Campus Days

Campus Days Putting a smile on your face is our success. spread your happiness to others.

01/09/2025

কিছুদিন আগেও যখন ইউনিভার্সিটির লোগো লাগানো টি শার্ট পরে বাসায় যেতাম সবাই অনেক সম্মান আর ভালোবাসার নজরে তাকাতো। আর আজ দেশের ইউনিভার্সিটিগুলো এমন পর্যায়ে চলে এসেছে যে দেশের মানুষ এখন এদেরকে দেখলে ছি! ছি! করে। লোগো লাগানো টি শার্টতো দূরের কথা কিছুদিন পরে ইউনিভার্সিটির পরিচয় দিতেও স্টুডেন্টরা সংকোচ বোধ করবে।

বুয়েট পরিচয় দিলে বলবে...ও অটো রিক্সা বুয়েট?
ডিপ্লোমা পরিচয় দিলে বলবে,,, ও ডিব্বা ইঞ্জিনিয়ার?
রুয়েট,কুয়েট, চুয়েট,,,, ব্লা ব্লা ব্লা,,,, 😞

কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিলো? এই তো গত বছর জুলাইতেও দেখেছি বাংলাদেশের স্টুডেন্টরা কতটা একতাবদ্ধ ছিলো। এক ভাইয়ের বিপদে সবার মিলে ঝাপিয়ে পরতো।

আর আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে স্টুডেন্টদেরকে বহিরাগতরা মেরে আসে, অথচ আশে পাশের কোনো স্টুডেন্ট বা মানুষ কেউ আর হেল্প করতে আসে না।।।

আহা সোনালী অতীত 🙂😢

Shahed Talukdar
Department of Civil Engineering
DUET, Gazipur
4th Year

#বুয়েট

উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ ❌আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। ✅কাজী নজরুল ইসলাম  💓  #ডুয়েট  ...
01/09/2025

উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ ❌
আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। ✅

কাজী নজরুল ইসলাম 💓

#ডুয়েট #রুয়েট #কুয়েট #চুয়েট

31/08/2025

Happy Birthday DUET 💝

#ডুয়েট

সারা দেশে BUETism এর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো একমাত্র প্রতিষ্ঠান হলো DUET 💝....
31/08/2025

সারা দেশে BUETism এর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো একমাত্র প্রতিষ্ঠান হলো DUET 💝....

Congratulations DUET. 🫡🫡Champion- National Textile Olympiad 3.0Textile Quiz Competition at BUTEX (Junior Category)
30/08/2025

Congratulations DUET. 🫡🫡

Champion- National Textile Olympiad 3.0
Textile Quiz Competition at BUTEX (Junior Category)

ভাইরে ভাই তোদের শা*উয়া কয়ডা ? 😆😆     #বুকুচুরুয়েট
29/08/2025

ভাইরে ভাই তোদের শা*উয়া কয়ডা ? 😆😆

#বুকুচুরুয়েট

28/08/2025

যত চুলকানি সব ডুয়েটকে নিয়ে 🥱 ভাই চলে আসেন ডুয়েটে বিএসসিতে ভর্তি হন। আপনারা তো আবার তুখর মেধাবী আশা করি কোচিং ছাড়াই চ্যালচ্যালাইয়া ডুয়েটে চান্স পেয়ে যাবেন।

28/08/2025

আমেরিকার বিখ্যাত MIT থেকে শুরু করে পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় NUST এর পর্যন্ত বড় বড় সফলতা আছে। পাকিস্তানে AI টেকনোলজি নিয়ে কাজ করছে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা। এবং এটা ডেভেলপড করে সাম্প্রতিক সময়ে ভারতের সাথে যুদ্ধে AI প্রযুক্তি ব্যাবহার করে ব্যাপক সাফল্য পেয়েছে পাকিস্তান।

পুরো বিশ্বেই নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনী থেকে শুরু করে গবেষণা পরিক্ষা নিরীক্ষা এগুলো করে থাকে মুলত তাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো। সেখানের ছাত্রদের দিয়েই এগুলো করানো হয়।

ইরান শুধুমাত্র তার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মেধা আর গবেষণা কাজে লাগিয়েই শত শত বিজ্ঞানী তৈরী করছে। সেসব বিজ্ঞানীরাই ইরানের সমরাস্ত্র থেকে শুরু প্রযুক্তিখাত সব কিছু সামলাচ্ছে।

আর আমাদের আছে একটা বুয়েট। নামমাত্র কিছু গবেষণা, ইট বালু রড সিমেন্টের মান পরিক্ষা, আর পদ্মা সেতুতে এক প্রকার শ্রমিক ইঞ্জিনিয়ার হিসেবে চীন জাপানের রাশিয়ার চীফ ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করার অভিজ্ঞতাই তাদের সর্বোচ্চ সাফল্য। ব্যাটারী রিক্সাও বানিয়েছে একটা দেখলাম কিছুদিন আগে।

এগুলো বললেই তারা বলে কি জানেন? আমাদের সরকার কি দিয়েছে? বাজেট নেই গবেষণার, ভালো ল্যাব নেই, পরিক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি নাই, আধুনিক মেশিনপত্র নাই, কিচ্ছু নাই। তাহলে এগুলো নিয়ে আন্দোলন করেন না কেন? কখনো তো শুনি এগুলোর দাবী নিয়ে রাস্তা আটকাতে, প্রধানমন্ত্রীর বাস ভবন ঘেরাও করতে, পুলিশের সাথে মারামারি করতে!

