ADda Baji

ADda Baji educational purpose

আজকের মাইলস্টোন ট্র্যাজেডি চোখে আঙুল দিয়ে দেখাল, রোনালদো আসলে ঠিকই করেছিল…আজ মাইলস্টোন স্কুলে একটি অনুষ্ঠানে ভয়াবহ বিমান...
22/07/2025

আজকের মাইলস্টোন ট্র্যাজেডি চোখে আঙুল দিয়ে দেখাল, রোনালদো আসলে ঠিকই করেছিল…

আজ মাইলস্টোন স্কুলে একটি অনুষ্ঠানে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে, যেখানে প্রচণ্ড জনসমাগমের কারণে আহত ও নিহতদের উদ্ধার করতে চরম বেগ পেতে হয় কর্তৃপক্ষকে। অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা কী ভয়ংকর পরিণতি ডেকে আনে, তা আজ বাঙালি চোখের সামনে স্পষ্টভাবে দেখল।

আর ঠিক এমনই একটি উপলব্ধি থেকে সেদিন দিয়াগো জোটার শেষবিদায়ে উপস্থিত হননি রোনালদো। অনেকে তখন তাঁর এই সিদ্ধান্তকে সমালোচনার চোখে দেখলেও, এখন বোঝা যাচ্ছে—তিনি চেয়েছিলেন না যেন তাঁর উপস্থিতি ভিড় বাড়িয়ে আরেকটি বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।

বন্ধুর বিদায় বেলায় নিজেকে আড়ালে রেখে, জনসমাগমের বিপদ এড়াতে চেয়েছিলেন তিনি—সেই দূরদর্শিতা আজকের ঘটনায় নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

ছবি/লেখা সংগৃহীত

27/06/2025

হায়রে মানুষ রঙিন ফানুশ দম ফুরাইলে ঠুস। ✌️

যারা বেশিরভাগ ট্রেনে রাতে ভ্রমণ করেন তারা সতর্ক থাকুন।⚠️❗️যমুনা টিভির 'ক্রাইম সিন' নামক অনুষ্ঠানে একটি অনুসন্ধানী প্রতিব...
18/06/2025

যারা বেশিরভাগ ট্রেনে রাতে ভ্রমণ করেন তারা সতর্ক থাকুন।⚠️❗️
যমুনা টিভির 'ক্রাইম সিন' নামক অনুষ্ঠানে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে, ঢাকা-চট্টগ্রাম রেললাইন নিয়ে।🚆

গত কয়েক বছরে এই লাইনের কিছু কিছু স্পটে প্রায় দেড়'শ মৃতদেহ পাওয়া গেছে। সবচেয়ে বেশি পাওয়া যায় – আখাউড়া, কসবা, বি-বাড়ীয়া, ভৈরব কিশোরগঞ্জ হয়ে নরসিংদী পর্যন্ত।📍
আবার টঙ্গী জংশন এলাকায় সবচেয়ে বেশি চুরি-ছিনতাইয়ের রেকর্ড রয়েছে।🛤️

পুলিশ এই লাশগুলা বেশিরভাগ অজ্ঞাত পরিচয় আত্নহত্যা হিসেবে রেকর্ড করে। তারপর মর্গ হয়ে মাটিচাপা। হিন্দু-মুসলিম ব্যাপার না,সব মাটিচাপা। ডোমে মৃতব্যাক্তির জামাকাপড় রেলওয়ে ডোমঘরের সামনে ঝুলিয়ে রাখে।

যদি বছর দুয়েকের ভিতর মা-বাবা এসে জামাকাপড় দেখে সনাক্ত করতে পারে।👪তাহলে কবর দেখিয়ে দেওয়া যাবে।⚰️জামাকাপড় রোদে শুকিয়ে-বৃষ্টিতে ভিজে চেহারা-সুরত আস্ত থাকেনা।

