Farhan Hasan

Farhan Hasan ~সৌন্দর্য চোখকে আকর্ষণ করে কিন্তু
ব্যক্তিত্ব হৃদয় কেড়ে নেয়... ✨🖤

জামাত নেতা মিয়া ভাই ছাতা ধরলে মির্জা ফখরুলের উপর,, আর শিবির সভাপতি জাহিদ ভাই ছাতা ধরলেন ছাত্র দল সভাপতির উপর! এটাই জামাত...
06/08/2025

জামাত নেতা মিয়া ভাই ছাতা ধরলে মির্জা ফখরুলের উপর,, আর শিবির সভাপতি জাহিদ ভাই ছাতা ধরলেন ছাত্র দল সভাপতির উপর!

এটাই জামাত - শিবির ❤️‍🩹

06/08/2025

হাসিনার ষড়যন্ত্র টিকিয়ে রাখতে বর্ণচোরার ভূমিকায় বাম সংগঠনগুলো!

শাহবাগে ম*ব সৃষ্টিকারী লামিয়া ইসলাম রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বিতর্কিত সভাপতি। ইতোপূর্বে প্রকাশ্যে সি*...
06/08/2025

শাহবাগে ম*ব সৃষ্টিকারী লামিয়া ইসলাম রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বিতর্কিত সভাপতি। ইতোপূর্বে প্রকাশ্যে সি*গারেট খাওয়ায় স্থানীয়রা তাকে গ্রেপ্তার করে পুলিশেও দিয়েছিল। শুধু তাই নয়, বিতর্কিত কর্মকাণ্ডের জন্য লামিয়া ইসলাম তার দল থেকেও বহিস্কার হয়েছিল একবার!

বিচারিক হত্যাকান্ডের স্বীকার ব্যক্তিদের ছবি সরায় দিবার পর আজকে শিবির এই বিবৃতিগুলো টানায় দিছে। শাহবাগী মবের বিরুদ্ধে র...
06/08/2025

বিচারিক হত্যাকান্ডের স্বীকার ব্যক্তিদের ছবি সরায় দিবার পর আজকে শিবির এই বিবৃতিগুলো টানায় দিছে। শাহবাগী মবের বিরুদ্ধে রিয়েকশনারি মুভ না দিয়ে স্মার্ট মুভ দিছে। গুড জব শিবির। এক রাতে পাশার দান ঘুরে গেছে। যে যাই বলুক হাসিনার তৈরি শাহবাগি ট্রায়ালের বিরুদ্ধে আওয়াজ তুলতেই হবে!

06/08/2025

বামরা এই জমিনের আজন্মশত্রু। ইসলাম, মুসলমান, ইসলামী মূল্যবোধ, কৃষ্টি-কালচারের প্রচার হোক—এটা তারা কখনোই চায় না। যারা এসব নিয়ে আওয়াজ তুলবে, তাদের ‘ডি-হিউম্যানাইজ’ করার বন্দোবস্ত করবে এই বাম সংগঠনগুলো। অথচ তাদের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস, হত্যাযজ্ঞের ইতিহাস।

রাশিয়া, চীন, কিউবার বাম রাজনীতির দর্শন যদি দেখেন, তাহলে দেখবেন—তারা যেমন অত্যাচার-নির্যাতন চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করেছে, তেমনি তাদের এই সন্ত্রাসী কার্যক্রমকে ‘ডিফেন্ড’ করার জন্য তৈরি করেছে নানা ‘মেকানিজম’। কয়েক মাস আগে মেঘমল্লার বসু লাইভে এসে ‘রেড টেরর’-এর ডাক দিয়েছে। এই সন্ত্রাসবাদীদের বাংলায় কোনো জায়গা হবে না। বাকশালের দালালদের বাংলায় কোনো ঠিকানা হবে না। এই স্লোগানে মুখরিত হোক ক্যাম্পাস, আবাসিক এলাকা ও সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গা।

‘রেড টেরর’-দের বিরুদ্ধে জিরো টলারেন্স। ****

মেঘ মোল্লার বামের আবরণে উ-গ্র হিন্দুত্ববাদী।শাপলার গণহ-ত্যার সাথে কালচারালি যুক্ত থাকায় তাকে বিচারের মুখোমুখি হতে হবে। ব...
05/08/2025

মেঘ মোল্লার বামের আবরণে উ-গ্র হিন্দুত্ববাদী।
শাপলার গণহ-ত্যার সাথে কালচারালি যুক্ত থাকায় তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

ব্রাহ্মণ্যবাদী জমিদারদের লাঠিয়ালের
শহীদ তিতুমীরের বাঙলায় ঠাই নাই!

