01/11/2025
যখন জেলেরা সমুদ্রে যেতে পারে না, তখন তারা জাল মেরামত করে।
সমুদ্র যখন উত্তাল, তখন বুদ্ধিমান জেলেরা বসে থাকে না। তারা জাল ঠিক করে, সরঞ্জাম ধারালো করে, আর অপেক্ষা করে ঝড় থামার মুহূর্তটার জন্য। কারণ স্থিরতার মাঝেও অগ্রগতি লুকিয়ে থাকে। থেমে থাকা মানে অলসতা নয়, প্রস্তুতির আরেক নাম।
এই শিক্ষাটা আমাদের সবার জন্যই প্রযোজ্য।
জীবনের কিছু সময় আসে, যখন ঢেউ খুব প্রবল, হাওয়া খুব কঠিন, আর এগোনো প্রায় অসম্ভব মনে হয়। কিন্তু এই সময়টাই আসলে সবচেয়ে মূল্যবান নিজেকে মেরামত করার, ভাবার, নতুনভাবে তৈরি হওয়ার সময়।
ঝড় চিরকাল থাকে না। একসময় শান্ত সমুদ্র ফিরে আসে। আর তখন যারা নীরবতার সময়টাকে প্রস্তুতির জন্য ব্যবহার করেছে, তারাই সুযোগটা কাজে লাগাতে পারে।
আমার দেখা সফল ব্যবসায়ীগণ /সবচেয়ে বুদ্ধিমান উদ্যোক্তাদের (founders) মাঝে আমি যে গুণটা সবসময় দেখেছি- তারা শুধু নিরলস পরিশ্রমীই নয়, তারা অনেক বেশী ধৈর্যশীল।