NextGen-LearnHub

NextGen-LearnHub study with NextGen-LearnHub.

আপনার কি পড়া হয়েছে? এই সুন্দর বইটি?  #পড়াশোনা
03/11/2025

আপনার কি পড়া হয়েছে?
এই সুন্দর বইটি?

#পড়াশোনা

 #নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার সকল শিক্ষার্থীরা আশা করি ভালো আছেন। আমরা খুব শীঘ্রই পরবর্তী ক্লাসে শিখব  #আলিফে_জায়েদা।...
22/10/2025

#নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার সকল শিক্ষার্থীরা আশা করি ভালো আছেন।

আমরা খুব শীঘ্রই পরবর্তী ক্লাসে শিখব
#আলিফে_জায়েদা।

অর্থাৎ কখন শুধুমাত্র আলিফ হরফ লিখিত অবস্থায় ব্যবহৃত হলেও উচ্চারণের সময় ব্যবহার হয় না

24/09/2025

*হায়! কী আমল করলাম!?*

একদিন তো হাজার কবরের ভিড়ে, *আমার কবরেও বৃষ্টি* পড়বে...
পানি উঠবে... কিন্তু *আমার খোঁজ নেওয়ার কেউ থাকবে না।*
*বছরের পর বছর কবরটি জিয়ারত হবে না।*
অবহেলায় গজাবে অচেনা উদ্ভিদ।
বাঁশের বেড়ায় ঘেরা সেই কবরটা গাছের ছায়ায় ঢেকে যাবে চিরদিনের অন্ধকারে।
*প্রিয় মানুষগুলো* কবরের কাছে আসতেও ভয় পাবে...

সঙ্গে থাকবে না কোনো বন্ধু, পরিবার বা ভালোবাসার মানুষ—
*সঙ্গে থাকবে শুধু আমার আমল।*
ভালো হলে শান্তির ঘুম,
আর খারাপ হলে—
ভয়ংকর সাপ, বিচ্ছু আর আঁধারের নৃশংসতা!

*রাসূল ﷺ বলেছেন:*
_"আমি কবর অপেক্ষা ভয়ংকর কিছুই দেখিনি।"_
(তিরমিজি)

তাহলে আমি—
*কি এমন আমল করলাম!?*
যা জান্নাতের জন্য যথেষ্ট?
নাকি দোযখের জন্য অনিবার্য?

*হে আল্লাহ! আমলকে কবুল করুন, ক্ষমা করে দিন।*
*হেদায়াতের পথে দৃঢ় রাখুন।*
*আমিন।*

©️

23/09/2025

তুমি একজন প্রেমময়ী স্ত্রী হও!

যখন তুমি মৃত্যুবরণ করবে, তখন তোমার স্বামী যেনো বলেন :

❝হে আল্লাহ, তুমি আমার স্ত্রীর ওপর রহমত বর্ষণ করো। আমাকে সে নিজের জীবনের মতোই ভালোবাসত।

সে আমার সম্মান হেফাজত করেছে।

আমার ঘর আলোয় আলোকিত রেখেছে। ভীষণ মমতা নিয়ে আমার সন্তানদের প্রতিপালন করেছে।
আমার পরিবারকে শ্রদ্ধা করেছে।

হে আল্লাহ! দুঃখ-বেদনায় সে ধৈর্যশীলা ছিল। আর আনন্দ উদযাপনে সে কৃতজ্ঞ ছিল। তাই তার কবরকে তুমি জান্নাতের এক সুবাসিত বাগিচায় পরিণত করে দাও!❞

বই : তুমিও হতে পারো নারী সাহাবির মতো

23/09/2025

[আদ দুহা - আয়াত নং ৫]

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضٰىٓ

অর্থঃ আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।

15/09/2025

ইস্তেগফার, দরূদ, সবর, দু'আ।
জীবনে যতো সমস্যাই আসুক, যতো দুঃখই আসুক। এই চারটি জিনিস যেন সব প্রতিকূলতা কাটিয়ে উঠতে ম্যাজিকের মতো কাজ করে। এগুলোই যেন জীবনে ভালো থাকার সবচেয়ে উত্তম প্রেসক্রিপশন। দুনিয়া এবং আখিরাতকে সহজ করতে এই চারটি জিনিসের জুড়ি মেলা ভার।

আপনি ইস্তেগফার করছেন, পূর্বের গুনাহ মাফ তো হচ্ছেই, সেই সাথে আপনি আপনার বর্তমান সমস্যা সমাধানের পথেও হেঁটে চলছেন।
দরূদ পড়ছেন, নবিজীর (ﷺ) সান্নিধ্যের আশা করার সাথে সাথে দুনিয়াবি জীবনেও রহমত আর বারাকাহ লাভ করছেন।
যখন সবর করছেন, সবরের বিনিময় তো আল্লাহ আপনাকে দেবেনই। তার সাথে দুঃখ-কষ্ট উপেক্ষা করে আপনি আপনার জীবনকেও সহজ করে তুলছেন।
দু'আ করছেন, দু'আ কবুলের আশা তো আছেই, সেই সাথে দু'আ করার মধ্য দিয়ে রবের সাথে সুন্দর সম্পর্কও গড়ে তুলছেন।

রবের সাথে সুসম্পর্ক হয়ে গেলে তার আর দুনিয়া কিংবা আখিরাত নিয়ে কিসের পেরেশান?

