Md Abu Daud Sardar

Md Abu Daud Sardar Assalamuwalikum wa rahmatullah. (السلام عليكم ورحمة الله)

যমুনা সেতুতে থাকা রেললাইন ভেঙ্গে বাইক চলাচলের জন্য নতুন রাস্তা তৈরি হচ্ছে , বাইকারদের জন্য বিশাল বড় সুখবর?ঘটনা সত্য হলে ...
14/08/2025

যমুনা সেতুতে থাকা রেললাইন ভেঙ্গে বাইক চলাচলের জন্য নতুন রাস্তা তৈরি হচ্ছে , বাইকারদের জন্য বিশাল বড় সুখবর?
ঘটনা সত্য হলে ১০০% ভালো হবে। 😍

কথা বলতে বলতে হঠাৎই চোখ গেল!!ধ্বক করে উঠলো কলিজা নাকি গুর্দা নাকি হৃদপিণ্ড! সবই নড়েচড়ে উঠলো আমারপরে দেখি না না ভয় পাওয়ার...
26/07/2025

কথা বলতে বলতে হঠাৎই চোখ গেল!!

ধ্বক করে উঠলো কলিজা নাকি গুর্দা নাকি হৃদপিণ্ড!

সবই নড়েচড়ে উঠলো আমার

পরে দেখি না না ভয় পাওয়ার কিছু নাই এটাতো এখন আমারই ঘরে আছে!!

যদিও জানালায় এভাবে খেলাটা শিখেনি তাছাড়া পারবে ও না আমারই মতন ভীতু প্রকৃতির কন্যা!!

তাই এমন দেখলে আগেই ভয় পাবেন না কিন্তু 😜

21/07/2025

মনে পরে গত বছর জুলাই মাসের কথা ?
ঠিক এক বছর পর জুলাই মাস আবার আমাদের জন্য কান্না নিয়ে আসলো 😢

20/07/2025

এটাই প্রকৃত ভালোবাসা।

আমি গিয়েছিলাম আজকের জনসমুদ্রে। কোন কর্মী বা সমর্থক হিসেবে নয়। গিয়েছি আমার কিছু রাজনৈতিক প্রশ্নের উত্তর খুঁজতে।ঠিক যেমনটা...
20/07/2025

