Ardhendu Shekhar Paul

Ardhendu Shekhar Paul Shekhar
MBA (JU)
B.Sc. Engineer (Textile). A dreamer. Fitness lover ❤️
(1)

🧑‍💻💪 অফিসে কাজ, কিন্তু ব্যায়ামও সম্ভব!“Introduce Workplace Exercises”অফিসে দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করলে শরীর ও মন – দুট...
24/06/2025

🧑‍💻💪 অফিসে কাজ, কিন্তু ব্যায়ামও সম্ভব!
“Introduce Workplace Exercises”

অফিসে দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করলে শরীর ও মন – দুটোই ক্লান্ত হয়ে পড়ে। তবে একটু সচেতন হলেই দিনব্যাপী শরীর চাঙ্গা রাখা সম্ভব!

📍 নিচের সহজ ও কার্যকর এক্সারসাইজগুলো অফিসেই করতে পারেন –
✔️ প্রতি ২ ঘণ্টা পরপর ২ মিনিটের স্ট্রেচ ব্রেক নিন। ঘাড়, হাত-পা, কোমর একটু নড়াচড়া দিন।
✔️ ডেস্কেই বসে শোল্ডার রোল, নেক রোটেশন, ক্যাফ রেইজ করুন। এতে স্ট্রেস কমে, ব্লাড সার্কুলেশন বাড়ে।
✔️ সম্ভব হলে স্ট্যান্ডিং ডেস্ক ব্যবহার করুন অথবা ওয়াকিং মিটিং চালু করুন — কাজও হবে, ফিটনেসও!

🟢 এইসব ছোট্ট অভ্যাস: – কর্মীদের মনোযোগ বাড়ায়
– ক্লান্তি কমায়
– পিঠ ও ঘাড় ব্যথার ঝুঁকি কমায়
– অফিস এনভায়রনমেন্টকে করে আরও হেলদি ও প্রোডাক্টিভ

💬 ছোট পরিবর্তনে আসুক বড় ফারাক।

আপনার অফিসে কি এমন এক্সারসাইজ কালচারের প্র‍্যাক্টিস হয় ?

📢 পোস্টটি শেয়ার করুন এবং সহকর্মীদের জানাতে ভুলবেন না!

শুভ সকাল!
23/06/2025

শুভ সকাল!

16/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

11/06/2025

☀️ প্রচণ্ড গরমে সতর্ক হোন! রোদ বা হিট স্ট্রোক থেকে বাঁচুন! 🧊

বাংলাদেশের তীব্র গরমে হিট স্ট্রোক একটি বাস্তব ও বিপজ্জনক স্বাস্থ্য সমস্যা। এটি শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে ঘটে, যা সময়মতো ব্যবস্থা না নিলে প্রাণঘাতীও হতে পারে।

📌 রোদ/হিট স্ট্রোকের লক্ষণগুলো কী?

মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া

শরীর খুব গরম হয়ে যাওয়া, ঘাম বন্ধ হয়ে যাওয়া

দ্রুত ও দুর্বল পালস

বমি ভাব বা বমি

চামড়া লাল হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া

🛡️ হিট স্ট্রোক থেকে বাঁচতে করণীয়
✅ ১. দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত রোদ এড়িয়ে চলুন
✅ ২. সূর্যের আলোতে বের হলে ছাতা বা টুপি ব্যবহার করুন
✅ ৩. হালকা, সুতির ও ঢিলা পোশাক পরুন
✅ ৪. বারবার পানি পান করুন — পিপাসা লাগার আগেই
✅ ৫. ঘাম ঝরানো কাজ বা এক্সারসাইজ সকালে বা বিকেলে করুন
✅ ৬. ডাবের পানি, লেবুর শরবত, ওরস্যালাইন ইত্যাদি গ্রহণ করুন
✅ ৭. বেশি সময় রোদে থাকলে ছায়ায় বিশ্রাম নিন
✅ ৮. কারও হিট স্ট্রোকের উপসর্গ দেখা দিলে দ্রুত ঠান্ডা স্থানে এনে পানি বা ওরস্যালাইন খাওয়ান এবং প্রয়োজনে হাসপাতালে নিয়ে যান।

🧠 সতর্ক থাকুন, সুস্থ থাকুন। নিজের সাথে প্রিয়জনের সুস্বাস্থ্যও রক্ষা করুন।
🔥 গরম থেকে সাবধান, জীবন বাঁচান!

