06/08/2025
অচেনা এক পথ ধরে হেঁটে যাচ্ছিলাম…
পেছনে ফেরা যাচ্ছিল না… সামনে কোথায় যাচ্ছি, তাও জানি না।
চারপাশে গা ছমছমে নীরবতা।
হঠাৎ করে সামনে পড়লো এক ঘন জঙ্গল।
আমি থেমে গেলাম… কিন্তু কে জানতো, থেমে গেলেও বিপদ থামে না।
কিছু বুঝে ওঠার আগেই আমি জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম। জঙ্গলের ভেতরটা যেন আরেকটা দুনিয়া…
গাছের ফাঁকে ফাঁকে আলো এসে পড়ছিল…
কিন্তু আমার বুকের ভেতরটা অন্ধকার হয়ে যাচ্ছিল।
হঠাৎ চোখে পড়লো – কিছু দূরে দাঁড়িয়ে আছে একটা বাঘ!
ক্ষুধার্ত… রক্তচক্ষু… চোখে আগুন…
আমার দিকে তাকিয়ে আছে, যেন বলছে – ‘আজ তুইই আমার শিকার। আমি পেছাতে চাইলাম, কিন্তু পা যেন জমে গেল।
ভয়ের ঘাম মুখ বেয়ে গড়িয়ে পড়ছিল…
হঠাৎ একটা শুকনো ডাল ভেঙে গেল –
সেই শব্দে বাঘটা আরও হিংস্র হয়ে উঠলো!
আমি আর দেরি না করে দৌড় দিতে শুরু করলাম…
পিছনে বাঘের গর্জন, সামনে ঘন জঙ্গল।
প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছি…
হঠাৎ একটা গর্ত… আর আমি সোজা পড়ে গেলাম নিচে! চোখ খুলে দেখি – আমি একটা অদ্ভুত গুহার মধ্যে।
আশেপাশে অচেনা চিহ্ন, দেওয়ালে লেখা কিছু…
আর সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ মানুষ।
তিনি বললেন, 'তুমি এখানে চলে এসেছো কারণ তোমার জীবন পাল্টে যাবে আজ…'বাঘ ছিল পরীক্ষা… জঙ্গল ছিল রাস্তা… এখন তুমি ঠিক করবে –
তুমি নায়ক হবে নাকি শিকার হবে জীবনে অনেক সময় আমাদের সামনে ভয় এসে দাঁড়ায়…
কিন্তু মনে রাখো – ভয় পেছনে টানে, সাহস সামনে নিয়ে যায়।
আমি দৌড়াইনি শুধু বাঁচার জন্য…
আমি লড়েছিলাম নিজের গল্প লেখার জন্য।
আর সেই গল্প, আজ তুমি শুনলে।