আমি গিয়েছিলাম আজকের জনসমুদ্রে।
কোন কর্মী বা সমর্থক হিসেবে নয়। গিয়েছি আমার কিছু রাজনৈতিক প্রশ্নের উত্তর খুঁজতে।
ঠিক যেমনটা গিয়েছিলাম ৫ আগস্টের পরপর বিএনপির সমাবেশে।
২৪ এর জুলাইয়ে পুলিশের মার খেয়ে আমার ডান হাতে রক্ত জমাট বেঁধে কালো হয়ে যায়। ব্যথা পাইনি, কারণ চারপাশের পরিস্থিতি বলে দিচ্ছিলো সরকার পরিবর্তন হবেই।
সেই কালো দাগ নিয়ে ৫ আগস্টে মুক্তির নিঃশ্বাস নিয়েছি। তবে শঙ্কা একটা ছিলো। সরকারকে না হয় পরিবর্তন করা গেলো কিন্তু রাজনীতির ধরণ কি বদলাবে? নাকি সেই পুরনো গৎবাঁধা নিয়মে চলবে??
উত্তর খুঁজতে যেদিন বিএনপির সমাবেশে গেলাম, নতুনত্ব পেলাম শুধু ভিডিও কলে বক্তৃতা।
কর্মীরা সেই আগেরমত তাদের পারিশ্রমিক নিতে ব্যস্ত। সমাবেশে কি বলা হচ্ছে না হচ্ছে তাদের সেদিকে খেয়াল নেই। মঞ্চে গিজগিজ করছে মানুষ। যখনই কোন বক্তা মাইকের সামনে দাঁড়ান, তখনই তার চারপাশে ঘিরে থাকে কিছু লোভী অপরিচিত মুখ। নিজের থোৎমা দেখিয়ে যদি কিছু ফায়দা হয় এই আশায়। প্রত্যেক নেতার সেই আগের মত আলাদা আলাদা গ্রুপ,পোস্টার, ব্যানার; জায়গা নিয়ে কামড়াকামড়ি। আর জায়গা হলো সেই চিরাচরিত জনগণের রাস্তা। অমনোযোগী কর্মীদের উপর পাতিনেতাদের গায়ে হাত দেয়া তো চলছেই। এমন গৎবাঁধা মাহফিল দেখে বেশিক্ষণ থাকতে পারিনি।
আজ একই প্রশ্নের উত্তর পেতে চলে গেলাম সোহরাওয়ার্দী উদ্যান। খিলগাঁও থেকে আমি রমনা থানা পর্যন্ত রিক্সায় আসতে পেরেছিলাম। তারপর লোকে লোকারন্য। মিন্টু রোডের কাছেই দেখলাম বিশাল স্ক্রীনে একে একে বক্তার বক্তৃতা দেখানো হচ্ছে। সবাই সেটা শুনছেন এবং রিএক্ট করছেন। মৎস্য ভবন থেকে আর সামনে আগাতে পারলাম না। কোনমতে রমনা পার্কে ঢুকে দেখি সেটাও পূর্ণ। গতকাল রাতে আসা অনেকেই গাছের নিচে পলিথিনের উপর শুয়ে আছেন। বাড়ি থেকে আনা খাবার খাচ্ছেন। কিছু বান্দা গরম সহ্য করতে না পেরে রমনার লেকে নেমে গোসল করছেন। পুরো রমনা ভরা মানুষ কিন্তু তার মধ্যে কোন পুলিশ দেখলাম না। আর পুলিশের দরকারও ছিলো না। সবাই ছিলো সুশৃঙ্খল। অনেক কষ্ট করে শিশুপার্কের ভেতর দিয়ে আমি উদ্যানে গেলাম। গাছের ছায়ার নিচে বসে মানুষ বিশাল স্ক্রীনে বক্তব্য শুনছে। শুধু সোহরাওয়ার্দী উদ্যানে আলাদা করে লাগানো হয়েছে ১২ টা বিশাল স্ক্রীন। মঞ্চের স্ক্রীন তো আছেই। খাবার পানি, ওযুর পানি, অস্থায়ী ওয়াশরুম, মেডিকেল বুথ, নামাজ আদায় করার জন্য ত্রিপল, সবকিছুর ব্যবস্থা করা!! পুলিশ উদ্যানের প্রবেশমুখে থাকলেও পুরো উদ্যানে ভেতরে শুধু স্বেচ্ছাসেবকরাই ছিলো। লাখ লাখ মানুষ। কাউকে অমনোযোগী পাওয়া যায় নি। স্বেচ্ছাসেবকরা কাউকে আঘাতও করেননি। জামায়াত ইসলামী ব্যতীত কোন নেতার ব্যক্তিগত কোন ছবি, পোস্টার দেখা যায়নি। আমার মত মাথায় দেশের পতাকা বাঁধা তরুণ দেখলাম অসংখ্য। বিভিন্ন দলের এতজন বক্তৃতা দিলেন কিন্তু বিপক্ষ কারও প্রতি ঔদ্ধত্য পূর্ণ কিছু বলেননি। এমনকি ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা আজহারুল ইসলামকেও দেখলাম শালীনভাবে কথা বলতে!!
পুরো মঞ্চটা খেয়াল করলাম। যিনি বক্তব্য দিচ্ছেন, তার আশেপাশে কেউ নেই। বক্তাদের বসার জায়গা ছিলো অনেক পেছনে, আর বক্তৃতা দেবার মাইক ছিলো অনেক সামনে। বক্তার সাথে সেলফি তোলার কোন হিড়িক নেই। হঠাৎ সবাইকে আশ্চর্য করে দিয়ে বক্তব্য শুরু করলেন হিন্দু ঐক্যজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক। সোজা-সাপ্টা কথা বলা এই মানুষটা আমার অনেক প্রিয়। আজ বুঝলাম তিনি অনেকের কাছে প্রিয়। গোবিন্দবাবু কথা বলছেন আর লাখ লাখ মুসলমান তাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন!! এ এক অভূতপূর্ব দৃশ্য।
সবশেষে বক্তব্য দিতে আসলেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। তিনি পড়ে গেলেন। ধরাধরি করে আবার উঠলেন। পারলেন না। তারপর বসে বসে বক্তৃতা শুরু করলেন। আমি জানি এই বক্তব্য সোস্যাল মিডিয়ায় অগণিতবার দেখানো হবে। কিন্তু সামনে থেকে এই বক্তব্য পুরো গায়ে কাঁটা দেয়ার মত। বসা অবস্থায় তাঁকে নিয়ে যখন নেতাকর্মীরা টানা-হ্যাঁচড়া শুরু করলো তিনি সবাইকে মঞ্চেই তার পাশে বসতে বললেন। আশ্চর্য হয়ে দেখলাম সবাই বসে গেলো!! এমনকি তার প্রেসার মাপতে থাকা ডাক্তারটাও।
রাজনীতির ধরণ পাল্টাচ্ছে- এটাই আমার বড় স্বান্তনা। সাথে দেখলাম প্রায় ৭০ বছর বয়সী নেতার ঈমানী শক্তি। আল্লাহু আকবার। ফেরার পথে দেখলাম লাখ লাখ লোক আবার নিরবে যে যার গন্তব্যে চলে যাচ্ছেন। কোন বিশৃঙ্খলা নেই। শিশু থেকে বৃদ্ধ সবাই যেন নিয়মের বাঁধনে আটক হয়ে যেভাবে এসেছেন আবার ঠিক একই ভাবে ফিরে গেলেন।
কেন যেন মনে হচ্ছে বিপ্লব আরেকটা হবে। তবে সেটা নিরবে; দাঁড়িপাল্লার।
Naziur Rahman
মেরিন প্রকৌশলী (45/E)
Dhaka, Bangladesh
---মূল লেখার লিংক কমেন্টে

