
05/03/2025
প্রকাশ্যে বিড়ি খাওয়া শাস্তিযোগ্য অপরাধ। সেই অপরাধের বৈধতার জন্য রাস্তায় নেমেছে ১৫-২০টা মেয়ে....। সেখানে সাংবাদিকই ৫০জন....।
অথচ পুলিশ অফিসার আলেপের হাতে ধর্ষিত নারীর জন্য এরা কেউ রাস্তায় নেমেছিল? গতকাল এক গার্মেন্টস কর্মী মাতৃত্বকালীন ছুটি না পেয়ে, অসুস্থ হয়ে ফ্যাক্টরিতেই মারা গেছে...। তার জন্য কি এরা রাস্তায় নেমেছে?
এইদেশে নারীবাদিতার আড়ালে অশ্লীলতাকে প্রমোট করে মিডিয়া। অথচ ধর্ষিত নারীর বিচার চাইতে দেখি না এদের কাউকে।
আরো মজার বেপার এ আনন্দ বাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধির মেয়ে
দেখেন জা ভালো মনে করেন...