Sabuj green

Sabuj green এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দিবে
(6)

সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়েছি অফিসের উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ আকাশ ফেটে বৃষ্টি নামলো। চারপাশে শুধু পানির স্রোত। সামনের...
09/08/2025

সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়েছি অফিসের উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ আকাশ ফেটে বৃষ্টি নামলো। চারপাশে শুধু পানির স্রোত। সামনের রাস্তা ডুবে গেছে, পেছনের রাস্তা ডুবে গেছে। দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে আছি— না পারছি বাসায় ফিরতে, না পারছি অফিসে যেতে। যেন পুরো শহরটাই থমকে গেছে এই বৃষ্টির পানিতে

08/08/2025

ভাই ও বোনেরা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন

আপনাদেরকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছি যে আজ আমি নিজের অসুস্থ হয়ে পড়েছি সবাইকে দোয়া করবেন লাইক কমেন্ট করি পাশে থাকবেন ই...
08/08/2025

আপনাদেরকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছি যে আজ আমি নিজের অসুস্থ হয়ে পড়েছি সবাইকে দোয়া করবেন লাইক কমেন্ট করি পাশে থাকবেন ইনশাল্লাহ কথা বলতে খুব কষ্ট হয়

07/08/2025

আজকের লাইভের সবাইকে ৫ টা ১০ টা করে ফুলের ভালোবাসা দেওয়া হবে

একজন মা…কখনো সন্তানের মুখে হাঁসি ফুটাতে নিজের ক্ষুধা ভুলে যান।আজ সেই মা…ভাঙ্গা একটা তাল নিয়ে বসে আছেন,পেটে শুধুই খিদে আ...
07/08/2025

একজন মা…
কখনো সন্তানের মুখে হাঁসি ফুটাতে নিজের ক্ষুধা ভুলে যান।
আজ সেই মা…
ভাঙ্গা একটা তাল নিয়ে বসে আছেন,
পেটে শুধুই খিদে আর চোখে অশ্রু।
জীবনের এই শেষ বয়সে…
কে জানে, হয়তো একটু ভালোবাসার আশায় চেয়ে আছেন আমাদের দিকে।
শেষে লেখা ভেসে ওঠে: একটা শেয়ার করুন, যাতে এমন আর একজন মায়ের মুখেও হাসি ফোটে জীবনের শেষবেলায় এমন যেন আর কোনো মা উপেক্ষিত না থাকেন। 💔
#মায়েরকষ্ট #মানবতা #একটুউষ্ণতা #মানবিকতা #ভিডিওমেসেজ

আমি শুধুমাত্র নতুনদের মুখে হাসি ফুটানোর জন্য স্টার সেন্টার হয়েছি,তাদেরকে প্রতিনিয়ত লাইভে এসে আমি ফুলের ভালোবাসা দিয়ে থ...
07/08/2025

আমি শুধুমাত্র নতুনদের মুখে হাসি ফুটানোর জন্য স্টার সেন্টার হয়েছি,তাদেরকে প্রতিনিয়ত লাইভে এসে আমি ফুলের ভালোবাসা দিয়ে থাকি ফেসবুকে প্ল্যাটফর্মে নতুনদের পাশে থাকলে আপনি দ্রুতই উপরে উঠতে পারবেন তাই নতুনরা কমেন্ট বক্সে সারা দাও সবার সাথে সবাই যুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে

06/08/2025

আপনাকে প্রিন কমেন্টে রাখলে এখান থেকে বিনিমাম ৩০ থেকে ৪০ জন অ্যাক্টিভ বন্ধু নিতে পারবেন

অচেনা এক পথ ধরে হেঁটে যাচ্ছিলাম…পেছনে ফেরা যাচ্ছিল না… সামনে কোথায় যাচ্ছি, তাও জানি না।চারপাশে গা ছমছমে নীরবতা।হঠাৎ করে ...
06/08/2025

