Abiha Mim

Abiha Mim Welcome To My Official page. Abiha Mim..

20/11/2023

আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই,,,সবাই বলতেছেন তানিসা আমাকে গালি দিতাছে কিন্তু আমি কেনো মুখ খুলি না! তার কারণ হচ্ছে আমার বিচ্ছেদ এর পর মাঝে যেই গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গার্জিয়ান রা নিষেধ করেছেন এইসব নিয়ে যাতে ভিডিও ক্রিয়েট না করি, সো নাজিম করেছে তার ফলাফল সে পেতে হবে।।।
নাজিম লাইভ এ এসে বলেছে আমার মা নাকি তার কাছে জুর করে বিয়ে দিছে😆😆 আরে ভাই আমাদের রিলেশন করে বিয়ে আর ফ্যামিলির কেউ তখন রাজি ছিলো না এটা পাবলিক জানে👍 বিয়ের পর আমাদের থাকার মতো জায়গা ছিলো না, কি পরিস্থিতি ফেইস করেছি সেটা শুধু আমি জানি🥺🥺
তার পরে আজ অব্দিই যা কিছু আমি বলবো সব আমার জন্যই হইছে।।
তার পর আসলাম তানিসার বিষয়ে,, তার সাথে আমার অনলাইন ফ্লাটর্ফম থেকে পরিচয় সেই সুবাদে আমাদের ভালো একটা ফ্রেন্ডশিপ হইছে আর এখন শুনি নাকি নাজিমের পরিচয়ে সে আমার ফ্রেন্ড আমাকে সে চিনেই না🤣 ছি ভাই মানুষ কিভাবে পারে এতো মিথ্যা বলতে। যাই হক সবাই এখন বুজতে পারতেছেন মিথ্যা বলার রিজন টা কি🤔
আরে ভাই তুই আমার ফ্রেন্ড আমার সুবাদে তুই ওরে চিনিস তাহলে তুই ওই ছেলেটার পক্ষ নিবি কেন...?
তারপর আসলো পরকীয়া!!! ঠিক একটা মেসেজ আসছে কিন্তু এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিলো না কারণ আমরা কনটেইন্ট ক্রিয়েটর আমাদের মেইল এ সারাদিন অনেক রকম মেসেজ আসে আর এটা নরমাল এর রিপ্লাই দিছে কি করছে কিছুই আমি জানি না।।
আমাদের মেইন ঝগড়ার কারণ হলো সে আমাকে সহ্য করতে পারে না কিছুদিন যাবত, এই নিয়া সংসারে অনেক অশান্তি আর এমন অশান্তিতে থাকা আমার পক্ষে একসাথে থাকা অসম্ভব হয়ে দাড়িয়েছিলো তাই আমি রাগ করে না বলে আব্বুর বাসায় চলে আসি কিন্তু কখনো বিচ্ছেদ করবো মনে নিয়ে আসি নাই।
আব্বুর বাসায় আসার ৫ দিন পর সে আমাকে কল দিয়ে বলে সে ডিভোর্স দিবে আর সংসার করতে চায় না কিন্তু তখনই আমি বুজতে পারিনি যে আমার সংসারে এতো অশান্তির কারণ হলো থার্ড পারসন😥😥 তখন আমি কিছুতেই রাজি ছিলাম না বিচ্ছেদ করবো,, সংসারে অশান্তি মারামারি হতেই পারে তাই বলে কি বিচ্ছেদ করতে হবে..?
এক পর্যায়ে সে আমার ফ্যামিলিতে বলে দেয় যে আমার সাথে আর সংসার করবে না তখন আর কিছু করার ছিলো না আমার।। তখন সবাই বসে আমি তার সাথে বেয়াদবি করি সংসার করতে চাই না সংসারি সব দুষ দেখিয়ে বলে তার পক্ষে সংসার করা সম্ভব না,, তার পর সবার মতামত এ বিচ্ছেদ হয়।।😭😭
কিন্তু এখন কি শুনি তার কাছে নাকি আমার কি ভিডিও আছে হেন ত্যান, তো তানিসা লাইভে আইসা আমার বিপক্ষে কথা বলে, তখন লাইভে দেখি তার কানে আমার কানের দুল, আমার ড্রেস তো সে এইগুলা পাইলো কোথায়...? এইগুলা দেখার পর আমি সহ্য করতে না পেরে ২ টা ভিডিও আপ দেই।।এই ভিডিও আপলোড দেওয়ার পর থেকে বের করছে নাকি আমার কি ভিডিও আছে, পিক আছে, তানিসা নাজিম দুইজনই আমার বিপক্ষে কথা বলে 🥺🥺তখনই আমার সব পানির মতো ক্লিয়ার হয়ে গেসে এই তানিসাই আমার সংসার টা নষ্ট করছে।
আমি নাজিম কে কল দিয়ে জিগাইছি যে আমার কি ভিডিও তুই পাবলিক কে দেখাবি,, সে বলে তার কাছে তো আমার অনেক রকম এর পিক ভিডিও আছে ওইগুলা অনলাইনে ভাইরাল করে দিবে আর একটা স্বামীর কাছে একটা স্রীর অনেক রকম পারসনাল ভিডিও থাকতে পারে তাই বলে এইরকম ব্লাকমেইল ছি!! আমার ভাবতেই অবাক লাগে এতো ভুল মানুষের সাথে এতোদিন কাটালাম নাকি।
আল্লাহ যা করেন ভালো জন্য করেন আর আপনার সবাই আমার জন্য দোয়া করবেন যাতে পরিস্থিতি মোকাবিলা করতে পারি🤲
আপনারা শুধু সময়ে অপেক্ষা করেন, কিছুদিন পর দেখতে পারবেন আমি কেনো সেপারেশনে গেলাম।।
আল্লাহ হাফেজ সবাইকে,আসসালামু আলাইকুম😊

19/11/2023

💔 একজন মা হয়ে এক মাস শেষ না হতেই কিভাবে শুরু করছে তার ছেলেকে বিয়ে দিবে,,, সেও একজন মহিলা,, আমার কষ্টটা বোঝা উচিৎ ছিল 💔

゚viral ゚viral ゚viral Bithi

19/11/2023

আমার সংসার ভাঙার জন্য একমাত্র তুই দায়ী 💔🙂

18/11/2023

বিশ্বাসঘাতকতকরা একবার বিশ্বাসঘাতকতা করলে আর কারো বিশ্বাস অর্জন করতে পারেনা। ভালোবাসা এবং ক্ষমা অর্জনের চেয়েও বিশ্বাস অর্জন করে কঠিন, আর বিশ্বাসঘাতকতা এই বিশ্বাসকে ভেঙ্গে ফেলে। কিছু মানুষ বন্ধুত্বের মূল্য বোঝেনা এবং বিশ্বাসঘাতকতা করে নাম মাত্র মূল্যের বিনিময়ে।

17/11/2023

মানুষ কতটা নিষ্ঠুর হলে তার আদরের পোষা বিড়াল কেউ বিক্রি করে দেয়

যত্নে বড় করা বিড়ালটাকে ও দেয়নি। 💔

এই কষ্টটা একমাত্র প্রাণী প্রেমিক রাই বুঝবেন

17/11/2023

আমার কানের দুল তানিশা কিভাবে পেল? 🙂

17/11/2023

আমি কখনোই আমার সংসারে বি চ্ছেদ চাইনি 😢💔

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abiha Mim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share