- কালেক্ট করা।

নফসের ইবাদাত: শিরকের এক গোপন রূপ  আল্লাহ তায়ালা কুরআনে বলেন—أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَـٰهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ ٱل...
02/09/2025

নফসের ইবাদাত: শিরকের এক গোপন রূপ

আল্লাহ তায়ালা কুরআনে বলেন—

أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَـٰهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ ٱللَّهُ عَلَىٰ عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِۦ وَقَلْبِهِۦ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِۦ غِشَـٰوَةً ۖ فَمَن يَهْدِيهِ مِنۢ بَعْدِ ٱللَّهِ ۚ أَفَلَا تَذَكَّرُونَ
“তুমি কি তাকে দেখেছ, যে তার প্রবৃত্তিকে (নিজ খেয়াল খুশিকে) তার ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে-শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তার কান ও হৃদয়ে মোহর মেরে দিয়েছেন এবং তার চোখের উপর পর্দা টেনে দিয়েছেন। আল্লাহ ছাড়া কে তাকে হেদায়াত দিতে পারে? তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?” ( সূরা জাসিয়া : ২৩)

আল্লাহ তায়ালা কুরআনের আরেক স্থানে বলেন—

أَرَءَيْتَ مَنِ ٱتَّخَذَ إِلَـٰهَهُ هَوَاهُ ۚ أَفَأَنتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا
“তুমি কি তাকে দেখেছ, যে তার প্রবৃত্তিকে তার ইলাহ বানিয়ে নিয়েছে? তবে কি তুমি তার দায়িত্বভার বহন করবে?” সূরা আল-ফুরকান (২৫): ৪৩

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ, قَالُوا: وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ يَا رَسُولَ اللَّهِ؟, قَالَ: الرِّيَاءُ
— “তোমাদের জন্য আমি সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরকের বিষয়ে।” সাহাবারা জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসূল! ছোট শিরক কী? তিনি বললেন: তা হলো রিয়া (লোক দেখানো আমল)।
(মুসনাদ আহমদ: ২৩৬৩০; সহীহ আল-জামী: ১৫৫৫)

যে মানুষ আল্লাহর পরিবর্তে সম্পদ, মর্যাদা বা নফসের ইচ্ছার দাস হয়ে যায়, সে আসলে নফসের সাথে আল্লাহর শরীক করাতে জড়িয়ে পরে। এমন মানুষদের জন্য আল্লাহ ধ্বংস অনিবার্য করে রেখেছেন। এ ব্যাপারে রাসুল (স) বলেনঃ

تَعِسَ عَبْدُ الدِّينَارِ، وَعَبْدُ الدِّرْهَمِ، وَعَبْدُ الْخَمِيصَةِ
“ধ্বংস হোক দিনার (টাকা)-এর দাস, ধ্বংস হোক দিরহাম (মুদ্রা)-এর দাস, ধ্বংস হোক পোশাকের দাস।” (সহীহ বুখারী: ২৮৮৭)

নফসের ইবাদাতের কিছু সহজ উদাহরণ

১. নিজের ইচ্ছাকে আল্লাহর আদেশের উপরে রাখা।
২. রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদাত করা।
৩. হারামকে হালাল বানিয়ে নেওয়া, শুধু নফসের তাড়নায়।
৪. মানুষের ভয় বা লাভের আশায় সত্যকে লুকানো।
৫. অর্থ, পদমর্যাদা বা খ্যাতিকে আল্লাহর সন্তুষ্টির ওপরে স্থান দেওয়া।

নফসের এমন ভয়ানক ধোকা হতে বাচার জন্য রাসূল ﷺ আমাদের একটি দোয়া শিখিয়েছেন যা তিনিপ্রায়ই পাঠ করতেন—

উচ্চারণ: “আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল ‘আজ্‌যি ওয়াল কাসালি ওয়াল জুব্‌নি ওয়াল বুখ্‌লি ওয়াল হারামি ওয়া ‘আযা-বিল কব্‌রি, আল্ল-হুম্মা আ-তি নাফসী তাক্‌ওয়া-হা ওয়াযাক্কিহা-আন্‌তা খইরু মান্‌ যাক্‌কা-হা আন্‌তা ওয়ালী ইউহা- ওয়া মাওলা-হা-, আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন ‘ইল্‌মিন্‌ লা- ইয়ান্‌ফা‘উ ওয়ামিন কালবিন্‌ লা- ইয়াখ্‌শা‘উ ওয়ামিন নাফ্‌সিন লা- তাশ্‌বা‘উ ওয়ামিন দা‘ওয়াতিন লা- ইউসতাজা-বু লাহা-”

