
13/10/2025
আপনার মধ্যে যদি এই ৬ টি গুণের ৪ টিও থাকে,
তাহলে আপনি একজন Humble.
দেরিতে হলেও আমার জীবনের এক অন্যতম উপলব্ধি, জীবনে Humble হতে হবে..
কিন্তু Humble কিভাবে হয়?
১. হাম্বল মানুষ প্রতিদিন রাতে ২ মিনিট নিজেকে প্রশ্ন করে “আজ আমি কাকে আঘাত করেছি?”, “কাকে সাহায্য করেছি?”
এই self-checking অভ্যাসটাই হাম্বলনেসের সবচেয়ে কার্যকর practice
২. হাম্বল মানুষ নিজেকে অন্যের চেয়ে বড় ভাবে না
সবাই কারো না কারো জায়গায় ভালো। প্রত্যেকের আলাদা গল্প আছে, সেটা বুঝতে পারলে অহংকার থাকবে না।
৩. হাম্বল মানুষ শোনার পর কথা বলে। অন্যের কথা মন দিয়ে শোনা মানে তাদের সম্মান দেওয়া।
আমি অনেক চেষ্টা করেও এই ৩ নাম্বার আয়ত্ব করতে পারছি না।
৪. নিজের ভুল বুঝে “আমি ভুল করেছি” বলা একজন হাম্বল মানুষের সবচেয়ে বড় শক্তি। এতে মানুষ তার প্রতি বিশ্বাস হারায় না, বরং আরও সম্মান করে।
৫. হাম্বল মানুষের একটা কৃতজ্ঞতার লিস্ট থাকে। তিনি সৃষ্টিকর্তার পাশাপাশি কে কে তাকে সাহায্য করেছে, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে কার্পণ্য করেন না।
৬. নিজের সাফল্য সবাই উৎযাপন করে কিন্তু হাম্বল মানুষ পরের সাফল্যেও মন থেকে খুশি হয়ে একইভাবে উৎযাপন করতে পারে। এটা কঠিন কাজ।