Kawser Ahmed

Kawser Ahmed ❤️স্বপ্ন দেখিওনা,সপ্ন অংকন করো।নিজেকে তৈরি করো এবং তা বাস্তবায়ন করো।
আব্দুল হাকিম কাওছার

আপনার মধ্যে যদি এই ৬ টি গুণের ৪ টিও থাকে, তাহলে আপনি একজন Humble.দেরিতে হলেও আমার জীবনের এক অন্যতম উপলব্ধি, জীবনে Humble...
13/10/2025

আপনার মধ্যে যদি এই ৬ টি গুণের ৪ টিও থাকে,
তাহলে আপনি একজন Humble.

দেরিতে হলেও আমার জীবনের এক অন্যতম উপলব্ধি, জীবনে Humble হতে হবে..

কিন্তু Humble কিভাবে হয়?

১. হাম্বল মানুষ প্রতিদিন রাতে ২ মিনিট নিজেকে প্রশ্ন করে “আজ আমি কাকে আঘাত করেছি?”, “কাকে সাহায্য করেছি?”

এই self-checking অভ্যাসটাই হাম্বলনেসের সবচেয়ে কার্যকর practice

২. হাম্বল মানুষ নিজেকে অন্যের চেয়ে বড় ভাবে না

সবাই কারো না কারো জায়গায় ভালো। প্রত্যেকের আলাদা গল্প আছে, সেটা বুঝতে পারলে অহংকার থাকবে না।

৩. হাম্বল মানুষ শোনার পর কথা বলে। অন্যের কথা মন দিয়ে শোনা মানে তাদের সম্মান দেওয়া।

আমি অনেক চেষ্টা করেও এই ৩ নাম্বার আয়ত্ব করতে পারছি না।

৪. নিজের ভুল বুঝে “আমি ভুল করেছি” বলা একজন হাম্বল মানুষের সবচেয়ে বড় শক্তি। এতে মানুষ তার প্রতি বিশ্বাস হারায় না, বরং আরও সম্মান করে।

৫. হাম্বল মানুষের একটা কৃতজ্ঞতার লিস্ট থাকে। তিনি সৃষ্টিকর্তার পাশাপাশি কে কে তাকে সাহায্য করেছে, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে কার্পণ্য করেন না।

৬. নিজের সাফল্য সবাই উৎযাপন করে কিন্তু হাম্বল মানুষ পরের সাফল্যেও মন থেকে খুশি হয়ে একইভাবে উৎযাপন করতে পারে। এটা কঠিন কাজ।

চলার পথে অনেক কিছুই ঘটে ,আমরা তিক্ত অভিজ্ঞতা থেকেও শিক্ষা গ্রহণ করি।পরিবেশ টা সুন্দর লাগছে ,আরামদায়ক আবহাওয়া উপভোগ করছি...
01/10/2025

চলার পথে অনেক কিছুই ঘটে ,আমরা তিক্ত অভিজ্ঞতা থেকেও শিক্ষা গ্রহণ করি।
পরিবেশ টা সুন্দর লাগছে ,আরামদায়ক আবহাওয়া উপভোগ করছি।

three star fast food and mini chinese Mia Bari mur ,noser market
30/09/2025

three star fast food and mini chinese
Mia Bari mur ,noser market

 #ব্যবসা_করার_কথা_ভাবছেন?: আপনি যদি আপনার প্রোডাক্টের বেনিফিট, ভ্যালু ও অফার সঠিক ভাবে বোঝাতে পারেন তবে কাষ্টমার ঋণ করে ...
28/09/2025

#ব্যবসা_করার_কথা_ভাবছেন?: আপনি যদি আপনার প্রোডাক্টের বেনিফিট, ভ্যালু ও অফার সঠিক ভাবে বোঝাতে পারেন তবে কাষ্টমার ঋণ করে হলেও আপনার প্রোডাক্ট কিনবে..

আমরা বার বার প্রোডাক্টের ফিচার্স নিয়ে চিল্লাচিল্লি করি, জোর করে মানুষের কাছে বিক্রি করতে চাই, কিন্তু মানুষ যদি প্রপার ভ্যালু ও অফার পায়,তখন আপনি মানুষকে কিনতে না করলেও তারা তাদের প্রয়োজনে জোর করে হলেও কিনবে..

কারণ আমরা সবাই সমস্যার সমাধান খুজি,দেখতে হবে আমরা কি কোন সমস্যার সমাধান পারছি কিনা?
তাহলে ব্যবসা চলবে ১০০তে১০০..