আমাদের ৩ দিন ব্যাপী আয়োজনের ফটোফ্রেমগুলোর একটা অংশ নিয়ে কুতর্ক এবং মব সৃষ্টি করা হয়েছে। এই বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট...
05/08/2025

আমাদের ৩ দিন ব্যাপী আয়োজনের ফটোফ্রেমগুলোর একটা অংশ নিয়ে কুতর্ক এবং মব সৃষ্টি করা হয়েছে। এই বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট।

আমাদের জাতীয় ইতিহাসে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ গৌরবজনক অধ্যায়। বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধকে প্রথমবারের মতো প্রশ্নবিদ্ধ করেছে শাহবাগের পুর্বসূরীরা। ২য় দফায় ১৩ সালে শাহবাগ কায়েম করে আওয়ামীলীগকে ফ্যাসিবাদ বানায় এই শাহবাগ। শাহবাগ ও বাকশালের অপরাধীদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান জারি থাকবে।

হাসিনা গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনে গত বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুম সহ যত অপরাধ করেছে, তার প্রতিটিকেই আমরা উপস্থাপন করেছি। যেমন- শাপলা হত্যাকান্ড, সেনা অফিসার হত্যাকান্ড ইত্যাদি। একইসাথে শাহবাগের মবতান্ত্রিক ট্রাইব্যুনাল নাটকের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের বিষয়টিও তুলে ধরা হয়েছে। ফ্রেমের ছবিগুলোতে যেসব ব্যক্তিবর্গের ছবি ছিল, তারা বিচারিক হত্যাকান্ডের শিকার। এ বিষয়টি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য জাতীয় নেতারা বিভিন্ন সময় সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন।

কথিত বিচারে সাইদীর পক্ষে সাক্ষী দিতে আসা হিন্দু ব্যক্তিকেও গুম ও ভারতে পাচার করা হয়। মীর কাশেম আলীর মামলায় তার সন্তান ব্যারিস্টার আরমান আইনজীবী হিসেবে ভুমিকা রাখছিলেন। হাসিনার ফ্যাসিবাদী বাহিনী তাকেও গুম করে। চট্টলার সিংহ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকেও ওরা গুম করে।

সারা দুনিয়ার মানবাধিকার সংস্থা, পর্যবেক্ষক এবং যুদ্ধাপরাধ বিচারের এক্সপার্টরা সর্বসম্মত মত দিয়েছেন— এই বিচার সুষ্ঠু নয়, বরঞ্চ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশেষ করে, স্কাইপি কেলেঙ্কারির ঘটনা জাতির সামনে উন্মোচন করেছে— রায়গুলো ছিল ফরমায়েশি। এমনকি বিচারকরাও জানতেন, তাদের অপরাধ প্রমাণযোগ্য নয়।

সম্প্রতি Alliance for Witness Transparency— AWT নামক একটি বেসরকারি সংস্থা ট্রাইব্যুনাল নাটকের সাক্ষীদের স্বতঃস্ফূর্ত সাক্ষাৎকার প্রকাশ করছে। সেখানে সাক্ষীরা জানাচ্ছেন, তাদের জীবন নাশ ও পরিবারের সদস্যদের মেরে ফেলার ভয় দেখিয়ে ট্রাইব্যুনালে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো হয়েছে।

ফলে, বিচারের ইতিহাসে এমন নিকৃষ্টতম বিচারিক হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে ক্রিটিকাল থাকা, একে প্রশ্ন করার অধিকার সবারই থাকতে হবে। যেহেতু, বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপেই গুম, কেলেঙ্কারি, মিথ্যা সাক্ষ্য, আন্তর্জাতিক নীতিমালা ও সুষ্ঠু বিচারের তোয়াক্কা না করেই ফ্যাসিবাদী কায়দায় রায় প্রদান ও বাস্তবায়ন করা হয়েছে; সেহেতু এই বিচারিক হত্যাকান্ডের বিরুদ্ধে আমাদের ন্যায্য রাজনৈতিক অবস্থান জারি থাকবে।

