25/12/2023
#কিছু_মন_খারাপের_কথা
সমস্যা তখনই শুরু হবে যখন আপনি অল্পতেই মন থেকে কাউকে ভালোবাসবেন, কারোর সাথে মন থেকে মিশবেন! কাউকে আপন ভেবে নিজের মনের কথাগুলো বলবেন। তাই, প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসা কোন মানুষকে দিতে যাবেন না।
সময় থাকতে মানুষের পিছনে সময় ব্যয় করা পরিহার করুন। যে/যারা আপনার সুন্দর মনের কদর বুঝবে না, যে/যারা আপনার জীবনে সামান্যতম হলেও অশান্তির সৃষ্টি করবে, আপনাকে একটু হলেও কষ্ট দিবে, কাঁদাবে সেসকল মানুষদের শুরুতেই বাতিলের খাতায় ফেলে দিন। হোক সে আপনার খুব কাছের কেউ! তবুও একবার কষ্ট করে ফেলে দিন। এদের কোন প্রয়োজনীয়তা নেই আপনার জীবনে! হ্যাঁ, বিশ্বাস করুন; বিন্দুমাত্র নেই। বিশেষ শ্রেণীর এই মানুষেরা আপনার জীবনে কোনপ্রকার সুবিধা, শান্তি বয়ে আনবে না।
মানুষ নাকি সামাজিক জীব! সমাজে চলতে গেলে এই সামাজিক জীবের সাথে নাকি সামাজিকতা রক্ষা করে চলতে হবে!! যে সমাজ, সামাজিক জীব, সামাজিকতা মানুষের কষ্টে থাকার কারণ হয়, জীবন্ত লাশ হয়ে বাঁচতে শেখায় সেই জিনিসের কোন মূল্য আমার কাছে নেই। কারোর কাছেই থাকার কথা নয়। তবুও মানুষ বানোয়াট এই সুনাম অর্জন করতে মরিয়া হয়ে ওঠে।
এই সামাজিক জীবের সাথে সামাজিক হওয়া বাদ দিয়ে গাছপালা, পশু-পাখি, নদীর ঢেউ, প্রজাপতি এদের কে বন্ধু বানান। খোলা মাঠে শুয়ে আকাশের বিশালতা উপভোগ করুন। শীতের ভোরে শিশির ভেজা সবুজ ঘাসে আপনার পদচিহ্ন বুলিয়ে দিন। সমুদ্রের পাড়ে গিয়ে পাঁচ ঘন্টার জন্য চেয়ার ভাড়া নিন, সেখানে পা দুটো মেলে শুয়ে শুয়ে সমুদের বিশাল জলরাশির ঢেউ দেখতে দেখতে বাংলার কোন কবির লেখা মন খারাপ করা কবিতা পড়ুন। নিজেকে সময় দিন, নিজেকে দক্ষ করে গড়ে তুলুন। এত এত পরিমাণ রোজগার করুন যাতে নিজের মন খারাপ দূর করতে বৈধ যা কিছু করা সম্ভব এই ধরার বুকে দাঁড়িয়ে, সবটা যেন আপনি করতে পারেন। আর দিনশেষে তাঁকে স্মরণ করুন, তাঁকেই ভালোবাসুন যিনি এই মাটির দেহে পরাণখানা বেঁধে দিয়েছেন।
ব্যস! এটুকু করলেই আমরণকালের জন্য শান্তিতে ঘুমাতে পারবেন। 🩶
🖊 ইসরাত জাহান ইভা