NaHar Mim

NaHar Mim Assalamualaikum , I am Najmun nahar Mim..I am a professional Digital marketer.. Welcome to my profile

Business logo creat korlam...
30/05/2024

Business logo creat korlam...

মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং।এখন প্রশ্ন হলো মোবাইল দিয়েই কি করা সম্ভব❓হুম সবই সম্ভব⁉️মোবাইল দিয়েই যে আসলেই ফ্রিল্যান...
06/05/2024

মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং।এখন প্রশ্ন হলো মোবাইল দিয়েই কি করা সম্ভব❓হুম সবই সম্ভব⁉️
মোবাইল দিয়েই যে আসলেই ফ্রিল্যান্সিং শুরু করা যায় আমরা অনেকেই জানি না বা মানতে চায়না।তবে মোবাইলে
এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করা সম্ভব👍 এবং ভালো ইনকাম করা যায় । মোবাইল দিয়েই আপনি বিভিন্ন ধরনের কাজ যেমন, ভার্চুয়াল এসিস্ট্যান্ট , সোশ্যাল মিডিয়া ম্যানেজার,গ্ৰাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডিজাইন, ইউটিউব,ব্লগ সাইট এর কাজ ইত্যাদি বিভিন্ন মাধ্যমে আমরা মোবাইল দিয়েই ভালো ইনকাম সোর্স তৈরি করতে পারি।👍😍তাই আর চিন্তা কিসের আমরা চাইলে সবই সম্ভব অসম্ভব এর কিছু না মোবাইল দিয়েই আমরা একটা ভালো ইনকাম করতে পারবো ফ্রিলান্সং এর মাধ্যমে।👍❤️🥰

বর্তমানে লাখো তরুণদের পছন্দের প্রথম তালিকায় ফ্রিলান্সিং রয়েছে।কারণ এখান থেকে স্কিল ডেভেলপমেন্ট এর পাশাপাশি জীবনযাত্রার ...
05/05/2024

বর্তমানে লাখো তরুণদের পছন্দের প্রথম তালিকায় ফ্রিলান্সিং রয়েছে।কারণ এখান থেকে স্কিল ডেভেলপমেন্ট এর পাশাপাশি জীবনযাত্রার মান উন্নতি করা যায়।
যারা স্টুডেন্ট আছে তারা পড়াশোনার পাশাপাশি যারা জব করে জবের পাশাপাশি এই কাজটি করা যায়!!
কারণ এটা হচ্ছে একটি মুক্তপাশে এখানে কোন নির্দিষ্ট সময় নেই!!বর্তমান টেকনোলজির যুগে আপনি চাইলেই নিজেকে টেকনোলজির উপর এক্সপার্ট করে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবেন। সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নতি হবে!, 🤗
দক্ষতা ছাড়া যোগ্যতা নেইবর্তমানে লাখো তরুণদের পছন্দের প্রথম তালিকায় ফ্রিলান্সিং রয়েছে।কারণ এখান থেকে স্কিল ডেভেলপমেন্ট এর পাশাপাশি জীবনযাত্রার মান উন্নতি করা যায়।
যারা স্টুডেন্ট আছে তারা পড়াশোনার পাশাপাশি যারা জব করে জবের পাশাপাশি এই কাজটি করা যায়!!
কারণ এটা হচ্ছে একটি মুক্তপাশে এখানে কোন নির্দিষ্ট সময় নেই!!বর্তমান টেকনোলজির যুগে আপনি চাইলেই নিজেকে টেকনোলজির উপর এক্সপার্ট করে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবেন। সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নতি হবে!, 🤗
দক্ষতা ছাড়া যোগ্যতা নেই

স্যোশাল মিডিয়া কি শুধুই অন্যদেরকে লাইক কমেন্ট আর নিজেদের এন্টারটেইনমেন্ট এর জন্য ব্যবহার করেন? 🤔🤨অথচ এই স্যোশাল মিডিয়া ব...
02/05/2024

স্যোশাল মিডিয়া কি শুধুই অন্যদেরকে লাইক কমেন্ট আর নিজেদের এন্টারটেইনমেন্ট এর জন্য ব্যবহার করেন? 🤔🤨
অথচ এই স্যোশাল মিডিয়া ব্যবহার করেই কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন ঘরে বসে। ☺️
কি কি কাজ করা যায় এই স্যোশাল মিডিয়ার মাধ্যমে?
~~ফেসবুক মার্কেটিং, ইন্সটাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং সহ আরো অনেক কিছু।
চেষ্টা যদি থাকে তবে কিছুই অসম্ভব নয়।✊💥

১৩.৫ বছরের সাবিত যদি Ambiant Graphic গ্রাফিক ডিজাইন শিখে এমন ডিজাইন করতে পারে তাহলে আপনি কেন পারবেন না?
01/05/2024

১৩.৫ বছরের সাবিত যদি Ambiant Graphic গ্রাফিক ডিজাইন শিখে এমন ডিজাইন করতে পারে তাহলে আপনি কেন পারবেন না?

10/04/2024

Eid is a time of spiritual reflection, unity, love and peace. Greetings on Eid-al-Fitr.💙

12/02/2024

What is udemy?
ইউডেমি কি?
আমরা হয়তো অনেকেই ইউডেমি নামটা নতুন শুনলাম,,তাহলে চলুন ইউডেমি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেইঃ
ইউডেমি হলো জনপ্রিয় অনলাইন ভিত্তিক লার্নি্য একাডেমি।।এখানে আপনি অনেক কিছু জানতে পারবেন।।
যেমনঃ স্কেচ আঁকা, প্রোগ্রামিং, আর্কিটেকচার, ব্যবস্যা, আর্ট, ইয়োগা, ভিবিন্ন ভাষা শিক্ষা, মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, IELTS, Spoken English সহ আরো হাজার রকমের কোর্স। এখানের কিছু রয়েছে ফ্রী কিছু রয়েছে পেইড। তবে ফ্রী গুলো দিয়েই আপনি অনেক কিছু শিখতে পারবেন। এটি সম্পুর্ন একটি অনলাইন একাডেমি।

এখন বিশ্ব জুড়ে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার ছড়িয়ে পরছে। তাই এখানে আপনার ক্যারিয়ার শুরু করার এটাই সবচেয়ে ভাল সময়।✅ড...
08/02/2024

এখন বিশ্ব জুড়ে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার ছড়িয়ে পরছে। তাই এখানে আপনার ক্যারিয়ার শুরু করার এটাই সবচেয়ে ভাল সময়।
✅ডিজিটাল মার্কেটিং কেন করবেন?
# খুব স্বল্প সময়ে সঠিকভাবে আপনি আপনার পণ্যকে কাস্টমারের কাছে আকর্ষণীয় ভাবে তুলে ধরতে পারবেন।.

# আপনার পণ্যটি যেসকল কাস্টমারের কাছে ব্যাপক চাহিদা রয়েছে তাদের সহজে চিহ্নিত করতে পারবেন।

এক কথায় ডিজিটাল মার্কেটিং আপনার ব্যবসাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে সাহায্য করে।

💙💙
06/02/2024

💙💙

❤️

Address

Gazipur Dhaka
Gazipur

Opening Hours

Monday 13:30 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when NaHar Mim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NaHar Mim:

Share