এই লাশগুলা বেশিরভাগই মারডার কেস।🔪 ১০,২০,৫০ টাকা,পকেটে থাকা মোবাইল ফোন📱এগুলা ছিনতাই করার জন্য মার্ডারগুলা করা হয়। ২০ টাকার জন্যও তারা মানুষ খুন করেছে।

⛔ছিনতাইয়ের নিয়মটা হচ্ছে– ট্রেনের দুই বগির মাঝখানে করিডোরের মত থাকে,দুই পাশে দরজা,বাথরুম🚻।রাতের ট্রেনে এসব যায়গায় সুবিধামতো লোক পেলে ছিনতাইকারী চক্রের দুইজন পেছন থেকে আক্রমণ করে।⛔

⛔আক্রমণের নিয়ম হচ্ছে- গামছাকে পেঁচিয়ে চিকন করা হয় প্রথমে।🧣তারপর দুই মাথায় দুইজন ধরে যাকে আক্রমণ করা হবে,তার গলায় পেছন থেকে এক প্যাঁচ দিয়ে দুপাশ থেকে হেছকা টান দেয়।১৫ সেকেন্ডের ভিতরই ঐ লোক মারা যাবে।⏱️১৫ সেকেন্ডে না মরলেও তার জীবন ঐখানেই শেষ।এরপর তার পকেট থেকে যা নেওয়ার নিয়ে,পাশের দরজা দিয়ে ফেলে দিবে।🚪রাতের ট্রেনে সবাই ঘুমায়।😴 তাছাড়া ট্রেনের আওয়াজ থাকে।কেউ কিছু টেরও পায়না।পুরো কাজটা করতে সময় লাগে, সর্বোচ্চ দেড় মিনিট⌛।⛔

অপরাধীরা ধরা পড়ে,আবার জামিনে বের হয়।⚖️ আবার জামিনে বের হয়।আদালতের কাছে পর্যাপ্ত এভিডেন্স থাকেনা!❌এভিডেন্স না থাকলে,বিচারও করা সম্ভব হয় না।⚠️

~ এস আই ইমরান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।👮‍♂️

তাই সতর্ক থাকুন। নিউজটি সকলে শেয়ার করে সচেতনতা বৃদ্ধি করুন।
সৃষ্টিকর্তা আপনাকে, আমাকে এবং আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন🤲

যদিও আমাদের গাড়ি ওই রুটের না,, তবুও আমাদের মাঝে অনেকেই এসব ট্রেনে ভ্রমন করে।
© অথচ যতো দোষ নন্দ ঘোষ

আনচেলত্তির কাজটি নিঃসন্দেহে অত্যন্ত চ্যালেঞ্জিং..! 🇧🇷  বর্তমান ব্রাজিল দল এখনো বিশ্বকাপের শীর্ষ প্রার্থীদের তুলনায় অনেক...
06/06/2025

আনচেলত্তির কাজটি নিঃসন্দেহে অত্যন্ত চ্যালেঞ্জিং..! 🇧🇷
বর্তমান ব্রাজিল দল এখনো বিশ্বকাপের শীর্ষ প্রার্থীদের তুলনায় অনেক পিছিয়ে, একসময়ের ছন্দময়, সৃষ্টিশীল ও বিস্ময়কর সেই ব্রাজিলিয়ান ফুটবল আজ অনেকটাই বিবর্ণ, আমাদের ফুটবলের অবস্থা সত্যিই উদ্বেগজনক..!

তবু একজন ভক্ত হিসেবে কোচের প্রতি পূর্ণ সম্মান ও আস্থা রাখছি, অভিজ্ঞ, সাফল্যে ভরা ক্যারিয়ারের অধিকারী আমরা জানি আপনি জানেন কীভাবে একটি দলকে গড়ে তুলতে হয়,
শুধু চাইবো, আপনি যেন সেলেসাওদের আবার সেই আগের রূপে ফিরিয়ে আনেন যেখানে মাঠে নামলেই চোখ জুড়ায়, হৃদয় নেচে ওঠে..! 🥹🇧🇷

