জীবন বড় বিচিত্রময়

জীবন বড় বিচিত্রময় আমার পেইজে আপনাকে স্বাগতম। জীবন নিয়ে পাবেন নিত্যনতুন content.
ধন্যবাদ সবাইকে
(15)

যার জীবনের চাওয়া যতো বেশি তার স্টেশন ততোই দূরে।কারণ তার অনেক পথ পারি দিতে হবে। আর পারবেকিনা তাও জানেনা।আর যার চাওয়া অল্প...
05/08/2025

যার জীবনের চাওয়া যতো বেশি তার স্টেশন ততোই দূরে।কারণ তার অনেক পথ পারি দিতে হবে। আর পারবেকিনা তাও জানেনা।আর যার চাওয়া অল্প যে অল্পতেই সন্তুষ্ট, তার স্টেশন ততোই কাছে। কারণ তার চাওয়া কম,সে কিছু পথ পারি দিলেই যথেষ্ট। আর বাকি সময় তার পরিবার যিনি তাকে সৃষ্টি করেছেন তার জন্য। তাহলে কে সবচেয়ে সুখী?

একটা পুরুষ চারটি বিয়ে করার বিধান আছে। আচ্ছা একটা পুরুষ তার কামনা বাসনা মেটানোর জন্য তার এতো গুলো নারীর প্রয়োজন হয়? আর ঐ ...
04/08/2025

একটা পুরুষ চারটি বিয়ে করার বিধান আছে। আচ্ছা একটা পুরুষ তার কামনা বাসনা মেটানোর জন্য তার এতো গুলো নারীর প্রয়োজন হয়? আর ঐ দিকে দেখুন একটা মেয়ে কি কষ্ট তার স্বামী নিজের কামনা বাসনা মেটানোর জন্য চার বৌয়ের সাথে ফূর্তি করছে অথচ সেই অসহায় মেয়েটা তার সংসার সন্তান দেখবাল করে নিজের জীবনের সখ আল্লাদ সব জলাঞ্জলি দিয়ে দিন কাটাচ্ছে।আবার তার সন্তানরাও বড়ো হয়ে সেই তার মতোই অবহেলায় রাখে। এটা কেমন নিয়ম সব সুখ পুরুষের আর সব দুঃখ নারীর জন্য। কেন পুরুষ শাসিত সমাজে নারীদের এত অবহেলা? ইসলাম তো নারীর সম্মান উচ্চ স্থানে দিয়েছেন। যেই পুরুষ শাসিত সমাজ ধর্মের দুহাই দিয়ে নিজের কামনা বাসনা মিটায়, তারা কি ভুলে গেছে মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত?

ঐ আকাশ আমাদের শিক্ষা দেয় যতোই বড়ো হও না কেন অন্যের উপর ক্ষমতা প্রয়োগ করতে নেই।
04/08/2025

ঐ আকাশ আমাদের শিক্ষা দেয় যতোই বড়ো হও না কেন অন্যের উপর ক্ষমতা প্রয়োগ করতে নেই।

আমার কাছে মনে হয় আমাদের যিনি সারাক্ষণ ওয়াসওয়াসা দেন তিনি তার দায়িত্ব টা আমাদের মানে মানুষদের দিয়ে দিয়েছেন। উনি যা করেন এ...
28/07/2025

আমার কাছে মনে হয় আমাদের যিনি সারাক্ষণ ওয়াসওয়াসা দেন তিনি তার দায়িত্ব টা আমাদের মানে মানুষদের দিয়ে দিয়েছেন। উনি যা করেন এখন দেখেন আমরা তাকে ছাড়িয়ে গেছি তাই উনি বলেন তুমরাই করো আমার আর কষ্ট করতে হবে না

একটা বিষয় জানতে মনে চায়পর্দা শুধু নারীর জন্য?  না! পর্দা পুরুষ নারী দুজনের জন্য। আমাদের এই সমাজে পুরুষ যদি তার চোখের পর্...
27/07/2025