অচেনা এক পথ ধরে হেঁটে যাচ্ছিলাম…
পেছনে ফেরা যাচ্ছিল না… সামনে কোথায় যাচ্ছি, তাও জানি না।
চারপাশে গা ছমছমে নীরবতা।
হঠাৎ করে সামনে পড়লো এক ঘন জঙ্গল।
আমি থেমে গেলাম… কিন্তু কে জানতো, থেমে গেলেও বিপদ থামে না।
কিছু বুঝে ওঠার আগেই আমি জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম। জঙ্গলের ভেতরটা যেন আরেকটা দুনিয়া…
গাছের ফাঁকে ফাঁকে আলো এসে পড়ছিল…
কিন্তু আমার বুকের ভেতরটা অন্ধকার হয়ে যাচ্ছিল।
হঠাৎ চোখে পড়লো – কিছু দূরে দাঁড়িয়ে আছে একটা বাঘ!
ক্ষুধার্ত… রক্তচক্ষু… চোখে আগুন…
আমার দিকে তাকিয়ে আছে, যেন বলছে – ‘আজ তুইই আমার শিকার। আমি পেছাতে চাইলাম, কিন্তু পা যেন জমে গেল।
ভয়ের ঘাম মুখ বেয়ে গড়িয়ে পড়ছিল…
হঠাৎ একটা শুকনো ডাল ভেঙে গেল –
সেই শব্দে বাঘটা আরও হিংস্র হয়ে উঠলো!
আমি আর দেরি না করে দৌড় দিতে শুরু করলাম…
পিছনে বাঘের গর্জন, সামনে ঘন জঙ্গল।
প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছি…
হঠাৎ একটা গর্ত… আর আমি সোজা পড়ে গেলাম নিচে! চোখ খুলে দেখি – আমি একটা অদ্ভুত গুহার মধ্যে।
আশেপাশে অচেনা চিহ্ন, দেওয়ালে লেখা কিছু…
আর সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ মানুষ।
তিনি বললেন, 'তুমি এখানে চলে এসেছো কারণ তোমার জীবন পাল্টে যাবে আজ…'বাঘ ছিল পরীক্ষা… জঙ্গল ছিল রাস্তা… এখন তুমি ঠিক করবে –
তুমি নায়ক হবে নাকি শিকার হবে জীবনে অনেক সময় আমাদের সামনে ভয় এসে দাঁড়ায়…
কিন্তু মনে রাখো – ভয় পেছনে টানে, সাহস সামনে নিয়ে যায়।
আমি দৌড়াইনি শুধু বাঁচার জন্য…
আমি লড়েছিলাম নিজের গল্প লেখার জন্য।
আর সেই গল্প, আজ তুমি শুনলে।

06/08/2025

আমি আমার নতুন বন্ধুদের সহযোগিতার পাওয়ার কারণে আমি আজ হতে পেরেছি স্টার সেন্ডার ゚viralfbreelsfypシ゚viral

একসাথে কাজ করি, একসাথে স্বপ্ন দেখি। সেলাইয়ের মাঝে বাঁধা বন্ধুত্বের সুতো। দিন শেষে ক্লান্ত শরীর, কিন্তু মুখে হাসি  কারণ ...
06/08/2025

একসাথে কাজ করি, একসাথে স্বপ্ন দেখি। সেলাইয়ের মাঝে বাঁধা বন্ধুত্বের সুতো। দিন শেষে ক্লান্ত শরীর, কিন্তু মুখে হাসি কারণ পাশে আছে আমার মানুষগুলো। গার্মেন্টস শুধু একটা চাকরি না, এখানে জীবন গড়ে উঠেছে।

গার্মেন্টসের কাজটা সহজ না।টাইম, পরিশ্রম—সব দেই।কিন্তু কাজ শেষে যখন ফোন হাতে নিই,ফেসবুকেই দেখি নিজের একটা জগৎ।সময়ের মূল্য...
06/08/2025

গার্মেন্টসের কাজটা সহজ না।
টাইম, পরিশ্রম—সব দেই।
কিন্তু কাজ শেষে যখন ফোন হাতে নিই,
ফেসবুকেই দেখি নিজের একটা জগৎ।
সময়ের মূল্য বুঝি, তাই সময় নষ্ট না করে কাজে লাগাই!

সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাচ্ছি...হঠাৎ রাস্তায় চোখ পড়লো এক বৃদ্ধ লোকের উপর।বসা এক পাশে.. এক হাতে কিছুই নেই—কারণ ওনা...
05/08/2025

সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাচ্ছি...
হঠাৎ রাস্তায় চোখ পড়লো এক বৃদ্ধ লোকের উপর।
বসা এক পাশে.. এক হাতে কিছুই নেই—কারণ ওনার একটা হাতই নেই।
চোখেও আলো নেই.. দেখতেও পান না ঠিকমতো।
তবুও একচিলতে আশা নিয়ে বসে আছেন, কেউ হয়তো কিছু দেবে.. বৃদ্ধ লোকটির মুখ, কাঁপা কাঁপা হাত, সামনে রাখা একটি ভাঙা প্লাস্টিকের কৌটা।
"আমরা হয়তো ব্যস্ত জীবন নিয়ে ছুটছি,
কিন্তু এই মানুষটার কাছে একটা ছোট সহানুভূতি,
একটা সাহায্য হতে পারে জীবনের আশীর্
“আসুন, চোখে না দেখলেও হৃদয়ে দেখি।
সহানুভূতি ছড়িয়ে দিই।
কারণ ছোট একটা দান, কারো জন্য হতে পারে বিশাল ভরসা।

Address

Gazipur
1710

Telephone

+8801988056571

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabuj green posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabuj green:

Share

Category