ভালোবাসার ব্রাজিলকে আবার জাগিয়ে তুলুন, স্যর..! 🥹🙏

এক ভদ্রমহিলা একটি মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন। একদিন তিনি ডিউটি শেষ করে মাংস সংরক্ষণ হিমাগারে কোনো একটি বিষয় পরীক্ষ...
21/05/2025

এক ভদ্রমহিলা একটি মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন। একদিন তিনি ডিউটি শেষ করে মাংস সংরক্ষণ হিমাগারে কোনো একটি বিষয় পরীক্ষা করার জন্য ঢুকলেন। তখন আকস্মিকভাবে হিমাগারের দরজা স্বয়ংক্রিয়ভাবে তালাবদ্ধ হয়ে গেল এবং ভদ্রমহিলা ভিতরে আটকে পড়ে গেলেন।

মহিলা সেখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে না পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দরজায় ধাক্কাধাক্কি করে সাহায্যের জন্য চিৎকার শুরু করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার চিৎকারের শব্দ হিমাগারের বাইরে কারো কানে পৌঁছাল না।

এদিকে সন্ধ্যা নামার পর একে একে অফিসের সবাই বেরিয়ে গেল। মহিলা একাকী অন্ধকার হিমাগারে আটকা পড়ে থাকলেন।

এভাবে প্রায় পাঁচ ঘন্টা পার হয়ে গেল এবং মহিলা যখন ঠান্ডায় একেবারে মৃতপ্রায়, ঠিক তখন ফ্যাক্টরির নিরাপত্তা প্রহরী হিমাগারের দরজা খুলে ভিতরে ঢুকলেন। বলা যায়, সে রাতে ভদ্রমহিলা প্রায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন।

বাইরে বের হয়ে উষ্ণ পরিবেশে কিছুটা ধাতস্থ হয়ে ভদ্রমহিলা নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসা করলেন, "ওই সময়ে আপনি হিমাগারের দরজা খুলতে গেলেন কেন? ওটা তো আপনার রুটিন ওয়ার্কের অংশ ছিল না।"

তখন নিরাপত্তা প্রহরী বললেন, "আমি বিগত ৩৫ বছর যাবৎ কারখানার প্রবেশ দ্বারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আছি। প্রতিদিন শত শত লোক এই কারখানায় কাজে আসে, কাজ শেষে ফিরেও যায়। এত বছরে এত লোকের মধ্যে একমাত্র আপনিই প্রতিদিন সকালে কারখানায় প্রবেশকালে আমাকে হাত তুলে 'হ্যালো' বলেন এবং সন্ধ্যার পর কাজ শেষে ফিরে যাবার সময় হাসিমুখে আমাকে 'গুড বাই, আবার কাল দেখা হবে' বলে বেরিয়ে যান। অন্য সবাইকে দেখে মনে হয় আমি বোধহয় কোন অদৃশ্য বস্তু। কেউ আমাকে কোনদিন দেখতেই পায় না!

আজও রোজকার মতো সকালে আপনি আমাকে 'হ্যালো' বলে কারখানায় ঢুকলেন। সন্ধ্যার পর একে একে সবাই কাজ শেষে বেরিয়ে গেল। আমি ভাবলাম গেট বন্ধ করে তালা লাগিয়ে বিশ্রাম নেব। হঠাৎ মনে হলো, কি ব্যাপার, যে ভদ্রমহিলা আমাকে 'গুড বাই , আবার কাল দেখা হবে' বলে বেরিয়ে যায় তাকে তো আজ বের হতে দেখলাম না।

প্রথমে ভাবলাম হয়তো কোনো কাজে আপনার বিলম্ব হচ্ছে, তাই গেট বন্ধ না করে প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করলাম। তারপরেও যখন আপনাকে বের হতে দেখলাম না, তখন কৌতূহলবশত সারা কারখানার আনাচে কানাচে প্রতিটি জায়গায় খুঁজে কোথাও না পেয়ে কেমন একট ভয় মিশ্রিত সন্দেহ হলো। তখনই আমি হিমাগারের দরজা খুলে আপনাকে মেঝের উপর পড়ে থাকতে দেখলাম।

সত্যি বলতে কি, আমি প্রতিদিন মনে মনে সকালে 'হ্যালো' এবং সন্ধ্যায় 'গুড বাই' এই শব্দ দুটো শোনার অপেক্ষায় থাকি। কেননা ওই শব্দ দুটিই আমাকে মনে করিয়ে দেয় যে, আমিও একজন মানুষ!"