শেখ হাসিনার বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা উৎপাদনকারীরা একাত্তরের পরে বাকশাল, ২০০৮ এর পরে ফ্যাসিবাদ, শাপলা গণহত্যা, সাঈদীর রায় পরবর্তী গণহত্যা এবং জুলাই গণহত্যাসহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের এনাবলার ও বৈধতা উৎপাদনকারী হিসেবে আজীবন চিহ্নিত থাকবে।

🗣️ এস এম ফরহাদ

কিছুক্ষন আগে খুনি হাসিনার দোসর বাম সংগঠনের কিট-পতঙ্গগুলো মব সৃষ্টি করে টিএসসিতে শাহবাগের শহীদদের ছবি ভ্যান্ডালাইজ করেছে।...
05/08/2025

কিছুক্ষন আগে খুনি হাসিনার দোসর বাম সংগঠনের কিট-পতঙ্গগুলো মব সৃষ্টি করে টিএসসিতে শাহবাগের শহীদদের ছবি ভ্যান্ডালাইজ করেছে।

হাসিনার প্রহসনের ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে হওয়া বিচারিক হত্যাকান্ডের মাধ্যমেই হাসিনা কুখ্যাত ফ্যাসিট হয়েছিলো। শুধু হাসিনা না এই হত্যাকান্ডে স্বয়ং ভারতও জড়িত হয়ে আমাদের উপর ফ্যাসিস্ট শাসন চাপিয়ে দিয়েছিলো। আজকে শাহা-মাগীরা সেই বিচারিক হত্যাকান্ডকে বৈধতা দিতে টিএসসিতে মব ক্রিয়েট করলো ছাত্রশিবিরের প্রদর্শনীতে।

ইন্টেরিম দ্রুত সময়ের মধ্যে এদের গ্রেফতার করুন, এরাই হাসিনার ন্যারেরিভকে জিইয়ে রেখে আবারো ফ্যাসিস্ট শাসন ও ভারতীয় আধিপত্যবাদকে চাপিয়ে দিতে চায়।

যেভাবে ১৭ বছর প্রকাশ রাজনীতি করতো কথিত প্রকাশ্যদল 🥴
05/08/2025

যেভাবে ১৭ বছর প্রকাশ রাজনীতি করতো কথিত প্রকাশ্যদল 🥴

04/08/2025

রাসেলের বেড প্রাটনার, শামীম ওসমানের বোন খ্যাত বিম্পির ত্যাগি নেতৃ রুমিন ফারহানা 🎀

হ ভাই,, সব তোরাই করছত! আর আমরা বইসা বইসা মুলা খাইছি।
04/08/2025

হ ভাই,, সব তোরাই করছত! আর আমরা বইসা বইসা মুলা খাইছি।

এই ইউনিক আইডিয়া শিবিরের?! 😮জুলাই বিপ্লবের উপর আয়োজিত কালচারাল ফেস্টের সবচেয়ে ইউনিক আইডিয়া কোনটি মনে হয়? আমার মতে বাংলাদে...
04/08/2025

এই ইউনিক আইডিয়া শিবিরের?! 😮
জুলাই বিপ্লবের উপর আয়োজিত কালচারাল ফেস্টের সবচেয়ে ইউনিক আইডিয়া কোনটি মনে হয়? আমার মতে বাংলাদেশের বিশাল ম্যাপ দিয়ে বিপ্লবের বিভিন্ন তথ্য উপস্থাপন করাটাই অসাধারণ এক আইডিয়া। এই আইডিয়া যদি শিবিরের মাথা থেকে বের হয় তাহলে আমি নিশ্চিত ভাবে বিশ্বাস করতে চাই নতুন এক সাংস্কৃতিক ডাইমেনশন তৈরি করার যোগ্যতা শিবির অর্জন করেছে। এখন আমাদের সবার দায়িত্ব শিবিরকে সার্বিক ভাবে সবদিক দিয়ে সাপোর্ট দেয়া। নতুন বাংলাদেশে নতুন এক শিবিরকে জাতি পেতে যাচ্ছে, তারা পারবে নতুন বাংলাদেশ গড়তে।

🗣️ পুস্পিতা'

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhan Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farhan Hasan:

Share