এ...
28/07/2025

বাসচাপায় পোশাক শ্রমিক নিহত
গাজীপুরে বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

নগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত নূরী বেগম (৩৮) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভেদাইটারী এলাকার আশরাফুল ইসলামের মেয়ে।

তিনি দেওয়ালিয়াবাড়ী এলাকায় ভাড়া থেকে ওরিয়েন্ট পোশাক কারখানায় জুনিয়র অপারেটর পদে চাকরি করতেন।

কোনাবাড়ী থানার এসআই পাপন হোসেন জানান, ওই শ্রমিক সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার দেহ থেকে একটি পা বিচ্ছিন্ন ও মাথার খুলি ফেটে গেছে।

এসআই আরও জানান, অজ্ঞাত বাসটি চিহ্নিত করা যায়নি। লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকার আরএকে সিরামিকস কারখানার শ্রমিকরা ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।পরে পুল...
27/07/2025

গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকার আরএকে সিরামিকস কারখানার শ্রমিকরা ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

22/07/2025

কাপাসিয়ার বলখেলা বাজার সংলগ্ন ধরপাড়া গ্রামের নার্গিস আক্তার হত্যাকাণ্ডে প্রধান আসামি নাজমুল সরকার ও তার মা নূরজাহান ওরফে নূরীকে গ্রেফতার করেছে র‍্যাব

Address

Joydebpur
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Ghotoner Araley posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghotoner Araley:

Share

Our Story

alokitonews.com is one of the news portal in Bangladesh.