01/09/2025
কিছুদিন আগেও যখন ইউনিভার্সিটির লোগো লাগানো টি শার্ট পরে বাসায় যেতাম সবাই অনেক সম্মান আর ভালোবাসার নজরে তাকাতো। আর আজ দেশের ইউনিভার্সিটিগুলো এমন পর্যায়ে চলে এসেছে যে দেশের মানুষ এখন এদেরকে দেখলে ছি! ছি! করে। লোগো লাগানো টি শার্টতো দূরের কথা কিছুদিন পরে ইউনিভার্সিটির পরিচয় দিতেও স্টুডেন্টরা সংকোচ বোধ করবে।
বুয়েট পরিচয় দিলে বলবে...ও অটো রিক্সা বুয়েট?
ডিপ্লোমা পরিচয় দিলে বলবে,,, ও ডিব্বা ইঞ্জিনিয়ার?
রুয়েট,কুয়েট, চুয়েট,,,, ব্লা ব্লা ব্লা,,,, 😞
কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিলো? এই তো গত বছর জুলাইতেও দেখেছি বাংলাদেশের স্টুডেন্টরা কতটা একতাবদ্ধ ছিলো। এক ভাইয়ের বিপদে সবার মিলে ঝাপিয়ে পরতো।
আর আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে স্টুডেন্টদেরকে বহিরাগতরা মেরে আসে, অথচ আশে পাশের কোনো স্টুডেন্ট বা মানুষ কেউ আর হেল্প করতে আসে না।।।
আহা সোনালী অতীত 🙂😢
Shahed Talukdar
Department of Civil Engineering
DUET, Gazipur
4th Year
#বুয়েট