অস্থির এক সময় পার করছি আমরা। সবাই যার যার মতো ব্যস্ত। কেউ জানে না আগামীকাল কার জন্য কি অপেক্ষা করছে! তাই প্রতিদিন যাদের সাথে আপনার দেখা হয়, তাদের জীবনে ইতিবাচক প্রভাব রাখার চেষ্টা করুন।

“কাকে উপরে তুলছেন!!! যা‌কে উপ‌রে তুল‌ছেন সে কি জা‌নে যে কি করে উপরে উঠতে হয় ? সেতো জানে না যে, উপরে উঠার জন্য সিঁড়ি বেয়ে...
20/05/2025

“কাকে উপরে তুলছেন!!!
যা‌কে উপ‌রে তুল‌ছেন সে কি জা‌নে যে কি করে উপরে উঠতে হয় ? সেতো জানে না যে, উপরে উঠার জন্য সিঁড়ি বেয়ে উঠতে হয়।

আপনারা যারা অযোগ্য লোককে অ‌াস্কারা দি‌য়ে মাথায় তুলছেন কিংবা জোর ক‌রে যোগ্য বানাচ্ছেন, একদিন সে নিজেও পরবে আপনাকেও ফেলবে। অতএব সময় থাক‌তে সতর্ক হউন।

আঞ্চেলত্তিকে ব্রাজিলের অফিসিয়াল কোচ ঘোষণা দিয়ে সিবিএফ এর বিবৃতি-ফুটবলের ইতিহাসের সবচেয়ে সেরা ও সফল দল ব্রাজিলকে এখন নেতৃ...
18/05/2025

আঞ্চেলত্তিকে ব্রাজিলের অফিসিয়াল কোচ ঘোষণা দিয়ে সিবিএফ এর বিবৃতি-

ফুটবলের ইতিহাসের সবচেয়ে সেরা ও সফল দল ব্রাজিলকে এখন নেতৃত্ব দিবেন- বিশ্বের সবচেয়ে সফল কোচ কার্লো আনচেলত্তি।

১২ই মে সোমবার, সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ অফিসিয়ালি ঘোষণা করেছেন যে, আঞ্চেলত্তি আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন কোচ হিসেবে তিনি আগামী মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি পরিচালনা করবেন।

🗣️ সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ বলেন-
"কার্লো আঞ্চেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে আনা শুধুমাত্র একটি কৌশলগত সিদ্ধান্ত নয়, এটি বিশ্বের কাছে আমাদের সংকল্পের একটি ঘোষণা। আমরা আবারও বিশ্বকাপের শীর্ষে পৌঁছানোর জন্য প্রস্তুত। তিনি ফুটবলের ইতিহাসের সবচেয়ে সফল কোচ এবং এখন তিনি বিশ্বের সবচেয়ে সফল সেলেসাও দলের দায়িত্ব পালন করবেন। আমরা একসাথে ব্রাজিল ফুটবলের নতুন একটি গৌরবময় অধ্যায় রচনা করব।"

১৯৪৫ সাল।যুদ্ধবিধ্বস্ত জাপান।এক কিশোর তার মৃত ভাইকে মাটি চাপা দিতে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে। একজন আর্মি অফিসার বিষয়টি ...
18/05/2025

১৯৪৫ সাল।
যুদ্ধবিধ্বস্ত জাপান।
এক কিশোর তার মৃত ভাইকে মাটি চাপা দিতে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে। একজন আর্মি অফিসার বিষয়টি লক্ষ্য করে কিশোরকে বললেন, "লাশটা পিঠ থেকে ফেলে দাও, ওটা অনেক ভারী।"