📢 এই পোস্টটি শেয়ার করুন, যাতে আরও অনেকেই সচেতন হতে পারে।

#হিটস্ট্রোক #গরমে_সতর্কতা

Let's football!
10/06/2025

Let's football!

🍎 কর্মক্ষেত্রে সুস্বাস্থ্য শুরু হোক স্বাস্থ্যকর খাবার দিয়ে! 🥗কর্পোরেট জব করেন এমন কর্মীদের কর্মক্ষমতা, মনোযোগ ও মানসিক স...
05/06/2025

🍎 কর্মক্ষেত্রে সুস্বাস্থ্য শুরু হোক স্বাস্থ্যকর খাবার দিয়ে! 🥗

কর্পোরেট জব করেন এমন কর্মীদের কর্মক্ষমতা, মনোযোগ ও মানসিক স্বাস্থ্যের সঙ্গে খাদ্যাভ্যাসের গভীর সম্পর্ক রয়েছে। প্রতিদিনের খাবারে যদি ফল, সবজি ও ওমেগা-৩ যুক্ত খাবার রাখা যায়, তাহলে কর্মীদের স্ট্রেস হ্রাস ও ভালো মনোভাব বজায় রাখা সম্ভব।

✅ অফিসে স্বাস্থ্যকর স্ন্যাকস (ফল, বাদাম, প্রোটিন বার) রাখতে পারেন
✅ বাড়ি থেকে স্বাস্থ্যকর লাঞ্চ নিয়ে আসতে পারেন যদি কোম্পানি থেকে লান্স সরবরাহ না করা হয়
✅ রেজিস্টার্ড ডায়েটিশিয়ানদের দিয়ে আপনার জন্য কাসটোমাইসড ডায়েট প্লান করে নিতে পারেন
✅ সময়মতো খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন

একটা ছোট পরিবর্তন অনেক বড় ফল দিতে পারে!
চলুন, স্বাস্থ্যকর খাবার দিয়ে কর্মক্ষেত্রকে আরও উজ্জ্বল করি। 🌟

#স্বাস্থ্যকরখাবার #সুস্থকর্মজীবন

📢 ফিটনেস শুরু হোক পদক্ষেপ থেকে! 🏃‍♀️🏃‍♂️ফিটনেস শুরু করতে হলে প্রতিদিন এক মজার ও স্বাস্থ্যকর চ্যালেঞ্জ শুরু করতে পারেন, আ...
03/06/2025

📢 ফিটনেস শুরু হোক পদক্ষেপ থেকে! 🏃‍♀️🏃‍♂️

ফিটনেস শুরু করতে হলে প্রতিদিন এক মজার ও স্বাস্থ্যকর চ্যালেঞ্জ শুরু করতে পারেন, আর সেটা হলো— স্টেপ চ্যালেঞ্জ!

আপনার প্রতিদিনের হাঁটার স্টেপগুলো এখন হবে মোটিভেশনের উৎস! 🎯

✅ অফিসে সহকর্মীদের সাথে গড়ে তুলুন একটি বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা
✅ ট্র্যাক করুন আপনার প্রতিদিনের পদক্ষেপ স্মার্টফোন বা ফিটনেস ট্র্যাকার দিয়ে
✅ লক্ষ্য রাখুন ডেইলি স্টেপ টার্গেট
✅ টিম বানান, নিজেরা নিজেরা প্রতিযোগিতা করুন, পুরস্কার জিতুন, আর হয়ে উঠুন আরও ফিট ও একটিভ!

এই ছোট পদক্ষেপগুলোই হতে পারে আপনার বড় পরিবর্তনের শুরু!

#ফিটনেসশুরুহোক

🍹 অ্যালকোহল থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন! 🍃বাংলাদেশে অ্যালকোহল গ্রহণের প্রবণতা কম হলেও সাম্প্রতিককালে কিছু গোষ্ঠীর মধ্যে...
02/06/2025

🍹 অ্যালকোহল থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন! 🍃

বাংলাদেশে অ্যালকোহল গ্রহণের প্রবণতা কম হলেও সাম্প্রতিককালে কিছু গোষ্ঠীর মধ্যে এর ব্যবহার বাড়ছে।এমনকি যেকোনো উৎসবকে কেন্দ্র করে মাদকদ্রব্য গ্রহনের হার বাড়ছে। তবে অনেকেই জানেন না—নিয়মিত অ্যালকোহল গ্রহণ শরীরের ওপর কতটা বিরূপ প্রভাব ফেলে।

