19/09/2025
অন্ধকার যত গভীর হোক না কেন, ভোরের আলো অবশ্যম্ভাবী।
দুঃখ যত প্রবল হোক, তার ভেতরেই লুকিয়ে থাকে এক অদেখা রহমত।
হৃদয় ভেঙে গেলে মানুষ আরও কোমল হয়ে যায়,
আর সেই কোমল হৃদয়েই দয়ার বীজ অঙ্কুরিত হয়।
তাই কষ্টকে ঘৃণা করবেন না,
কারণ কষ্টই শেখায় সহানুভূতি,
কষ্টই গড়ে তোলে সত্যিকারের মানুষ। 🌸