কিশোরটি সঙ্গে সঙ্গে দৃঢ় স্বরে জবাব দিল, "সে ভারী নয়, সে আমার ভাই!" আর্মি অফিসারের কিছুক্ষণ সময় লাগে ঘটনাটি বুঝতে। এরপর পুরো বিষয়টি অনুধাবন করতে পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এই ঘটনা নিমেষে ছড়িয়ে পড়ে সমগ্র জাপান জুড়ে। সেই থেকে ছবিটি হয়ে ওঠে দেশটির ঐক্যের প্রতীক। ভাইকে পিঠে তুলে নেওয়া কিশোরের ওই উক্তি হয়ে যায় তাদের জাতীয় স্লোগান: "সে বোঝা নয়, সে আমার ভাই/বোন।" (He’s not a burden, he’s my brother/sister.)

আপনার ভাই বা বোন যদি পড়ে যায়, তাকে উঠান। যদি তার সামর্থ্য না থাকে, যদি সে দুর্বল হয়, তার পাশে দাঁড়ান। আর যদি সে ভুল করে, তাকে ক্ষমা করে দিন। পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে, আপনি তাকে আপনার পিঠে তুলে নিন। কারণ সে বোঝা নয়, সে আপনার ভাই/বোন।

Collected

 #ব্রেকিং: অফিসিয়ালি ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি।সর্বকালের সেরা জাতীয় দল এখন সর্বকালের সেরা কোচের নেতৃত্বে থাকবে...
13/05/2025

#ব্রেকিং:
অফিসিয়ালি ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি।
সর্বকালের সেরা জাতীয় দল এখন সর্বকালের সেরা কোচের নেতৃত্বে থাকবে।

হলুদ শিবিরে অভিনন্দন ডন কার্লো 🎂🎉🎈

সূত্র : CBF official page.

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা! মাঝে মাঝে ভুল লিখো, তাহলে যে তোমার ফে...
08/05/2025

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা! মাঝে মাঝে ভুল লিখো, তাহলে যে তোমার ফেসবুকে জীবনেও কমেন্ট করবে না বলে পণ করেছে, সেও কমেন্ট করবে।

স্ট্যাসি বালিসের "How to change a life" বইটি দ্বিতীয় সংস্করণে নামের ভুলে "How to change a wife" হয়ে বের হয়েছিল‌। পরেরটা ইতিহাস। নামের ভুলের কারণে বইটি বেস্ট সেলার হয়ে যায়!

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই কিন্তু দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।

আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামি। আপনি ভুল করেছন মানেই আপনি ব্যর্থ ব্যাপারটা এমন নয়। ভুল হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে। আপনি ভুল থেকে শেখেন যা আপনাকে আরো বেশি নিখুঁত করে তোলে!

ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছিলেন, যা তাকে আজকের আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছিল। আলেকজান্ডার ফ্লেমিংয়ের ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে সাহায্য করেছিল। টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল, "আপনি জীবনে কতবার ভুল করেছেন?" তিনি মৃদু হেসে জবাব দিয়েছিলেন, "অসংখ্যবার!" এটা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, "তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?" উত্তরে এডিসন যা বলেছিলেন তা এরকম, "মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে বহুগুণ বড় হয়ে গিয়েছে!" ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, "ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।" বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, "কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি!"

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, "উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।"

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, "নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না, বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।"

কলিন পাওয়েলের মতে, "যোগ্য নেতা জন্ম নেয় না, তৈরি হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।"

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, "আমি অসংখ্যবার ভুল করেছি এবং ব্যর্থ হয়েছি বলেই আজ আমি সফল।"

হেনরি ফোর্ড বলেছিলেন, "ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক প্রেমিকের ভাষ্য, "ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।"

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না। যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না।

পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, তাহলে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছতে না পারলে চিত্র হয় না! কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

সংগৃহীত
Mh rajuki

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when ADda Baji posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ADda Baji:

Share