Sheik Ashik

Sheik Ashik Video Categories : Learn English, Motivational, Funny, Nature, Travel, Food & Personal.

সেপ্টেম্বর মাসের ১৮ দিন যাচ্ছে...আপনার পকেটে কত টাকা আছে?
18/09/2025

সেপ্টেম্বর মাসের ১৮ দিন যাচ্ছে...
আপনার পকেটে কত টাকা আছে?

17/09/2025

কারও পদোন্নতি হলে বা নতুন চাকরি পেলে আমরা দেখি শত শত অভিনন্দন ভেসে আসে—তিনশ, চারশ, এমনকি হাজারও কমেন্ট।
কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ যখন চাকরি চেয়ে পোস্ট করে, তখন তার পোস্টে একটা লাইকও পড়তে চায় না!

কেন এমন বৈষম্য?
অভিনন্দন দেওয়া সহজ—কেবল একটা কমেন্ট বা ইমোজি।
কিন্তু চাকরি খোঁজার পোস্টে সাহায্যের হাত বাড়ানো মানে দায়িত্ব নেওয়া, হয়তো একটু সময় দেওয়া।
আমরা সেখানেই পিছিয়ে যাই।

আসলে সমাজে এমন একটা মানসিকতা গড়ে উঠেছে—
✅ সাফল্য দেখানো মানে সম্মান পাওয়া।
❌ আর সাহায্য চাওয়া মানে দুর্বলতা প্রকাশ।

তবুও মনে রাখা দরকার—
একটা চাকরির তথ্য শেয়ার, একটা রেফারেন্স, কিংবা একটুখানি উৎসাহ—কারও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
শুধু অভিনন্দন নয়, প্রয়োজনে সহযোগিতার হাতও বাড়ানোই আসল মানবিকতা। ❤️
©Mosarof Hossain

একটা বয়স পর ছেলেদের জিজ্ঞাস করা হয় ‘কি চাকরি করেন’ আর মাসে কত কামান.!!🙂টাকা আছে যার সম্মান আছে তার।আপনার অনেক টাকা আছে ...
17/09/2025

একটা বয়স পর ছেলেদের জিজ্ঞাস করা হয় ‘কি চাকরি করেন’ আর মাসে কত কামান.!!🙂

টাকা আছে যার সম্মান আছে তার।
আপনার অনেক টাকা আছে এলাকায় তখন আপনাকে যেকোনো অনুষ্ঠানে ডাকবে, আপনারে সবাই সম্মান করবে।
মেয়ে জামাইদের মধ্যে আপনি বেশি টাকাওয়ালা, চেয়ারটা আপনার দিকেই আগে বাড়াই দিবে শশুড় বাড়ির লোকজন।
আত্নীয়স্বজনদের মধ্যে আপনিই বেশি টাকাওয়ালা আপনাকেই বেশি আধিখ্যাতা করবে।
ভাইদের মধ্যে আপনিই বেশি টাকাওয়ালা বাবা-মার মধ্যে আপনিই মধ্যেমণি।
এ সমাজ, সংস্কৃতি টাকার ওজনে সম্মান দেখায়।

17/09/2025

আঘাতই মানুষকে বড় হতে শেখায় ❤

17/09/2025

সত্যি করেই বলবেন!

আমরা কয়জন ই বা আমাদের পছন্দের চাকরি করছি?

চাকরি জিনিষ টা এমন, না থাকলে মনে হয় "যে কোনো একটা চাকরি হলেই হয়!" আর থাকলে মনে হয়- "কবে যে আরেকটা ভালো চাকরি পাবো?"

আমরা কয়জনই বা নিজেদের বর্তমান অবস্থান নিয়ে খুশি আছি? কয়জনই বা নিজেদের চাকরি নিয়ে খুশি আছি? বর্তমান চাকরির পাশাপাশি আমরা কি আরো বেটার অপরচুনিটি খুজছি না!! তাহলে আমরা কিসে খুশি?

সংগৃহীত

15/09/2025

এমনও সময় গিয়েছে নিজে টানটান অবস্থা নিজের চলাটাই মুশকিল, এমন অবস্থায়ও অন্যেকে অর্থ ধার দিয়েছি। এটা একটি সওয়াবের কাজ। লেনদেন যে ঠিক রাখে তাকে ধার দিতে কোনো সমস্যা হয় না, কিন্তু কিছু খাইস্ট্যা আছে।

ইসলামী দৃষ্টিতে টাকা ধার দেওয়া একটি সওয়াবের কাজ এবং এটিকে আল্লাহ্‌ তায়ালা ইবাদতের মধ্যে গণ্য করেছেন। তবে এখানে কিছু শর্ত মানা জরুরি।

১. ধার (কর্জ) দেওয়া ইসলামে কেমন

ইসলামে অন্যকে সাহায্যের উদ্দেশ্যে টাকা ধার দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ।

হাদীসে এসেছে:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন –
“যে ব্যক্তি কোনো মুসলমানকে একবার কর্জ দিল, সে যেন একবার সদকা করল; আর দুইবার কর্জ দিল, সে যেন দুইবার সদকা করল।” (ইবনে মাজাহ, হাদিস: ২৪৩০)