একটা বিষয় জানতে মনে চায়
পর্দা শুধু নারীর জন্য? না! পর্দা পুরুষ নারী দুজনের জন্য। আমাদের এই সমাজে পুরুষ যদি তার চোখের পর্দা করতো তাহলেই হতো
কিন্তু না সবকালে সবসময় পুরুষ শাসিত সমাজে সর্বদাই নারীর কাধে চাপিয়ে নিজেরা বিন্দাস জীবন কাটাতে চায়।ভুলে যাবেন না সৃষ্টির শুরু থেকে এযাবতকাল যতো মহা পুরুষরাই ইতিহাস সৃষ্টি করেছেন, তাদের পেছনে মূল ভূমিকা ছিল নারীর।
তাহলে কেন নিজের দায় নারীর ওপর চাপিয়ে, নিজেরা পুরুষত্ব জাহের করতে চায়। নারীর মর্যাদা ও সম্মান যথাযথ দিতে শিখুন। তবেই সত্যি কারের পুরুষ হতে পারবেন।

জীবনকে ভালো ও সুন্দর রাখার কতো প্রয়াস আদৌও তা সম্ভব হয়? হয়না, তার কারণ আমাদের জন্য যতোটুকু প্রয়োজন আমরা তার অনেক বেশি  চ...
27/07/2025

জীবনকে ভালো ও সুন্দর রাখার কতো প্রয়াস আদৌও তা সম্ভব হয়? হয়না, তার কারণ আমাদের জন্য যতোটুকু প্রয়োজন আমরা তার অনেক বেশি চাই।

আজকাল নিজেকে মানুষ বলতে কষ্ট লাগে আমরা এমনই  মানুষ হয়েগেছি মানুষ মৃত্যুপথ যাত্রী হলেও পানি চাইলে চারগুন দাম বেশি রাখি😢😢😢...
23/07/2025

আজকাল নিজেকে মানুষ বলতে কষ্ট লাগে
আমরা এমনই মানুষ হয়েগেছি মানুষ মৃত্যুপথ যাত্রী হলেও পানি চাইলে চারগুন দাম বেশি রাখি😢😢😢
কোথায় গিয়ে দাড়িয়েছে মনুষ্যত্ব
আফসোস আমরা কেমন মানুষ ভেবে পাই না😢😢😢
#বেদনা #মানুষ

সবার দিন গুলো অনেক সুন্দর কাটুক এই প্রার্থনা
21/07/2025

সবার দিন গুলো অনেক সুন্দর কাটুক এই প্রার্থনা

সবার স্বপ্ন গুলো পূরণ হোক এই প্রার্থনা করি
21/07/2025

সবার স্বপ্ন গুলো পূরণ হোক এই প্রার্থনা করি

জন্ম হোক যেথা সেথা কর্ম হোক ভালো কর্মই হচ্ছে আমাদের আসল পরিচয়
21/07/2025

জন্ম হোক যেথা সেথা কর্ম হোক ভালো
কর্মই হচ্ছে আমাদের আসল পরিচয়

তেমারা যেখানেই থাকো না কেন,মৃত্যু তোমাদের কে গ্রাস করবেই, যদি তোমরা দূর্ভেদ্য দূর্গের ভেতরেও থাকো।-সূরা নিসা:০০৪, আয়াত:০...
20/07/2025

তেমারা যেখানেই থাকো না কেন,মৃত্যু তোমাদের কে গ্রাস করবেই, যদি তোমরা দূর্ভেদ্য দূর্গের ভেতরেও থাকো।
-সূরা নিসা:০০৪, আয়াত:০৭৮

তোমরা একে অপরের দোষ খুঁজো না, হিংসা করো না, পরস্পরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না,বরং তুমরা সবাই  আল্লাহর বান্দা হয়ে ভাই ভ...
20/07/2025

তোমরা একে অপরের দোষ খুঁজো না, হিংসা করো না, পরস্পরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না,বরং তুমরা সবাই আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হয়ে যাও

-হযরত মোহাম্মদ (স.)

Address

Gazipur
1711

Alerts

Be the first to know and let us send you an email when জীবন বড় বিচিত্রময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category