কখনো কোন পরিস্থিতিতেই নিজের অধিকার, নিজের হক ছাড়বেন না,সেটা হতে পারে অর্থ সম্পদ,হতে পারে আন্তরিকতা, ভালোবাসা,সম্মান।সবটা...
26/09/2025

কখনো কোন পরিস্থিতিতেই নিজের অধিকার, নিজের হক ছাড়বেন না,সেটা হতে পারে অর্থ সম্পদ,হতে পারে আন্তরিকতা, ভালোবাসা,সম্মান।

সবটা ইঞ্চি ইঞ্চি বুঝে নিবেন ঠিক যতটা আপনি প্রাপ্য। এই কথায় আমাকে স্বার্থপর মনে হতে পারে তবে সত্যি কি জানেন?
সত্যি হচ্ছে আপনি যখন ছাড়বেন তখনই সবাই মনে রাখে,২ দিন না যেতেই যখন হজম হয়ে যায় তখন আপনার দিকে আঙুল তুলতে ২ বার ভাবে না!
আর তখন শুরু হয় মানুষিক ভাবে নিঃস্ব হয়ে যাওয়ার মত অমানবিক কষ্ট। দিনশেষে সবই হারাতে হয় তখন।

অনেক সময় আমরা চুপ থেকে, মেনে নিয়ে, ছাড় দিয়ে সম্পর্ক, শান্তি কিংবা ভালোবাসা বাঁচাতে চাই। ভাবি—"আমি না হয় একটু কমই থাকলাম", "আমি না হয় ওদের কথাতেই মাথা ঝুঁকালাম"। কিন্তু জানেন তো, এই 'না হয়' গুলোই একসময় আমাদের অস্তিত্বকে মুছে দেয়।

অর্থ, সম্মান, আন্তরিকতা, ভালোবাসা—সবকিছুতেই আপনার একটি ন্যায্য স্থান আছে। সেই জায়গাটা কেউ ‘দিচ্ছে না’ বলেই আপনি নেবেন না?
না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

হ্যাঁ, আপনাকে হয়তো কেউ বলবে “তুমি স্বার্থপর”, “নিজেরটা ছাড়া কিছু বোঝো না”।
কিন্তু সত্যিটা হলো—
যখন আপনি ছাড়েন, তখন সবাই খায়।
যখন আপনি চুপ থাকেন, তখন সবাই আপনাকে ঠেকায়।
আর যখন আপনি ভেঙে পড়েন, তখন কেউ ফিরে তাকায় না।

মানুষের স্বভাবই এমন—আপনি যতটা মাটি হবেন, তারা ততটা হেঁটে যাবে আপনার উপর দিয়ে।
আর যখন একদিন নিঃস্ব হয়ে পড়বেন, তখন শুধু একটা কথাই মনে আসবে—
"আমি কেন নিজেরটা ধরে রাখিনি?"

তাই, আজ নয় কাল নয়—
এই মুহূর্ত থেকেই শিখে নিন, নিজের প্রাপ্য জিনিসগুলো বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে চেয়ে নিতে, প্রয়োজনে জোর গলায় দাবি করতে।
এটাই আত্মসম্মান।
এটাই আত্মরক্ষা

বিক্রি করা হবে খুবই অল্প দামে বিক্রি করা হবে,, বিস্তারিত 01312492111Rtr Model 2018
25/09/2025

বিক্রি করা হবে খুবই অল্প দামে বিক্রি করা হবে,, বিস্তারিত 01312492111
Rtr
Model 2018

25/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

কন্যা সন্তান হচ্ছে জান্নাতের চাবিকাঠি।হাশরের ময়দানে মেয়েরা পিতার রক্ষাকবচ হবে:> আয়েশা (রাঃ) বলেন:"এক মহিলা আমার কাছে দুট...
23/09/2025

কন্যা সন্তান হচ্ছে জান্নাতের চাবিকাঠি।

হাশরের ময়দানে মেয়েরা পিতার রক্ষাকবচ হবে:

> আয়েশা (রাঃ) বলেন:

"এক মহিলা আমার কাছে দুটি কন্যা সন্তান নিয়ে আসে। আমি তাকে তিনটি খেজুর দেই। সে এক খেজুর এক মেয়েকে, এক খেজুর আরেক মেয়েকে দেয়। নিজে কিছু খায় না। আমি রাসুল (ﷺ)-কে বললে, তিনি বলেন:

'যে কেউ কন্যা সন্তানদের প্রতি দয়া করে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন।'

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kawser Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category