 
                                                                                                    31/03/2025
                                            ঈদ মোবারক!
এই ঈদ আমাদের জন্য একটু আলাদা। একটু নয়, অনেকটাই আলাদা। কারণ, এইবার আমাদের কন্যা রামিশার সাথে প্রথম ঈদ। পুরো পরিবার একসাথে। রামিশার দাদা, দাদি, চাচা, ফুপি, বড় বাবা, বড় মা সহ সবাই মিলেমিশে এক আনন্দের উৎসব।
গত বছর ২ জুন রামিশা জন্মেছিলো তার নানুবাড়িতে। এক ছোট্ট পরী আমাদের ঘরে এলো। জন্মের ১৫ দিনের মাথায় কুরবানির ঈদ চলে এলেও, তখন আমরা একসাথে ঈদ করতে পারিনি। রামিশা আর তার আম্মু ছিলো নানুবাড়িতে, আর আমি ছিলাম আমার শিকড়ের টানে, নিজের বাড়িতে মানে রামিশার দাদা বাড়িতে।
বছর ঘুরে সময় বদলেছে। সেই ছোট্ট রামিশা এখন পায়ে পায়ে হাঁটতে শিখছে। ৮/১০ কদম হাঁটতে পারে। কখনো ধপাস করে পড়ে যায়, আবার হাসতে হাসতে উঠে দাঁড়ায়। বয়স মাত্র ৯ মাস ২৯ দিন, কিন্তু তার হাসিতে পুরো বাড়ি আলো হয়ে থাকে।
এইবারের ঈদ রমজানের ঈদ। সারা মাস রোজা রাখা, সেহরি খাওয়া, ইফতারের আয়োজন সহ সবকিছুতেই এক অন্যরকম ভালো লাগা ছিলো। এবার রামিশার সাথে প্রথম ঈদের সকালে ঘুম থেকে ওঠা, নতুন জামা পরানো, নামাজে যাওয়ার প্রস্তুতি নেওয়া এবং সব মিলিয়ে এক নতুন অভিজ্ঞতা। পুরো বাড়ি যেন আনন্দের বন্যায় ভাসছে।
আমাদের মেয়ের জন্য, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আর আপনাদের জন্যও রইলো শুভ কামনা! আপনাদের পরিবার যেন সুখে থাকে, শান্তিতে থাকে। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
আবারো ঈদ মোবারক!                                        
 
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  