Reduyan Jaki

Reduyan Jaki Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Reduyan Jaki, Digital creator, Gazipura, Gazipur.

মায়ের জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন নেই। কিন্তু মা কে নিয়ে কখনও কিছু বলা হয় না। আজকে ইচ্ছে হচ্ছে কিছু লিখি...🙂 মা,এই চর...
12/05/2024

মায়ের জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন নেই। কিন্তু মা কে নিয়ে কখনও কিছু বলা হয় না। আজকে ইচ্ছে হচ্ছে কিছু লিখি...🙂

মা,এই চরিত্রটা এত কঠিন,এত ভারী , মাকে না দেখলে হয়তো কখনও বুঝতেই পারতাম না। আজ মা দিবসে সবাই তাদের মাকে নিয়ে অনেক কিছু লিখবে। তবে আমি কিছু লিখতে গিয়ে ভাষা খুঁজে পাই না।কোথায় থেকে শুরু করবো...🙂

এই জীবনে তুমি কত কষ্ট পেয়েছো, অন্য কেউ হলে তাদের কোনো অস্তিত্ব-ই থাকতো না। আল্লাহ যেন আমার হায়াত দিয়ে হলেও তোমাকে সুস্থতার সহিত দীর্ঘায়ু দান করেন।
আজ বিশ্ব মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো...... ☺

I love you Ma...🥰☺

দিনগুলি মোর সোনার খাঁচায় রইলনা.....
10/05/2024

দিনগুলি মোর সোনার খাঁচায় রইলনা.....

14/04/2024

শুভ নববর্ষ ❤
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা।

শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে ...
নতুন বছর সকলের খুব ভালো কাটুক, সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক...❤️

#শুভনববর্ষ

দাদা নাতির ঈদ আনন্দ ♥️♥️♥️
13/04/2024

দাদা নাতির ঈদ আনন্দ ♥️♥️♥️

ঈদ মোবারক ♥️♥️♥️
12/04/2024

ঈদ মোবারক ♥️♥️♥️

আজ থেকে ৪ বছর আগে তুমি এসেছিলে  আমার কোল আলো করে।তখন ও বুঝতাম না মা হওয়ার অনুভূতি কি।।তুমি আমাকে বুঝাতে শিখিয়েছ, দায়িত্ব...
02/04/2024

আজ থেকে ৪ বছর আগে তুমি এসেছিলে আমার কোল আলো করে।তখন ও বুঝতাম না মা হওয়ার অনুভূতি কি।।তুমি আমাকে বুঝাতে শিখিয়েছ, দায়িত্ব নিতে শিখিয়েছ।আমাদের জীবনে এনেছ পূর্ণতা। বেধেঁছ সম্পর্কের অটুট বাধঁনে।এভাবেই আমাদের কে ভালবাসায় বেধেঁ রেখো সোনা।মানুষের মত মানুষ হও এই দোয়া করি।
💕💕শুভ জন্মদিন💓💓রাইফ সোনা 💕💕

01/04/2024

জীবনের অপ্রাপ্তি গুলোর হিসেব আমরা খুব পূঙ্খানুপুঙ্খ ভাবেই রেখে দেই। কেননা এ অপ্রাপ্তি গুলো আসেই মূলত আপন মানুষের কাছে থেকে! আপন কিংবা খুব কাছের মানুষ ছাড়া কেউ কারো কাছে কোনো প্রত্যাশা রাখে না। অনধিকার চর্চা করার অভ্যেস খুব কম মানুষেরই আছে।

আর এই প্রত্যাশা কখনো কখনো হতাশ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়! যে বা যারা আপনাকে বুঝবে না, তারা আপনাকে হতাশ করবেই। তারা আপনার আবেগ-অনুভূতির মূল্য দিবে না, আপনাকে সম্মান করবে না, ভালোবাসবে না।

আর জীবনে প্রাপ্তি আসে অনাঙ্ক্ষিত ভাবেই।
আর যার দরুন মানুষ প্রাপ্তির হিসাবের চাইতে অপ্রাপ্তির হিসেব বেশি করে। অধিকারে বাইরে গিয়ে কেউ কারো কাছে কোনো প্রত্যাশা রাখে না।

প্রাপ্তির চাইতে যখন অপ্রাপ্তির সংখ্যা বেশি হয়, মানুষ তখনই হতাশ হয়ে পড়ে! আর এই হতাশ কিন্তু আপন মানুষ কিংবা খুব কাছের মানুষগুলোই করে।

জীবন যখন চরম ভাবে হতাশাগ্রস্ত হয়, তখন কাছের মানুষগুলোও রূপ বদলায়! ধীরে ধীরে মানুষ যখন নিজেকে একা আবিষ্কার করে, তখন সে তার প্রাপ্তির হিসাব না কষে, অপ্রাপ্তি গুলো নিয়েই দুঃখ আর আফসোস করে!