🔴 এটি লিভার, কিডনি, হৃদপিণ্ড এমনকি মস্তিষ্কের ক্ষতি করতে পারে।
🔴 মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এবং কর্মক্ষমতা কমিয়ে দেয়।
🔴 পারিবারিক ও সামাজিক সম্পর্কের অবনতি ঘটায়।

✅ অফিস বা কর্মস্থলে সহকর্মীদের মধ্যে সচেতনতা তৈরি করুন।
✅ অ্যালকোহল-মুক্ত জীবনযাপনকে উৎসাহিত করুন।
✅ জাতীয় স্বাস্থ্যসেবা ও সহায়ক সংগঠনগুলো থেকে পরামর্শ নেওয়ার পরামর্শ দিন।

শক্তি, স্বাস্থ্য ও সুস্থ জীবনের জন্য – চলুন একসাথে অ্যালকোহলমুক্ত জীবন বেছে নিই।

#সুস্থ_জীবন

একটু দম নিন… জীবনের গতি থামুক একটুখানি।অফিসের ব্যস্ততা, টার্গেটের চাপ, মিটিংয়ের দৌড়ঝাঁপ—সবকিছুতেই মানসিক চাপ লেগেই থাকে।...
27/05/2025

একটু দম নিন… জীবনের গতি থামুক একটুখানি।

অফিসের ব্যস্ততা, টার্গেটের চাপ, মিটিংয়ের দৌড়ঝাঁপ—সবকিছুতেই মানসিক চাপ লেগেই থাকে। কিন্তু একটা ছোট কাজ আপনাকে এনে দিতে পারে প্রশান্তি ও ফোকাস- শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম।

শ্বাস প্রশ্বাসের ব্যায়াম কীভাবে উপকার করে?
✅ মানসিক চাপ কমায়
✅ মনকে শান্ত করে
✅ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
✅ ঘুম ভালো হয়
✅ কাজের প্রতি মনোযোগ বাড়ায়

চেষ্টা করুন:
– এক মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন
– ৪ সেকেন্ড শ্বাস নিন, ৪ সেকেন্ড ধরে রাখুন, ৪ সেকেন্ডে ছাড়ুন – এইভাবে "বক্স ব্রিদিং" করুন
– কাজের মাঝেই একটু সময় বের করে এই ব্যায়াম করুন

দম নিন, দিনটা হোক আরও সুন্দর!

সুস্থ অফিস, সফল অফিস!হাত ধোয়া—একটি ছোট অভ্যাস, কিন্তু এর প্রভাব বিশাল!করোনাকাল আমাদের শিখিয়েছে, জীবাণু ছড়ানো রোধে নিয়মিত...
26/05/2025

সুস্থ অফিস, সফল অফিস!

হাত ধোয়া—একটি ছোট অভ্যাস, কিন্তু এর প্রভাব বিশাল!
করোনাকাল আমাদের শিখিয়েছে, জীবাণু ছড়ানো রোধে নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়া কতটা জরুরি। এখনো এই অভ্যাসটি ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ।

হাত ধোয়ার মাধ্যমে কী পাওয়া যায়?
✅ সর্দি-কাশি, জ্বরসহ অনেক অসুখ থেকে রক্ষা
✅ অফিসে রোগ ছড়ানো কমে
✅ নিজে যেমন সুস্থ থাকবেন, তেমনি সহকর্মীদেরও সুস্থ রাখবেন
✅ প্রোডাক্টিভিটি বাড়বে, কারণ অসুস্থতা কমবে

পরামর্শ:
– সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে
– খাবার আগে, টয়লেট ব্যবহারের পর এবং বাহির থেকে এসে অবশ্যই হাত ধুতে হবে
– অফিসে হাত ধোয়ার উপযোগী সাইনেজ লাগিয়ে সবার মাঝে সচেতনতা তৈরি করুন

স্মার্ট কর্মী মানে সচেতন কর্মী!

#ফিটকর্পোরেট

I got 20 reactions and comments on one of my posts last week! Thanks everyone for your support! 🎉
23/05/2025

I got 20 reactions and comments on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Ardhendu Shekhar Paul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ardhendu Shekhar Paul:

Share