Log In To Fashion

Log In To Fashion The page can be geared towards, student educators, fun and professionals in the technology industry.

সুবহানাল্লাহ! একবার দেখুন!এই ছবিটি কোনো শিল্পীর আঁকা জটিল শিল্পকর্ম নয়। এটি মহান আল্লাহতায়ালার এক অবিশ্বাস্য সৃষ্টি—আমাদ...
23/07/2025

সুবহানাল্লাহ! একবার দেখুন!

এই ছবিটি কোনো শিল্পীর আঁকা জটিল শিল্পকর্ম নয়। এটি মহান আল্লাহতায়ালার এক অবিশ্বাস্য সৃষ্টি—আমাদের নিজেদের মেরুদণ্ডের ভেতর থেকে বেরিয়ে আসা স্নায়ু জালের এক বাস্তব চিত্র।

একবার গভীরভাবে চিন্তা করুন, আমাদের সৃষ্টিকর্তা কতটা নিখুঁতভাবে আমাদের তৈরি করেছেন! আমাদের মেরুদণ্ড থেকে মোট ৩১ জোড়া স্নায়ু বের হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়েছে—একদম নির্ভুল গণনায়। ঘাড় থেকে কোমর হয়ে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত প্রতিটি স্নায়ু তার নির্দিষ্ট দায়িত্ব পেয়ে ছড়িয়ে আছে।

এদের কাজ আমাদের কল্পনার চেয়েও বিশাল। আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস, প্রিয়জনের মুখের দিকে তাকানো, মায়ের হাতের স্পর্শ অনুভব করা, এমনকি আমাদের হৃদয়ের যে স্পন্দন—তার সবই এই স্নায়ুগুলোর মাধ্যমে মহান রবের ইশারায় নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা যখন ঘুমিয়ে থাকি, তখনও এই নেয়ামতগুলো আমাদের শরীরকে সচল রাখে।

আমরা কতই না গাফেল! সামান্য ব্যথা পেলেই অস্থির হয়ে যাই, কিন্তু যে মহান সত্তা এই জটিল ব্যবস্থা দিয়ে আমাদের আগলে রেখেছেন, তাঁর শুকরিয়া কি আমরা আদায় করি?

পবিত্র কুরআনে আল্লাহ বলেন,
“আর তোমাদের নিজেদের মধ্যেও (আমার নিদর্শন) রয়েছে, তোমরা কি দেখো না?”
(সূরা আয-যারিয়াত, আয়াত: ২১)

এই ছবিটি সেই আয়াতের এক জীবন্ত উদাহরণ। আমাদের শরীর আল্লাহর অস্তিত্বের এক অকাট্য প্রমাণ, এক জীবন্ত মোজেজা। প্রতিটি মুহূর্তের জন্য, প্রতিটি সুস্থতার জন্য—আলহামদুলিল্লাহ!

Written By: AH Abubakkar Siddique

গতকালকের বিমান দূর্ঘটনায় পোড়া শরীর নিয়ে দৌড়াতে থাকা বাচ্চাটার নাম আরিয়ান, সে আর বেচে নেই। তার ফ্যামিলি কনফার্ম করছে !তার...
23/07/2025

গতকালকের বিমান দূর্ঘটনায় পোড়া শরীর নিয়ে দৌড়াতে থাকা বাচ্চাটার নাম আরিয়ান, সে আর বেচে নেই। তার ফ্যামিলি কনফার্ম করছে !
তার ফুসফুস ৭০% পুড়ে গেছিলো !! 😥
পোড়া ফুসফুস নিয়েই সে তার মা-বাবারে খুজে বেরিয়েছে 😭
বাচ্চাটির গ্রামের বাড়ি শরীয়তপুর।

