Nazir vlogs official

Nazir vlogs official People lose, lose relationships, lose habits!! But Maya and love never lose. Many times before the illusion runs out, the illusioned people are lost!

22/03/2025

অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না।

একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।

31/12/2024

দিও মাঝে মাঝে আমার চোখ অশ্রুসিক্ত, তবুও আমি আমার রবের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট!!!

- ইচ্ছেগুলো  পবিত্র  হলে স্বপ্ন গুলো একদিন ঠিকই পূরন হবে 💙🥀ইনশাআল্লাহ 🖤🥰
01/06/2024

- ইচ্ছেগুলো পবিত্র হলে স্বপ্ন গুলো একদিন ঠিকই পূরন হবে 💙🥀ইনশাআল্লাহ 🖤🥰

“শত্রুরা শত্রুতা করতে কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের সুরত ধরে।”– হযরত আলী (রাঃ)
30/04/2024

“শত্রুরা শত্রুতা করতে কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের সুরত ধরে।”
– হযরত আলী (রাঃ)

“অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়।”– হযরত আলী (রাঃ)
27/02/2024

“অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়।”
– হযরত আলী (রাঃ)

08/01/2024

“সেই ব্যক্তিই অভিশাপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।”
– হযরত বাকর (রাঃ)

03/01/2024
03/01/2024

এক ব্যক্তি আয়েশা (রাঃ) কাছে এসে জিজ্ঞাসা করলো, "আমি কখন জানতে পারবো যে আমি দ্বীনদার?"

তিনি উত্তর দিলেন, "যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি একজন গুনাহগার।"

সে জিজ্ঞাসা করলো, "আর আমি কখন বুঝবো যে আমি একজন গুনাহগার?"

আয়েশা (রা) উত্তর দিলেন, "যখন আপনি মনে করবেন আপনি একজন দ্বীনদার।"
– হযরত আয়েশা (রাঃ)

02/01/2024

“আমরা তো মর্যাদাহীন লোক ছিলাম, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। সুতরাং, আমরা যদি আল্লাহ আমাদেরকে যা দ্বারা সম্মানিত করেছেন তা থেকে দূরে সরে গিয়ে অন্য কোথাও সম্মান খুঁজি তাহলে আল্লাহ আমাদেরকে পুনরায় অপমানিত করবেন।”
– হযরত উমর ফারুক (রাঃ)

31/12/2023

“মুসলমান মুসলমানের ভাই। সে তার ভাইয়ের প্রতি যুলম করেনা এবং তাকে অপমানিতও করেনা।” [সহীহ মুসলিম]
– হযরত মুহাম্মদ (সাঃ)

30/12/2023

“যার মধ্যে আমানত নেই তার ঈমান নেই।” [মিশকাত]
শব্দার্থ : আমানত মানে – বিশ্বস্ততা, বিশ্বাসযোগ্যতা।
– হযরত মুহাম্মদ (সাঃ)

“যে ব্যক্তি লোক দেখানোর জন্যে সালাত পড়লো, সে শিরক করলো।”– হযরত মুহাম্মদ (সাঃ)
30/12/2023

“যে ব্যক্তি লোক দেখানোর জন্যে সালাত পড়লো, সে শিরক করলো।”
– হযরত মুহাম্মদ (সাঃ)

Address

Gazipur

Telephone

+8801737462972

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazir vlogs official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazir vlogs official:

Share