
05/08/2025
যার জীবনের চাওয়া যতো বেশি তার স্টেশন ততোই দূরে।কারণ তার অনেক পথ পারি দিতে হবে। আর পারবেকিনা তাও জানেনা।আর যার চাওয়া অল্প যে অল্পতেই সন্তুষ্ট, তার স্টেশন ততোই কাছে। কারণ তার চাওয়া কম,সে কিছু পথ পারি দিলেই যথেষ্ট। আর বাকি সময় তার পরিবার যিনি তাকে সৃষ্টি করেছেন তার জন্য। তাহলে কে সবচেয়ে সুখী?