Adiba islam obri

Adiba islam obri “সম্মান অর্জন করতে হয়, তবে এটা কেউ তোমাকে দিতে বাধ্য নয়..

👉👉👉জার্মানি লতা (বৈজ্ঞানিক নাম: Paederia foetida) এর ৩০টি উপকারিতা ও ব্যবহারবিধি দেওয়া হলো, যেগুলো সকল মানুষের দৈনন্দিন ...
26/07/2025

👉👉👉জার্মানি লতা (বৈজ্ঞানিক নাম: Paederia foetida) এর ৩০টি উপকারিতা ও ব্যবহারবিধি দেওয়া হলো, যেগুলো সকল মানুষের দৈনন্দিন জীবনে উপকারী হতে পারে। 👇👇👇

👉👉জার্মানি লতার ৩০টি উপকারী টিপস ও ব্যবহারবিধি 👇👇

1. ✅ গ্যাস্ট্রিক কমায় – ৫-৬টি পাতা বেটে পানি দিয়ে খেলে পেটের গ্যাস দূর হয় 💨

2. 🥶 ঠান্ডা-কাশিতে উপকারী – পাতার রস গরম করে মধু মিশিয়ে খেলে কাশি কমে 🤧

3. 🐛 কৃমিনাশক হিসেবে কার্যকর – খালি পেটে পাতার রস খেলে পেটের কৃমি দূর হয়

4. 🩹 আঘাতের ব্যথায় আরাম – পাতা বেটে ব্যথার স্থানে লাগালে ব্যথা কমে যায়

5. 🩺 পেটের ব্যথা নিরাময়ে সহায়ক – পাতার রস গরম পানিতে মিশিয়ে খেলে উপকার মেলে

6. 💩 কবজি ভালো রাখে – নিয়মিত পাতার রস খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়

7. ⚡ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে – সকালে খালি পেটে ৫টি পাতার রস খেলে প্রেসার নিয়ন্ত্রণে থাকে

8. 🌱 বাতজ ব্যথায় উপকারী – পাতার তেল গরম করে মালিশ করলে আরাম পাওয়া যায়

9. 💧 পিত্তজনিত রোগে উপকারি – পাতা সিদ্ধ করে সেই পানি পান করলে পিত্তের সমস্যা কমে

10. 🤢 বমি বমি ভাব দূর করে – পাতার রস ও আদার রস মিশিয়ে খেলে বমি ভাব দূর হয়

11. 🍵 ডায়াবেটিসে সহায়ক – রোজ সকালে জার্মানি পাতার রস পান করলে সুগার নিয়ন্ত্রণে থাকে

12. 🧠 মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় – পাতার রস নিয়মিত খেলে একাগ্রতা বাড়ে

13. 🧴 চুল পড়া রোধ করে – পাতার রস মাথার ত্বকে লাগালে চুলের গোড়া মজবুত হয়

14. 🌿 দাঁতের মাড়ির রোগ সারায় – গরম পানিতে জার্মানি পাতার রস মিশিয়ে কুলি করলে উপকার হয়

15. 🤒 জ্বর নিরাময়ে সহায়ক – পাতা সিদ্ধ করে খেলে জ্বর কমে

16. 🥵 গরমে শরীর ঠান্ডা রাখে – পাতার রস ঠান্ডা পানিতে মিশিয়ে খেলে দেহ ঠান্ডা থাকে

17. 😮‍💨 শ্বাসকষ্টে উপকারী – পাতার রস মধু মিশিয়ে খেলে আরাম পাওয়া যায়

18. 💥 বিষক্রিয়া দূর করে – সাপ বা পোকামাকড় কামড়ালে পাতা বেটে লাগানো উপকারী

19. 🧼 চর্মরোগে ভালো কাজ করে – চুলকানি বা দাদে পাতার পেস্ট লাগানো যায়

20. 🤕 মাথাব্যথা উপশমে সহায়ক – পাতা বেটে কপালে লাগালে মাথাব্যথা কমে

21. 🍽️ ক্ষুধা বাড়ায় – পাতার রস খেলে খাওয়ার রুচি বাড়ে

22. 😴 ঘুম ভালো হয় – রাতে এক চামচ পাতার রস খেলে ভালো ঘুম হয়

23. 🧪 রক্ত শুদ্ধ করে – পাতার রস নিয়মিত খেলে রক্ত বিশুদ্ধ হয়

24. 🧬 ইমিউন সিস্টেম শক্তিশালী করে – সপ্তাহে ২ দিন রস খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে

25. 🦠 জীবাণুনাশক গুণ আছে – পাতা বেটে ঘায়ে লাগালে জীবাণু ধ্বংস হয়

26. 🧃 জুস বানিয়ে পান করলে উপকারী – পাতার রস ও লেবুর রস মিশিয়ে জুস তৈরি করা যায়

27. 🫗 ডায়রিয়াতে উপকার দেয় – পাতার রস ও চালের গুঁড়া মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়

28. 💦 শরীরের দূষিত পদার্থ বের করে – পাতার রস ডিটক্স হিসেবেও কাজ করে

29. 🧖‍♀️ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় – পাতা বেটে মুখে লাগালে ত্বক উজ্জ্বল হয়

30. 🍃 মাসিক অনিয়মে সহায়ক – জার্মানি পাতার রস ও তুলসী রস একসাথে খেলে উপকার হয়

24/07/2025

゚viralシ

21/07/2025

ইন্না-লিল্লাহ!
রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বি*ধ্ব*স্ত, সকলেই দোয়া করতে থাকুন🤲। আল্লাহ তুমি সহায় হও।

18/07/2025

゚viralシ

17/07/2025

ভাই বোন😍 ゚viralシ

শিশুরা বাগানের ফুলের মতো, তারা আমাদের জীবনে আনন্দ, সুখ এবং রঙ নিয়ে আসে।”
14/07/2025

শিশুরা বাগানের ফুলের মতো, তারা আমাদের জীবনে আনন্দ, সুখ এবং রঙ নিয়ে আসে।”

"মানুষের মধ্যে যে পশুত্ব লুকিয়ে আছে, তা কখনো কখনো সমাজের নিরবতায় প্রকাশ পায়।আমরা কী মানুষ হতে পেরেছি?নির্দোষের ওপর এই বর...
12/07/2025

"মানুষের মধ্যে যে পশুত্ব লুকিয়ে আছে, তা কখনো কখনো সমাজের নিরবতায় প্রকাশ পায়।
আমরা কী মানুষ হতে পেরেছি?
নির্দোষের ওপর এই বর্বরতা আর কতকাল চলবে?
একটি সচেতন সমাজ গড়তে হলে, আমাদের এখনই রুখে দাঁড়াতে হবে এই অমানবিকতা আর সহিংসতার বিরুদ্ধে।
মানবতা হোক আমাদের শক্তি, সহমর্মিতা হোক আমাদের ভাষা।
🙏 না বলি নিপীড়নকে, হ্যাঁ বলি মানবতাকে।"

#মানবতা #সচেতনতা #নিরাপত্তা

Good morning
10/07/2025

Good morning

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adiba islam obri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share