Tahsin Ahmad

Tahsin Ahmad হে আল্লাহ্ আমাকে শাহাদাতের মৃত্যু দাও

07/06/2025

ঈদ মুবারাক 🐂🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! ❤️

আপনাকে ঈদুল আজহার শুভেচ্ছা।
আপনার ঈদ হোক আনন্দময় ও বরকতময়।

জীবনের পথে হাঁটতে হাঁটতে আবারও এক বছরের মাইলফলক পার করলাম। এই দিনটা আমার কাছে শুধু জন্ম নেওয়ার দিন নয়—এটা আমার জীবনের প্...
01/05/2025

জীবনের পথে হাঁটতে হাঁটতে আবারও এক বছরের মাইলফলক পার করলাম। এই দিনটা আমার কাছে শুধু জন্ম নেওয়ার দিন নয়—এটা আমার জীবনের প্রতিটি অধ্যায়ের, শেখার, হারানোর, পাওয়ার এবং বেড়ে ওঠার সাক্ষী।

পেছন ফিরে তাকালে দেখি—কত আনন্দ, কত কষ্ট, কত স্বপ্ন আর কত ভাঙা-গড়ার গল্প।
এই পৃথিবীতে আসা, বেঁচে থাকা, আর ভালোবাসার সুযোগ পাওয়াটা একটা আশীর্বাদ।
এই আশীর্বাদপূর্ণ জীবন ও প্রতিটি প্রিয় মুখের জন্য আজ গভীর কৃতজ্ঞতা জানাই।

সবার দোয়া, ভালোবাসা ও পাশে থাকার কারণেই এতদূর আসা সম্ভব হয়েছে।
বন্ধু, পরিবার, সহযাত্রী—তোমাদের ছাড়া এই পথচলা অসম্পূর্ণ।

এই নতুন বছরে চাই নিজেকে আরও ভালোভাবে চিনতে, মানুষ হিসেবে আরও পরিপূর্ণ হতে, এবং আশপাশের মানুষদের জন্য আরও ভালো কিছু করতে।

ভালো থাকুক সবাই। ভালোবাসা ছড়িয়ে পড়ুক আরও গভীর, আরও নিঃস্বার্থ হয়ে।

25/04/2025

আজকাল মানুষ ফেসবুক থেকে টাকা কামানোর ধান্দায় ভিডিও আর রিলসের পেছনে এমনভাবে ছুটছে, যেন জীবনের মানে শুধু ভাইরাল হওয়া। নিজের ব্যাক্তিত্ব, গোপনীয়তা—সব কিছু যেন বিসর্জন দিচ্ছে।

ঘুম থেকে উঠে ব্রাশ করছে, কী খাচ্ছে, কখন কোথায় যাচ্ছে—সবই যেন এখন পাবলিক কনটেন্ট। ব্যক্তিগত বলে কিছু আর থাকছে না।

ইদানিং ফেইসবুকে আসলে মনে হয় জ্ঞানী, বক্তা, উপদেষ্টাদের মাঝে বসবাস করছি।

আসলেই কি আমরা সোশ্যাল মিডিয়ায় জীবনের সুখ খুঁজছি, নাকি নিজের অস্তিত্ব হারাচ্ছি?

23/04/2025

ভারতের সেভেন সিস্টার্স একদিন ইসলামিক ভূমি হবে ইনশাআল্লাহ❤️

পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে আজ।  ক্যাম্পাসের সামনে পারভেজ তাঁর দুই বন্ধুকে নিয়ে শিঙাড়া খাচ্ছিল...
20/04/2025

পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে আজ।

ক্যাম্পাসের সামনে পারভেজ তাঁর দুই বন্ধুকে নিয়ে শিঙাড়া খাচ্ছিল। সেখানে দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়ে ছিলেন। তারা মনে করে ওরা তাদেরকে নিয়ে হাসাহাসি করছে।

তাই তারা কাউকে খবর দেয়। খুব সম্ভবত বয়ফ্রেন্ড হবে। ক্যাম্পাসের বাইরের তিনটা ছেলে এসে পারভেজদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন। কিন্তু ঐ তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে পারভেজ ক্যাম্পাস থেকে বের হতেই তাঁকে ছুড়িকাঘাত করে।

একটা ছুড়ির আঘাত ঠিক হৃদপিণ্ডের উপর পড়ে। এক ইঞ্চির একটা ক্ষত! মারা যায় পারভেজ। একেবারে তুচ্ছ একটা ঘটনায় খুন হয় ছেলেটা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ত সে।

পারভেজ যখন ইন্টারে পড়ত, ময়মনসিংহের টাউন হলের পাশেই একটা মেসে থাকত সে। রয়েল মিডিয়া কলেজের ছাত্র ছিল। কী হাসিখুশি নির্মল একটা ছেলে। সালাম দিয়েই যেন হেসে নুয়ে যেত! এই হাসিই তার জন্য কাল হলো!

এই হত্যা ক্ষমতা প্রদর্শনের হত্যা, দর্প প্রদর্শনের হত্যা। এই জঘন্যতম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন। ভিডিও ফুটেজ আছে, অসংখ্য প্রত্যক্ষদর্শীর সামনে সে খুন হয়েছে। এখনও খুনী কেন গ্রেফতার হয় নি?

সে ঢাবি, বুয়েটের ছাত্র না, তাই চুপ থাকবেন, এমন যেন না হয়। তার খুনের বিচারের দাবি তুলুন। আওয়াজ না তুললে বিচার হয় না এদেশে।

জাহিদুল ইসলাম পারভেজ, বাচ্চা একটা ছেলে! মানুষের জীবন, হত্যা এত সহজ ব্যাপার হয়ে গেল!

16/04/2025

আশুলিয়ার জামগড়ায় ১০/১২জন যাত্রী নিয়ে সড়কের পাশের ড্রেনে ডুবে গেলো লেগুনা

16/04/2025

ঢাকা বিমানবন্দরের কাছে নতুন আয়না ঘরের সন্ধান!

ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে কাছেই অবস্থিত একটি সামরিক ঘাঁটির প্রাচীর ভেঙে, তদন্তকারীরা একটি গোপন বন্দিশালার সন্ধান পেয়েছেন।
#আয়নাঘর

12/04/2025

ইতিহাস হয়ে থাকবে আজকের দিনটা ❤️

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Tahsin Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahsin Ahmad:

Share