বাসের পাটাতনে যিনি শুয়ে আছেন তিনি একজন জামায়াত নেতা। আগামীকাল মহাসমাবেশের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসে কর্মীদের সিট বুঝি...
18/07/2025

বাসের পাটাতনে যিনি শুয়ে আছেন তিনি একজন জামায়াত নেতা। আগামীকাল মহাসমাবেশের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসে কর্মীদের সিট বুঝিয়ে দেয়ার পর জায়গা সংকটে তিনি নিজের জন্য বেছে নিয়েছেন বাসের ধুলিমাখা পাটাতন। জাকারিয়া আল হোসাইন নামে একজন ব্যক্তি ছবিটি ফেসবুকে আপলোড দিয়ে লিখেছেন,

“দায়িত্বশীল কাকে বলে! সবাইকে সিট বুঝিয়ে দিয়ে নিজে বাসের ফ্লোরে বস্তা বিছিয়ে শুয়ে মাথায় পানির বোতল ঠেশ দিয়ে জাতীয় সমাবেশে যাচ্ছেন সুদূর সাতক্ষীরা থেকে একজন দায়িত্বশীল।

কি আদর্শ আর ভ্রাতৃত্ব তাদের। যত দেখছি মুগ্ধ হচ্ছি। অথচ তিনি পুরো গাড়িতে যতজন ডেলিগেট আছেন সবার দায়িত্বশীল। পারলে ভালো একটি সিটে বসে সুন্দর করে যাইতে পারতেন। কেউ কিছু বলতো না।

এ জামায়াত রুখতে পারে! সাধ্য কার।”

জামায়াতের সমাবেশ উপলক্ষে ট্রেন বুকিং নিয়ে কিছু সুশীল আর তথাকথিত অনুসন্ধানী সাম্বাদিকদের দেখি চুলকানি বেড়ে গেছে৷ এরা ঠিক ...
18/07/2025

জামায়াতের সমাবেশ উপলক্ষে ট্রেন বুকিং নিয়ে কিছু সুশীল আর তথাকথিত অনুসন্ধানী সাম্বাদিকদের দেখি চুলকানি বেড়ে গেছে৷ এরা ঠিক কোন জাতের সাংবাদিক আমি সেটাই বুঝে উঠতে পারছি না।

প্রথমত, বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী, যদি কাউকে ট্রেনে অনেকগুলো সিট দরকার হয়, তাহলে আলাদা করে আবেদন করতে হয়। তখন রেগুলার ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করে দেওয়া হয়। এসব কোচের ভাড়া সাধারণ ভাড়ার চেয়ে ২০-৩০ শতাংশ বেশি হয়।

রেলওয়ের প্রায় প্রতিটি ট্রেনেই সপ্তাহে একদিন বন্ধ থাকে মেইনটেনেন্সের জন্য। যেমন রাজশাহী আর সিরাজগঞ্জগামী দুটি ট্রেন শনিবার বন্ধ থাকে। জামায়াত এ দুটো ট্রেনই রিজার্ভ করেছে।

বাংলাদেশে সাধারণত পুরো একটি ট্রেন রিজার্ভ করা খুবই কম দেখা যায়। স্কাউটদের কিছু জাতীয় কর্মসূচিতে এমন হয়েছে। যেমন, গতবার ৭ম জাতীয় কমডেকার-২০২৫-এর সময় পুরো ট্রেন রিজার্ভ দেওয়া হয়েছিল।