01/04/2024

খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে।
অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও।

বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে।

অনেক ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুনীকে দেখেছি বয়স ৪০ এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে।
আবার অতি কুৎসিত মেয়েটির ও দেখেছি অত্যন্ত ভাল পার্টনার এসেছে জীবনে।

একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউজ ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে।
আবার অতি ব্যাক বেঞ্চার মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চুড়ায় উঠতে।

আসলে মানুষ এর জীবনে সুখ,সফলতা,ভাল পার্টনার, এসব কিছু কিন্তু সৌন্দর্য্য,মেধা,ভাল ক্যারিয়ার এসবের উপর নির্ভর করেনা।

একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে।
আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে।

বিসিএস হয়ে যাওয়া মানেই এইনা সেই সবচেয়ে সফল ব্যাক্তি,
সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এইনা সেই সবচেয়ে ভাল পার্টনার পাবে।
ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এইনা সেই সবচেয়ে ভাল চাকরী পাবে।

জীবনের এই প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই।
কিন্তু আমরা জানিনা এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই।

কারন আল্লাহপাকই সর্বোত্তম পরিকল্পনাকারী।

________

31/03/2024

"আমি টাকা জমাচ্ছি। যেদিন অনেক টাকা হবে, সময় কেনার মতো টাকা, সেদিন কিছু সময় কিনে নেবো। যারা প্রতি দিন, প্রতি মাস, প্রতি বছরে বলে যায়------- 'খুব ব্যস্ত' একদম সময় পাইনা কাজের চাপে মনে থাকেনা '---তাদের সে কেনা সময় ধার দেব। সময় কেনা হয়ে গেলে, আমি আবার টাকা জমাবো। এরপর কিনবো 'অজুহাত'। পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করবো। সময়ের অভাবে, অজুহাতের কারণে,কেউ যেন আর প্রিয় মানুষদের ভুলে না যায় ---- তাই অফুরন্ত সময় আর শূন্য অজুহাতের এক পৃথিবী বানাবো"

31/03/2024

যাকে ভালবাসো" তাঁকে বেঁচে থাকতেই ভালবাসো" আনন্দ দাও
কারন - তাজমহল পৃথিবীর সবাই দেখতে পেলেও মমতাজ দেখেযেতে পারেননি.....

19/03/2024

একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর BTV তে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিতো। এই বুঝি শেষ হলো, হার্টবিট বেড়ে যেতো।

অতঃপর হাসিমুখে উপস্থিত হতেন সুন্দরি উপস্থাপিকা।
আমন্ত্রণ জানাচ্ছি পূর্নদৈঘ্য বাংলা ছায়াছবি দেখার জন্য, আমাদের আজকের ছায়াছবি......... শ্রেষ্টাংশে.......!

বুক ধকধক করতো, উত্তেজনায় প্রায়ই ছবির নাম ভালোভাবে শুনতে পেতাম না!

শুক্রবার আসলেই সে কী ব্যস্ততা। চারপাশের সবাই ৩.০০ টার আগে কাজ শেষ করতেন। কারণ ৩.০০ টায় ছবি।
সোফায়, খাটে, চেয়ারে, ফ্লোরে সবাই অধীর আগ্রহ নিয়ে বেস সিনেমা দেখতাম। এলাকায় যাদের বাসায় টিভি থাকতো তাদের বাসায় সাজসাজ রব। অন্যরা সবাই আসবে, একসাথে টিভি দেখা হবে।
আর ৮:৩০ বেজে উঠার আগেই পুরো গ্রামের সবার খাওয়া শেষ।
উত্তেজনা, ভয় আর আনন্দের মিশ্রণে আলিফ লায়লার অপেক্ষা। বিজ্ঞাপন হচ্ছে তো হচ্ছে, আলিফ লায়লা শুরু হবার খবর নাই। ধৈর্য্য ধরতে ধরতে প্রায় ক্লান্ত হওয়ার পর শোনা যেতো সেই প্রিয় মিউজিক। শুরু হতে হতেই আবার বিজ্ঞাপন। just কাহিনীতে মনযোগ দিতে দিতেই আগামী পর্বে দেখবেন এত অল্প সময়। তবু আনন্দের শেষ নেই!

এখনও সব আছে কিন্তু আর বুকে কাঁপন তুলে না। সেই উপস্থাপিকা ও আছেন, হয়তো আজ তার লিপিস্টিক আরো কড়া হয়েছে। তিনি এখনও আমন্ত্রণ জানান, কিন্তু সেই আমন্ত্রণ কাউকে মনযোগী করে না। ছবি দেখার জন্য এখন কেউ শুক্রবারের অপেক্ষা করে না। এখনকার পিচ্চিরা হয়তো আলিফ লায়লার নামও জানেনা। একসাথে ৩০/৪০ জন মিলে টিভি দেখার কল্পনা ও করা যায় না।

শুক্রবার আসে, চলে যায়, সপ্তাহ ঘুরে আবার শুক্রবার আসে, কিন্তু শৈশব আমার হারিয়ে গেছে সব বদলে গেছে!

#সংগ্রহ

Address

Gazipura
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reduyan Jaki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share