
21/08/2025
চলার পথে হঠাৎ দেখা
চলার পথে হঠাৎ দেখা,
কী অদ্ভুত আলো খেলা—
অচেনা চোখে অচেনা হাসি,
মনে জাগায় গোপন মেলা।
নীরব পথে ভেসে আসে
বাতাসে লুকানো গান,
হৃদয় তখন কাঁপে হাল্কা—
বুঝি কি তবে চেনা প্রাণ?
শব্দহীন এক মুহূর্তে
থেমে যায় সব স্রোত,
চলার পথে হঠাৎ দেখা—
স্বপ্ন যেন দেয় হঠাৎ ছোঁয়।