Sumaiya & Ratul’s Life

Sumaiya & Ratul’s Life Parents sharing life's joys with our daughter. Join us on our journey of love, dreams, and moments! Welcome to Sumaiya & Ratul's Life!

We are Raisul Islam Khan (Ratul) and Sumaiya Akter Khan, proud parents of our little sunshine, Ruhaiba Islam Khan (Ramisha). This page is our personal diary where we capture and share the beautiful moments of our life together as a family. Our journey is filled with love, laughter, and dreams, and we’re excited to bring you along with us. Through this page, we aim to share our experiences, connect

with amazing people, and hopefully, grow together with your love and support. We also aspire to make a mark on social media and turn our passion into something bigger. Your follows, likes, and shares mean the world to us as we work toward building a vibrant online community. Thank you for being a part of our journey! Warm regards,

Sumaiya, Ratul, & Ramisha

ঈদ মোবারক!এই ঈদ আমাদের জন্য একটু আলাদা। একটু নয়, অনেকটাই আলাদা। কারণ, এইবার আমাদের কন্যা রামিশার সাথে প্রথম ঈদ। পুরো পরি...
31/03/2025

ঈদ মোবারক!

এই ঈদ আমাদের জন্য একটু আলাদা। একটু নয়, অনেকটাই আলাদা। কারণ, এইবার আমাদের কন্যা রামিশার সাথে প্রথম ঈদ। পুরো পরিবার একসাথে। রামিশার দাদা, দাদি, চাচা, ফুপি, বড় বাবা, বড় মা সহ সবাই মিলেমিশে এক আনন্দের উৎসব।

গত বছর ২ জুন রামিশা জন্মেছিলো তার নানুবাড়িতে। এক ছোট্ট পরী আমাদের ঘরে এলো। জন্মের ১৫ দিনের মাথায় কুরবানির ঈদ চলে এলেও, তখন আমরা একসাথে ঈদ করতে পারিনি। রামিশা আর তার আম্মু ছিলো নানুবাড়িতে, আর আমি ছিলাম আমার শিকড়ের টানে, নিজের বাড়িতে মানে রামিশার দাদা বাড়িতে।

বছর ঘুরে সময় বদলেছে। সেই ছোট্ট রামিশা এখন পায়ে পায়ে হাঁটতে শিখছে। ৮/১০ কদম হাঁটতে পারে। কখনো ধপাস করে পড়ে যায়, আবার হাসতে হাসতে উঠে দাঁড়ায়। বয়স মাত্র ৯ মাস ২৯ দিন, কিন্তু তার হাসিতে পুরো বাড়ি আলো হয়ে থাকে।

এইবারের ঈদ রমজানের ঈদ। সারা মাস রোজা রাখা, সেহরি খাওয়া, ইফতারের আয়োজন সহ সবকিছুতেই এক অন্যরকম ভালো লাগা ছিলো। এবার রামিশার সাথে প্রথম ঈদের সকালে ঘুম থেকে ওঠা, নতুন জামা পরানো, নামাজে যাওয়ার প্রস্তুতি নেওয়া এবং সব মিলিয়ে এক নতুন অভিজ্ঞতা। পুরো বাড়ি যেন আনন্দের বন্যায় ভাসছে।

আমাদের মেয়ের জন্য, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আর আপনাদের জন্যও রইলো শুভ কামনা! আপনাদের পরিবার যেন সুখে থাকে, শান্তিতে থাকে। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

আবারো ঈদ মোবারক!

টুনি বুড়ী ❤️
12/12/2024

টুনি বুড়ী ❤️

05/12/2024

আমাদের মেয়ে রুহাইবা ইসলাম খান (রামিশা) এখন ৬ মাসের। আলহামদুলিল্লাহ, ওর প্রথম দুটি দাঁত উঠেছে! মা-বাবার জন্য এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কী হতে পারে?

স্বাভাবিকভাবে যখন শিশুর বয়স ৬ মাসে পা দেয়, তখন থেকে ২৪ মাস পর্যন্ত ধীরে ধীরে দুধ দাঁত গজানো শুরু হয়। তবে অনেক সময় ৩ মাসের আগেও বা ১৪ মাসের পরে দাঁত উঠতে দেখা যায়। এই সময়ে শিশুর আচরণে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। নতুন দাঁত গজানোর সময় মাড়িতে যে চাপ পড়ে, তা শিশুর অস্বস্তির অন্যতম কারণ। এই চাপের ফলে আরাম পেতে শিশুর হাতের কাছে যা পায়, তা কামড়ে ধরার প্রবণতা দেখা যায়।

দাঁত সাধারণত রাতে বেশি বাড়ে, ফলে মাড়ির ফুলে ওঠা এবং ব্যথাও রাতে বেশি অনুভূত হয়। এই কারণেই শিশুরা রাতে বেশি বিরক্ত থাকে। অনেক সময় মাড়ির ব্যথা কানের ভেতর পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাই শিশুকে কানে হাত দিতে দেখা যায়। দাঁত ওঠার সময় মাড়ি কিছুটা লালচে বা ফোলা হয়ে যেতে পারে।

এখন একটু সহজভাবে সময় ধরে দাঁত ওঠার ক্রমটা বোঝার চেষ্টা করি:-

৬ মাস বয়স: নিচের মাড়ির সামনের দুটি দাঁত ওঠে।

৮ মাস বয়স: উপরের মাড়ির সামনের দুটি দাঁত ওঠে।

১০ মাস বয়স: উপরের এবং নিচের মাড়ির লেটারাল একটি করে দাঁত দেখা দেয়।

১৪ মাস বয়স: প্রথম মোলার দাঁত গজায়।

১৮ মাস বয়স: ক্যনাইন দাঁত দেখা যায়।

২৪ মাস বয়স: দ্বিতীয় মোলার দাঁত ওঠে।

এইভাবে ৬ থেকে ২৪ মাস বয়সের মধ্যে শিশুর মাড়িতে মোট ২৪টি দাঁত গজায়—উপরে ১২টি এবং নিচে ১২টি।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya & Ratul’s Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share