Adiba tv 24

Adiba tv 24 Enjoy The Holy Quran

23/07/2025

অসাধারণ লাগছে #ভিডিওভাইরালシ

05/04/2025

আপনাদের সোনামণি অনেক অসুস্থ সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ যেন খুব দ্রুত শেফা দান করেন।

04/04/2025

সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস চীনে ফড়িং (পঙ্গপাল) খেয়েছেন বলা প্রকাশ করেছেন তাই এই বিষয়ে অনেকের প্রশ্ন: ফড়িং খাওয়া হালাল নাকি হারাম?

☑️ 🔸 ইসলামিক শরিয়ত অনুযায়ী স্পষ্ট উত্তর: ফড়িং খাওয়া হালাল!

নিম্নে দলিল পেশ করা হলো:

✅ হাদিস ১:
عَنِ ٱبْنِ عُمَرَ رَضِيَ ٱللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ ٱللَّهِ ﷺ:
"أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ وَدَمَانِ: فَأَمَّا ٱلْمَيْتَتَانِ فَٱلْحُوتُ وَٱلْجَرَادُ، وَأَمَّا ٱلدَّمَانِ فَٱلْكَبِدُ وَٱلطِّحَالُ"

“আমাদের জন্য দুই ধরনের মৃত প্রাণী এবং দুই ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃত প্রাণী দুটি হলো মাছ ও পঙ্গপাল, আর রক্ত দুটি হলো যকৃত (লিভার) ও প্লীহা।”
📖 (সুনানে ইবনে মাজাহ: ৩৩১৪, সুনানে আবু দাউদ: ৩৮০)

✅ হাদিস ২:
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
"كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فِي غَزْوٍ فَأَصَابَنَا جَهْدٌ فَأَكَلْنَا الْخَيْلَ وَالْجَرَادَ"

“আমরা রাসূলুল্লাহ ﷺ-এর সঙ্গে এক গাযওয়াতে ছিলাম। আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তখন আমরা ঘোড়া ও পঙ্গপাল খেয়েছিলাম।”
📖 (সহীহ মুসলিম: ১৯৫২, সুনানে তিরমিজি: ১৮২৪)

➡️ এই হাদিস স্পষ্ট প্রমাণ যে, রাসূলুল্লাহ ﷺ নিজে ফড়িং খাওয়ার অনুমতি দিয়েছেন এবং সাহাবারা তা খেয়েছেন।

---

📜 ফিকহের ব্যাখ্যা (চার মাযহাবের মতামত)

✅ 🔹 হানাফি মাযহাব:
ইমাম সারাখসি (রহ.) বলেন:
“الجراد من صيد البر وهو مباح الأكل بلا ذكاة”
“পঙ্গপাল স্থল শিকারগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, এবং এটি জবাই ছাড়াই খাওয়া বৈধ।”
📖 (আল-মাবসূত, সারাখসি ১১/২৫৩, রদ্দুল মুহতার ৬/৩০৬)

✅ 🔹 মালিকি মাযহাব:
“الجراد مما يحل أكله بالإجماع”
“পঙ্গপাল খাওয়া ইজমা দ্বারা হালাল।”
📖 (আল-মুদাওয়ানা الكبرى ১/৫৪২)

✅ 🔹 শাফেয়ি মাযহাব:
“أجمع العلماء على حل أكل الجراد”
“সমস্ত উলামাগণ পঙ্গপাল খাওয়াকে বৈধ বলে একমত।”
📖 (মুঘনি আল-মুহতাজ ৬/১৯১)

✅ 🔹 হাম্বলি মাযহাব:
“الجراد يؤكل بلا ذبح ولا يحتاج إلى تذكية”
“পঙ্গপাল জবাই ছাড়াই খাওয়া যায় এবং এটি জবাইয়ের প্রয়োজন নেই।”
📖 (আল-মুগনি, ইবনে কুদামা ১৩/৩৪৯)

✔ ১. ফড়িং (পঙ্গপাল) খাওয়া দলিল অনুযায়ী ১০০% হালাল।
✔ ৩. চার মাযহাবের ফিকহ অনুযায়ীও এটি বৈধ।

🔄 ❝অনেকে না জানার কারণে ফড়িং খাওয়াকে হারাম ভাবছেন। তাই পোস্টটি শেয়ার করুন, যেন সঠিক ইসলামী জ্ঞান ছড়িয়ে যায়!❞

✍️ লেখক মুফতী মুহাম্মদ আলী। পরিচালঃ মাদ্রাসাতুল হিদায়া, ফেনী।

04/04/2025

মানুষ ছোট থেকেই বড় হয় আর আমি যেন বড় হয়ে মানুষের সেবা করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন! আপনাদের কাছে দোয়াপ্রার্থী।

03/04/2025

একজন সফল মানুষ হতে চাই আল্লাহ যেন কবুল করেন কারণ আল্লাহর কবুল ছাড়া কোনভাবেই সম্ভব নয় ভালো মানুষ হতে!

03/04/2025

প্রিয় বন্ধুগণ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন একজন আলেমা ও ভালো একজন হাফেজা যেন হতে পারি।
সবাইকে ঈদ মোবারক ও অভিনন্দন।

Address

National University
Gazipur
1704

Telephone

+8801822986545

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adiba tv 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adiba tv 24:

Share