““হেআল্লাহ! আমি আপনার নিকট পানাহ চাই অপরাগতা, অলসতা, ভীরুতা, বখিলতা, বার্ধক্যতা এবং কবরের শাস্তি থেকে। হে আল্লাহ! আমার নফসকে তাকওয়া দান করো, তাকে পরিশুদ্ধ করো। তুমি-ই তার শ্রেষ্ঠ পরিশোধক। তুমি-ই তার অভিভাবক ও রক্ষক।” (সহীহ মুসলিম: ৬৭৯৯)

নফসকে নিয়ন্ত্রণ না করলে এটিই হয়ে যায় মানুষকে শিরকের পথে ঠেলে দেওয়ার প্রধান কারণ। এজন্য মনে রাখা দরকার আসল তাওহীদ হলো আল্লাহর হুকুমকে নফসের ইচ্ছার উপরে রাখা।

02/09/2025

মাঝে মাঝে ইচ্ছে করে ভীষণভাবে চুপ হয়ে যেতে, নীরবে দূরে কোথাও সরে যেতে— যেখানে নেই কোনো মানুষের কোলাহল, থাকবে না কোনো দুশ্চিন্তা। যেখানে হৃদয়ের ভার নেমে যাবে, চোখের জল গোপনে ঝরে পড়বে, আর অন্তরের সব না বলা কথাগুলো মহান রবের দরজায় গিয়ে সিজদায় ঢলে পড়বে।

লেখা : মাহমুদুল হাছান

31/08/2025

আপনাদের যাদের আইসিটি সাবজেক্ট এ দূর্বলতা আছে।
ইনশাআল্লাহ খুব দ্রুত সমাধান করে দিতে পারবো।

ICT exclusive course.
Weekly 4 days
1.5 Hours (after evening)
Monthly payment 2500tk

Area - টঙ্গী নোয়াগাঁও স্কুল, মুরকুন , কলেজগেট ,আলম মার্কেট।

My details
Sabbir Ahamed
Computer science and engineering
Daffodil international university .
Contact- 01531969932

----Occupation
SQA engineer
Private job.

29/08/2025

নুরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা। -১৩
ইনশাল্লাহ খুব শীঘ্রই আপলোড করা হবে #মদ্দ এর ক্লাস
ইনশাল্লাহ, নুরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার প্রতিটি ধাপকে সহজ হবে উপস্থাপন করার মাধ্যমে সহি শুদ্ধ কোরআন শিক্ষার লক্ষ্য নিয়ে এই কোর্স টি সম্পূর্ণ শেষ করার ইচ্ছা।

.
#নুরানী_পদ্ধতিতে_কুরআন_শিক্ষা। , #মাখরাজ
#মদ্দ , #মুরাক্কব , #কুরআন_শিক্ষা।, #জযম, #তাশদীদ, #কলকলারহরফ #নূনসাকিন_তানভিন



13/07/2025

নুরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা। -১২
ইনশাল্লাহ খুব শীঘ্রই আপলোড করা হবে #মদ্দ এর ক্লাস
ইনশাল্লাহ, নুরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার প্রতিটি ধাপকে সহজ হবে উপস্থাপন করার মাধ্যমে সহি শুদ্ধ কোরআন শিক্ষার লক্ষ্য নিয়ে এই কোর্স টি সম্পূর্ণ শেষ করার ইচ্ছা।

.
#নুরানী_পদ্ধতিতে_কুরআন_শিক্ষা। , #মাখরাজ
#মদ্দ , #মুরাক্কব , #কুরআন_শিক্ষা।, #জযম, #তাশদীদ, #কলকলারহরফ #নূনসাকিন_তানভিন



আমার প্রত্যেকটা স্নেহের ভাই ও বোনেরা তোমরা যারা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে কৃতকার্য হয়েছ। তাদেরকে জানাই আন্তরিক ...
10/07/2025

আমার প্রত্যেকটা স্নেহের ভাই ও বোনেরা
তোমরা যারা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে কৃতকার্য হয়েছ। তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।💐💐💐💐💐

যারা ভালো করতে পারেন নি, ভেঙ্গে পড়ার কোন কিছুই নেই। এটা শুধুমাত্র একটা রেজাল্ট। এর মানে এই না, তোমার জীবন ধ্বংস।

এখান থেকে নতুন কোনো সম্ভাবনার দিক তোমার জন্য খোলা থাকবে অবশ্যই। বিশ্বাস রাখতে হবে (আল্লাহ তাআলা) মালিকের উপর।

নতুন চেষ্টা দিয়ে , নতুন কিছু করার অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা রইলো সকলের প্রতি।

Address

Tongi
Gazipur
1710

Alerts

Be the first to know and let us send you an email when NextGen-LearnHub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category