Open Eyes Bangladesh

Open Eyes Bangladesh জ্ঞান গর্ভ, ভালো মন্দ, সখ সুখ,ঘুরিফিরি খাইদাই।

আকাশে মেঘের খেলা❤️
26/08/2025

আকাশে মেঘের খেলা❤️

সুন্দর সকাল।
29/07/2025

সুন্দর সকাল।

26/07/2025

ভুল তথ্য দিয়ে গ্রাহক ঠকানোর অভিযোগ: “G.... Diamond” ফেসবুক পেজের নাম করে সাধারণ নাকফুল বিক্রি
সাম্প্রতিক সময়ে ফেসবুকে একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে যেখানে “....n Diamond” নামক একটি পেজ বিভিন্ন ডিজাইনের নাকফুল বিক্রি করছে। তাদের বিজ্ঞাপনে তারা দাবি করছে যে এই নাকফুলগুলোর দাম মাত্র ১,০০০ টাকা এর আশে পাশে এবং সেটির সঙ্গে উপহার হিসেবে আংটি ও আকর্ষণীয় প্যাকেজিংও দেওয়া হচ্ছে। সাথে রয়েছে ওয়ারেন্টি কার্ড, সহজ রিটার্ন এবং এক্সচেঞ্জ সুবিধা—যা অনেকের মনে ‘প্রিমিয়াম প্রোডাক্ট’ হওয়ার ধারণা তৈরি করছে।

কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। এই নাকফুলগুলো আদতে কোনো ডায়মন্ড বা দামী পাথরের তৈরি নয়, বরং সাধারণ ধাতুর তৈরি অতি সস্তা পণ্য যা স্থানীয় হকাররা ৩০-৪০ টাকার মধ্যেই বিক্রি করে থাকেন। “G.... Diamond” নাম ব্যবহার করে এবং প্রিমিয়াম বক্স ও সাজানো প্যাকেজিংয়ের মাধ্যমে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে। কত সহজেই মানুষকে কথার ফাকে বোকা বানানো যায়। ধোকা দেওয়া যায়।

এই ধরনের প্রচারণা সাধারণ মানুষকে ঠকানোর একটি কৌশল হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ভেবে নিচ্ছেন পণ্যটি দামি এবং আসল ডায়মন্ড কাটা নাকফুল, যদিও বিজ্ঞাপনে কোথাও সোজাসুজি বলা হয় না যে এটি ডায়মন্ড কাট কৃত্রিম পণ্য। বলা হচ্ছে G.... Diamond দিচ্ছে ১০০০ টাকায় তিনটা নোস পিন। আরো অনেক চটকদার এড, পেইড রিভিউ। ফলস্বরূপ, মানুষ ভুল তথ্যের শিকার হচ্ছে এবং নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে প্রতারিত হচ্ছে।

সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে সকল অনলাইন ব্যবহারকারীদের প্রতি—বিজ্ঞাপন দেখেই পণ্য কিনবেন না, আগে ভালোভাবে যাচাই করুন, রিভিউ পড়ুন এবং যতটা সম্ভব নির্ভরযোগ্য পেজ থেকে কেনাকাটা করুন।

✅ অনলাইনে কেনাকাটার আগে যাচাই করুন
✅ বিজ্ঞাপনে প্রভাবিত না হয়ে তথ্য জেনে নিন
✅ প্রতারণা থেকে সাবধান থাকুন।

26/07/2025

শুভ সকাল
26/07/2025

শুভ সকাল

বুকের ভিতরটা ছিড়ে যাচ্ছে এই নিষ্পাপ শিশুদের কথা চিন্তা করে। কি অসহ্য যন্ত্রণাময় সনয়ের ভীতর দিয়ে যাচ্ছে যারা আহত। আর যারা...
22/07/2025

বুকের ভিতরটা ছিড়ে যাচ্ছে এই নিষ্পাপ শিশুদের কথা চিন্তা করে। কি অসহ্য যন্ত্রণাময় সনয়ের ভীতর দিয়ে যাচ্ছে যারা আহত। আর যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারে কিভাবে সময় পার করছে। যাদের লাশ সনাক্ত করা যায়নি তাদের লাশ শেষ পর্যন্ত তাদের পরিবার এর কাছে পৌছাবেতো। আল্লাহ যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে তুমি সান্ত্বনা দান করুন আর যারা জীবীত আছে তাদের কষ্ট লাঘব করে দিন। আপনার নির্দেশ এই তো হযরত ইব্রাহীম (আঃ) এর জন্য আগুনকে শীতল ও নিরাপদ করে দিয়েছিলেন। আপনি এই নিষ্পাপ শিশুদের যন্রনাও লাঘব করে দিন।
-আমিন

Address

Joydebpur
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Open Eyes Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share