এদিকে যেসব নোটিশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তার বাইরেও চট্টগ্রাম-ঢাকা রুটে জামায়াত একটি স্পেশাল ট্রেন নিয়েছে, যেটা স্পেয়ার কোচ দিয়ে তৈরি করা হয়েছে। এই ট্রেনের ক্ষেত্রেও বাড়তি ভাড়া পরিশোধ করতে হয়েছে।

এই এক্সট্রা কোচ বুক করা খুব সাধারণ একটা বিষয়। যেমন কক্সবাজারগামী ট্রেনে প্রায়ই কোনো কোম্পানি বা গ্রুপ একসাথে কয়েকটা কোচ রিজার্ভ নেয়। কক্সবাজার রুটে ৫-৬টি কোচ সবসময় রিজার্ভ থাকে।

সুতরাং, জামায়াত কারও ট্রেন বাতিল করে বা কারও সুযোগ কেড়ে নিয়ে কিছু করেনি। রুটিন অনুযায়ী বন্ধ থাকা ট্রেন তারা পেয়েছে এবং যথাযথ ভাড়াও পরিশোধ করেছে। আশাকরি যাদের চুলকানি ছিল সবার রোগ এই পোস্টে সেরে যাবে।

রেলওয়েকে কচুক্ষেতির পিও নাফিজ শরাফতের জন্য জামায়াতের ট্রেনে আরেকটা এক্সট্রা বগি লাগায়ে দেয়ার অনুরোধ করতেছি।

জাতীয় মহা-সমাবেশে অংশগ্রহণ করবেন এমন জনশক্তিদের উদ্দেশ্যে দিক নির্দেশনা....*  সকাল ১০ ঘটিকার মধ্যে সমাবেশ স্থলে উপস্থিত...
18/07/2025

জাতীয় মহা-সমাবেশে অংশগ্রহণ করবেন এমন জনশক্তিদের উদ্দেশ্যে দিক নির্দেশনা....
* সকাল ১০ ঘটিকার মধ্যে সমাবেশ স্থলে উপস্থিত হওয়া। (রুকন, ইউনিট সভাপতি ও সেক্রেটারি গন এ ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখা)
* মেসওয়াক, তেল, চিরুনি সাথে রাখা কিন্তু সুন্নত।
* সাথে ১টি লুঙ্গি, গেঞ্জি, গামছা রাখবেন।
* পলিথিন ও ☂️ ছাতা অবশ্যই রাখতে হবে।
* শুকনা খাবার (লান্স) রুটি-ভাজি, চিরা-মুড়ি, পাউ রুটি -কলা, বাদাম, আমরা, শশা, পেয়ারা, বিস্কুট, কেক, চানাচুর, চকলেট, ডিম-খিশুড়ী ইত্যাদি।
* কেচ পায়ে দিয়ে ডিলা-ডালা পোষাক পরা, সুগন্ধি ব্যবহার করা।
* সাথে প্রয়োজনীয় ওষুধগুলো রাখা। ওয়ান টাইম ব্যান্ডেজ দুটি প্যারাসিটামল, দুটি স্যালাইন অবশ্যই রাখা।
* সার্বক্ষণিক দোয়া ও জিকির এবং দলে বলে কৌশল এর সহিত যাওয়া।
* সমাবেশের স্থল ছাড়া অন্য কোথাও ঘোরাফেরা না করা।
*গাড়ি ছাড়ার টাইম উভয় প্রান্ত থেকে খেয়াল রাখতে হবে, গাড়ির সংশ্লিষ্ট দায়িত্বশীল যেমন খাদেম ড্রাইভার হেলপার সকলের মোবাইল নাম্বার নিয়ে রাখাটাই ভালো।
*সাথে একটি কলম কাগজ রাখা জরুরি মোবাইল হারিয়ে যেতে পারে প্রয়োজনীয় মোবাইল নাম্বার গুলো লিখে রাখুন।
* ইনশাআল্লাহুল আজিজ।

17/07/2025

Definition of true friendship 🥺❤️🥰❤️







17/07/2025

পুরুষের ভালোবাসা বুঝতে হলে নারী তোমাকে হাজার বার জন্ম নিতে হবে.!😅🥀 ゚

13/07/2025

❤️😁

11/07/2025

অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে।
-রেদোয়ান মাসুদ

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Md Abu Daud Sardar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share