
10/07/2025
🌧️ বৃষ্টি ভেজা সকাল 🌅
বৃষ্টি ভেজা এই সকালে,
নিস্তব্ধতা খেলে ডালে ডালে,
ফোঁটার ঝংকার পাতার গায়ে,
মুখে হাসি মেঘের ছায়ে।
কুয়াশা ঢাকা রাস্তা ধীরে,
চলার ছন্দ ভুলে যায় তীরে,
কাকের ডাকে জাগে শহর,
বৃষ্টি নামে ক্ষণে ক্ষণে দর।
ছাতা হাতে শিশুরা যায়,
জলকাদায় পা হড়কে যায়,
চায়ের দোকান গন্ধ ছড়ায়,
ভেজা হাওয়া মনকে ছোঁয়ায়।
কবিতার মতো এই সকাল,
ভেজা পাখায় নতুন ভালোবাসার কাল,
বৃষ্টি নামে হৃদয় জুড়ে,
স্মৃতি খেলে সুরের সুরে।