26/07/2025
ভুল তথ্য দিয়ে গ্রাহক ঠকানোর অভিযোগ: “G.... Diamond” ফেসবুক পেজের নাম করে সাধারণ নাকফুল বিক্রি
সাম্প্রতিক সময়ে ফেসবুকে একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে যেখানে “....n Diamond” নামক একটি পেজ বিভিন্ন ডিজাইনের নাকফুল বিক্রি করছে। তাদের বিজ্ঞাপনে তারা দাবি করছে যে এই নাকফুলগুলোর দাম মাত্র ১,০০০ টাকা এর আশে পাশে এবং সেটির সঙ্গে উপহার হিসেবে আংটি ও আকর্ষণীয় প্যাকেজিংও দেওয়া হচ্ছে। সাথে রয়েছে ওয়ারেন্টি কার্ড, সহজ রিটার্ন এবং এক্সচেঞ্জ সুবিধা—যা অনেকের মনে ‘প্রিমিয়াম প্রোডাক্ট’ হওয়ার ধারণা তৈরি করছে।
কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। এই নাকফুলগুলো আদতে কোনো ডায়মন্ড বা দামী পাথরের তৈরি নয়, বরং সাধারণ ধাতুর তৈরি অতি সস্তা পণ্য যা স্থানীয় হকাররা ৩০-৪০ টাকার মধ্যেই বিক্রি করে থাকেন। “G.... Diamond” নাম ব্যবহার করে এবং প্রিমিয়াম বক্স ও সাজানো প্যাকেজিংয়ের মাধ্যমে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে। কত সহজেই মানুষকে কথার ফাকে বোকা বানানো যায়। ধোকা দেওয়া যায়।
এই ধরনের প্রচারণা সাধারণ মানুষকে ঠকানোর একটি কৌশল হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ভেবে নিচ্ছেন পণ্যটি দামি এবং আসল ডায়মন্ড কাটা নাকফুল, যদিও বিজ্ঞাপনে কোথাও সোজাসুজি বলা হয় না যে এটি ডায়মন্ড কাট কৃত্রিম পণ্য। বলা হচ্ছে G.... Diamond দিচ্ছে ১০০০ টাকায় তিনটা নোস পিন। আরো অনেক চটকদার এড, পেইড রিভিউ। ফলস্বরূপ, মানুষ ভুল তথ্যের শিকার হচ্ছে এবং নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে প্রতারিত হচ্ছে।
সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে সকল অনলাইন ব্যবহারকারীদের প্রতি—বিজ্ঞাপন দেখেই পণ্য কিনবেন না, আগে ভালোভাবে যাচাই করুন, রিভিউ পড়ুন এবং যতটা সম্ভব নির্ভরযোগ্য পেজ থেকে কেনাকাটা করুন।
✅ অনলাইনে কেনাকাটার আগে যাচাই করুন
✅ বিজ্ঞাপনে প্রভাবিত না হয়ে তথ্য জেনে নিন
✅ প্রতারণা থেকে সাবধান থাকুন।