২. শর্তসমূহ

ধার দেওয়া অবশ্যই বিনা সুদে (রিবা ছাড়া) হতে হবে।

ধার নেওয়ার সময়কাল, ফেরত দেওয়ার পদ্ধতি স্পষ্টভাবে বলা উচিত।

কারো উপর চাপ সৃষ্টি করা যাবে না, বরং কুরআনে এসেছে –
“যদি কেউ কষ্টে থাকে, তবে তার সামর্থ্য না হওয়া পর্যন্ত অবকাশ দেওয়া উত্তম।” (সূরা আল-বাকারা ২:২৮০)

৩. ধার দেওয়া কেন উত্তম

সমাজে সহযোগিতা বাড়ে।

দরিদ্র মানুষের কষ্ট লাঘব হয়।

আল্লাহ্‌র কাছে এর প্রতিদান বহুগুণ বেশি।

৪. সতর্কতামূলক দিক

কারো কাছে ধার চাইলে যদি মনে হয় সে ফেরত দিতে পারবে না, তবে সুন্নত হলো তা সদকা করে দেওয়া।

সুদ নিয়ে ফেরত চাওয়া বা সুদে ধার দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।

👉 সংক্ষেপে: ইসলামী দৃষ্টিতে টাকা ধার দেওয়া হলো সওয়াবের কাজ, কিন্তু অবশ্যই সুদ ছাড়া এবং সাহায্যের নিয়তে হতে হবে।

15/09/2025

থাকার জায়গা নাই এক বেলা খাবার নাই শরীরে কাপড় নাই। আর তোমাদের কিনা চাহিদার শেষ নাই?
আলহামদুলিল্লাহ যেমন আছি আল্লাহ অনেক ভালো রেখেছেন।

“The first picture we took together is always special in our life.” 🌸
13/09/2025

“The first picture we took together is always special in our life.” 🌸

নাবিস্কো - বাটার কুকিজ বিস্কুট।বিস্কুটের টেস্ট ভালো। ছোটবেলায় সব জায়গায় পাওয়া যেতো। এখন সব জায়গায় পাওয়া যায় না। ১৭৫ গ্রা...
12/09/2025

নাবিস্কো - বাটার কুকিজ বিস্কুট।
বিস্কুটের টেস্ট ভালো। ছোটবেলায় সব জায়গায় পাওয়া যেতো। এখন সব জায়গায় পাওয়া যায় না।
১৭৫ গ্রাম ৩০ টাকা।

11/09/2025

যখন তুমি বউ তখন শাশুড়ি খারাপ,
আর যখন তুমি শাশুড়ি তখন বউ খারাপ।
যখন তুমি ননদ তখন ভাবি খারাপ,
যখন তুমি ভাবি তখন ননদ খারাপ।
নারীর এমন বহুরূপী আচরণে বহু পরিবার ধ্বংসের পথে।

10/09/2025

পুরুষ মানুষ যে কতবার চাকরি ছাড়তে চায়, এই যে অফিসে এত্ত এত্ত ঝামেলা, প্রেসারে মানসিক অবস্থা ও শারীরিক অবস্থা নাজেহাল হয়ে যায় যায় যারা প্রাইভেট জব করে থাকে। কতবার যে চাকরি ছাড়বে ছাড়বে বলে ছাড়ে না হিসাব ছাড়া। চাইলেই চাকরিটা ছাড়তে পারে না। বদ্ধ শিকলে বন্ধি, কারণ যে চাকুরি করতে অভ্যস্ত হয়ে গেছে একবার সে চাকুরি ছেড়ে কিভাবে জীবন যাপন করবে, কোথায় পাবে পরিবার, নিজেকে চালানোর টাকা? চাকরি করে কি কাজ করবে সে, যে দিকে চিন্তা করবে রিস্ক আর রিস্ক।
পরিবারের দিকে তাকিয়ে ও নিজে কিভাবে চলবে এটা ভেবে ভেবে সে চাকরি নামক জায়গা থেকে নিজেকে বের করে আনতে পারে না। হাজারো প্রেসার, ঝামেলা একটার পর একটা মুখ বুঝে সহ্য করে চাকরিটা আর ছাড়া হয়ে ওঠে না। এভাবেই দিন কাটে, রাত চলে যায়। সে ভাবে যদি আবার সেই ছোট হয়ে যেতে পারতাম! কিছু করার নাই, প্রকৃতির এই নিয়ম মেনে চলতেই হবে শেষ পর্যন্ত।

10/09/2025

হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ধারণ করা পি'পল এতো হয়ে গেলো কেনো?
৫ আগস্টের পরে যারা ছাত্রলীগ ধারণ করতো তারা ছাত্রদল হয়ে গেলো, আবার ডাকসুর ফলাফলের পর আবার অনেকই শিবির হয়ে গেলো। ব্যাপারটা বুঝলাম না!
মানে এদেশের পি'পলস সুবিধাবাদী।
শুভকামনা সাদিক কায়েম। পরিবর্তিত হোক সকল অনিয়ম, সুন্দর ও সুশৃঙ্খল হোক ছাত্র সমাজ, জনগণ, সিস্টেম ও মোদের দেশ।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Sheik Ashik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheik Ashik:

Share

Category