29/10/2025
০৪ জন ভুয়া সাংবাদিক আটক প্রসঙ্গেঃ
গতকাল ২৮/১০/২০২৫ খ্রি: তারিখ রাত অনুমান ২১ঃ৩০ ঘটিকায় টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার কোয়ালিটি কুকিজ এন্ড বেকারিতে ০৪ জন ব্যক্তি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোক পরিচয় দিয়ে ফাস্টফুড ও বেকারির দোকানে কথিত অভিযান পরিচালনাকালে মালিক ও কর্মচারীদের সন্দেহ হয় এবং তাদের পরিচয় জানতে চাইলে তারা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । এই সময় মালিক ভূয়া সাংবাদিক বলে মনে করে আশেপাশের লোকজনকে ডাকাডাকি শুরু করলে পাশের দোকানদার ও ক্রেতারা এসে তাদের আটক করে এবং উত্তেজিত জনতার গণপিটুনির অংশকা থাকায় মালিক পক্ষ রাত ২১:৪৫ ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানা পুলিশকে জানাইলে এসআই/ সৈয়দ বায়েজিদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল উপস্থিত হইয়া তাদেরকে জনতার হাত থেকে উদ্ধার পূর্বক আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
*আটককৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয়*:-
১। মোঃ মজিবুর রহমান (৫৫), পিতা হাবিবুর রহমান, মাতা-আকলিমা, সাং-রাদারাডাঙ্গা, থানা-শালিকা, জেলা- মাগুরা। এ/পি সাং কোট বাড়ি, থানা- দক্ষিণ খান, ডিএমপি ঢাকা। ষ্টাফ রিপোর্টার, জীবন নিউজ ২৪ ডটকম ও জাতীয় সাংবাদিক সংস্থা।
২। মোক্তাদির রহমান জনি (২৮), পিতা- মোকসেদ, মাতা-রাহেলা খাতুন, সাং- কাঁজদহ, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা। এ/পি সাং আবদুল্লাহপুর কোর্ট বাড়ি, থানা- দক্ষিণ খান, ডি এমপি ঢাকা। রিপোর্টার জাতীয় সাংবাদিক সংস্থা।
৩। শিরিনা আক্তার (৩৭), স্বামী- রাশেদ কাজী, পিতা-আ: ছাত্তার, মাতা-মমতাজ বেগম, সাং- চরমানিকা, থানা - চরফ্যাশন, জেলা-ভোলা। এ/পি সাং- পূর্ব আরিচপুর, থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর। রিপোর্টার জনতার ক্রাইম।
৪। আঃ ছালাম (৫৮), পিতা- রফিক উল্লাহ, মাতা-খুদেজা বেগম, সাং- পশ্চিম পোয়া বড় বাড়ি, থানা- ফরিদগঞ্জ, জেলা -চাঁদপুর। এ/পি সাং নতুন বাজার চৌমাইত ঢালী বাড়ি, থানা- ভাটারা, ডিএমপি ঢাকা। রিপোর্টার পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার ফাউন্ডেশন।
*উদ্ধারকৃত মালামাল*-
ক) মাইক্রো ফোন ০১ টি।
খ) আইডি কার্ড ০৭ টি।
বর্তমানে টঙ্গী বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।