হে আল্লাহ আপনি বাচ্চাটিকে জান্নাতবাসী করুন 🤲

17/07/2025

❛❛আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❜❜

13/07/2025
29/05/2025

📚 বাংলা সাহিত্যের সেরা ৫০ বই

১। ফেলুদা সমগ্র – সত্যজিৎ রায়
২। জোৎস্না ও জননীর গল্প – হুমায়ূন আহমেদ
৩। রাইফেল রোটি আওরাত – আনোয়ার পাশা
৪। অগ্নিবীণা – কাজী নজরুল ইসলাম
৫। আরন্যক – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৬। শ্রীকান্ত – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭। জননী – শওকত ওসমান
৮। চিলেকোঠার সেপাই – আখতারুজ্জামান ইলিয়াস
৯। মেমসাহেব – নিমাই ভট্টাচার্য
১০। বিষাদসিন্ধু – মীর মোশাররফ হোসেন
১১। চোখের বালি – রবীন্দ্রনাথ ঠাকুর
১২। রক্তাক্ত প্রান্তর – মুনীর চৌধুরী
১৩। অপরাজিত – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৪। ট্রিলজি (সেই সময়, প্রথম আলো, পূর্ব-পশ্চিম) – সুনীল গঙ্গোপাধ্যায়
১৫। হাঙর নদী গ্রেনেড – সেলিনা হোসেন
১৬। শেষের কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
১৭। মা – আনিসুল হক
১৮। ছাপ্পান্ন হাজার বর্গমাইল – হুমায়ুন আজাদ
১৯। তিতাস একটি নদীর নাম – অদ্বৈত মল্লবর্মন
২০। বনলতা সেন – জীবনানন্দ দাশ
২১। পদ্মা নদীর মাঝি – মানিক বন্দ্যোপাধ্যায়
২২। বিলেতে সাড়ে সাতশ দিন – মুহাম্মদ আব্দুল হাই
২৩। মাধুকরী – বুদ্ধদেব গুহ
২৪।ক্রাচের কর্নেল – শাহাদুজ্জামান।
২৫। পল্লীসমাজ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৬। পথের পাঁচালি – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
২৭। লাল সালু – সৈয়দ ওয়ালিউল্লাহ
২৮। একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম
২৯। দেশে বিদেশে – সৈয়দ মুজতবা আলী
৩০। ন হন্যতে – মৈত্রেয়ী দেবী
৩১। ঝরা পালক – জীবনানন্দ দাশ
৩২। গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩। আমি বিরাঙ্গনা বলছি – ড. নীলিমা ইব্রাহীম
৩৪। সোনালি কাবিন – আল মাহমুদ
৩৫। মেঘনাদবধ কাব্য – মাইকেল মধুসূদন দত্ত
৩৬। সংশপ্তক – শহিদুল্লাহ কায়সার
৩৭। সুলতানার স্বপ্ন – বেগম রোকেয়া
৩৮। আগুন পাখি – হাসান আজিজুল হক
৩৯। জীবন আমার বোন – মাহমুদুল হক
৪০। গাভী বিত্তান্ত – আহমদ ছফা
৪১। সুর্য তুমি সাথি – আহমদ ছফা
৪২। সাতকাহন – সমরেশ মজুমদার
৪৩। নন্দিত নরকে – হুমায়ূন আহমেদ
৪৪। হাজার চুরাশির মা – মহাশ্বেতা দেবী
৪৫। হাজার বছর ধরে – জহির রায়হান
৪৬। সুর্য দীঘল বাড়ি – আবু ইসহাক
৪৭। উপনিবেশ – নারায়ণ গঙ্গোপাধ্যায়
৪৮। গোরা – রবীন্দ্রনাথ ঠাকুর
৪৯। খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস
৫০। নকশীকাঁথার মাঠ – জসীমউদ্

অই জিল্লু চাপাতি রেডি কর 🔪🔪
23/04/2025

অই জিল্লু চাপাতি রেডি কর 🔪🔪

ঘটনা রাজশাহীতে, ওই বৃদ্ধের  স্ত্রী ৮ মাস  আগে মা/রা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন  বাবাকে রাখার পর আর রাখতে চায়ন...
15/04/2025

ঘটনা রাজশাহীতে, ওই বৃদ্ধের স্ত্রী ৮ মাস আগে মা/রা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে রাখার পর আর রাখতে চায়না ওনাকে। এ নিয়ে অনেক ঝগ*ড়া। এমনও রাত গেছে বৃদ্ধ সারারাত উঠানে ছিল ছেলেরা দরজা খুলেনি। মৃ*ত্যু*র দিন সকালে দু ছেলের বৌ এর সাথে খুব ঝগ*ড়া হয় এবং তাকে বেড়িয়ে যেতে বলে ছেলেরাও তার জিনিশ পত্র উঠানে ফেলে দেয়। এরপর স্টেশনে ভোর থেকে বসে ছিল। কিছু খাননি। দুপুরে আত্মহত্যা করে।
আহ্ জিবন। এমন সন্তান থাকার চেয়ে না থাকা ভালো।
সংগ্রীহীত।

এইবার প্রতিবাদে যোগ দিয়েছেন ইমু ফিল্যান্সাররাও 💪💪রেসপেক্ট 🦾
01/08/2024

এইবার প্রতিবাদে যোগ দিয়েছেন ইমু ফিল্যান্সাররাও 💪💪

রেসপেক্ট 🦾

09/06/2023

আজব খেলা 😁😁

09/06/2023

রাখে আল্লাহ মারে কে।


অবশেষে আমিও ভূলে পোষ্ট করে ফেললাম 🤣🤣
07/06/2023

অবশেষে আমিও ভূলে পোষ্ট করে ফেললাম 🤣🤣

24/05/2023

বাবা মায়ের অবাধ্য হলে কি হয় দেখুন

Address

Gazipur

Telephone

+8801633044336

Website

Alerts

Be the first to know and let us send you an email when Log In To Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Log In To Fashion:

Share