এদের দাবি কেবল দু টাকার একটা চাকুরী যেন আল্লাহর ওয়াস্তে আমার জন্য বরাদ্দ থাকে। সারাজীবনে উদ্দেশ্য এই একটা চাকুরী। কিসের গবেষণা কিসের আবিস্কার কিসের বাল ছাল। বেড়ার ঘর থেকে উঠে আসা, দুই কিলোমিটার দূরে নদীর পারে বসে হাগু করা ছেলে বুয়েটে এসে টাইলস করা বাথরুমের হা*তে পারছে, এইতো তার জন্য অনেক। সে পাশ করে শুধু একবার একটা চাকুরী চায়। এরপর সরকারের ইঞ্জিনিয়ার হয়ে রডেল বদলে বাশ তো আছেই। আমার জানামতে বাংলাদেশের এমন একজন এক্স: ইঞ্জিনিয়ার নেই যে ঘুষ খায় না। একটাও নাই এমন। সবগুলো ঘুষখোর। ঘুষ ছাড়া কোন চীফ ইঞ্জিনিয়ার যেকোনো প্রজেক্টে একটা ইটের প্রস্তাবও করে না।

এদের আরও অর্জন আছে। অমুক তমুক ভাই ব্রাদার বিদেশে বড় বড় জায়ান্ট কোম্পানীতে চাকুরী করছে। আপনি ১০ জনকে হাতাইলে ৯ জনকেই পাবেন সেখানে আমাদের মানের চতুর্থ শ্রেনীর একটা কাজ সে পেয়েছে। গুগুলে চাকুরী করে। গুগুলে বাথরুম পরিস্কার করে নাকি সফটওয়ার ডেভেলপমেন্টে কাজ করে সেগুলো তো আর কেউ গিয়ে দেখে আসে না৷ সুতরাং গুগুল মাইক্রোসফটে চাকুরী করে৷ এটাই বড় সফলতা।

এই দেশ আগাবে তাহলে কাদের দিয়ে? এদের দিয়ে?৫৫ বছর ধরে তাই চলছে, যা এখন চলছে। আমাদের এখনো এমন একটা প্রতিষ্ঠিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখান থেকে ছেলেপেলে বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এসব নামমাত্র নামধারী তথাকথিত মেধাবীদের দিয়ে দেশের কোন উন্নয়ন হচ্ছে না। বরং ক্ষতি হচ্ছে। এদের পেছনে দেশের প্রতিটি মানুষের টাকা ব্যয় হচ্ছে। একজন রিক্সাওয়ালার পর্যন্ত এদের শিক্ষার পেছনে অবদান রাখছে। বিনিময়ে কি দিচ্ছে দেশকে?

রডের বদলে বাঁশ! এমনকি গুছিয়ে দুইটা কথা পর্যন্ত বলার জ্ঞান বুদ্ধি নাই। শুধু কথায় কথায় সে বুয়েটের ছাত্র। সে হেন, সে তেন। শুধু অহংকার আর অহংকার কত কি। আসলে তুই কি জানিস?

তুই একটা বা/ল। পলাশীর মোড়ে ৬০ টাকা প্লেটের ভাত আর উদ্যানে গিয়ে চেয়ে চুয়ে খাওয়া গাঞ্জার ধুয়াই তোর জীবন। মা*** এর * বুয়েট চু daস।🖕

Collected

দড়ি ধরে মারো টান ❌ রাজা হবে খান খান।।।❌ইঞ্জিনিয়ারিং চাকুরির পরীক্ষায় বুয়েট হলো এক স্বৈরাচারী প্রতিষ্ঠান।🗣️
28/08/2025

দড়ি ধরে মারো টান ❌ রাজা হবে খান খান।।।❌
ইঞ্জিনিয়ারিং চাকুরির পরীক্ষায় বুয়েট হলো এক স্বৈরাচারী প্রতিষ্ঠান।🗣️

জায়গামত দাবি পৌঁছে যাচ্ছে। খেলা জমে ক্ষীর।।
28/08/2025

জায়গামত দাবি পৌঁছে যাচ্ছে। খেলা জমে ক্ষীর।।

28/08/2025

ধন্যবাদ পেরিস্কোপকে এত সুন্দর বিশ্লেষণমূলক ভিডিও বানানোর জন্য।

28/08/2025

Sarjis ভাই আপনি সরাসরি দশম গ্রেডকে কোটা বলেছেন। আপনি আগে কোটার সজ্ঞা পড়ুন, ডিপ্লোমা কীভাবে দশম গ্রেড পেলো সেটা আগে জানুন। আপনি কি জানবেন! আপনিতো জামাই কোটাতে শশুড়কে বিচারপতি বানিয়েছেন।

Jamirul Jamil
Department of Civil Engineering
DUET, Gazipur
Final year

Address

Dhaka University Of Engineering & Technology
Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Campus Days posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share