cnnecting Dots

cnnecting Dots মিশন সফলতা

10/05/2024

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।

আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামী। তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ। ভুল হল সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে।

ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে।

আপনার ভুলগুলিকে আপনাকে নিচে নামাতে দেবেন না। এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে। আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে!
Collected

10/05/2024

-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়।
-কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।
#গল্পের_হিতোপদেশঃ
৩য় ব্যাক্তি হতে সাবধান

09/05/2024

শিমুল
আমি তোমাকে ভালোবাসতে চাই l তোমার মায়ায় এই দেহ পোড়াতে চাই l সর্বকালের সুখীমানুষ হতে চাই...
আমি তোমাকে হাত বাড়িয়ে ছুঁতে চাই l আমার উন্মাদ চিত্ত দিয়ে সহস্রবার তোমার ওই বক্ষ স্থল স্পর্শ করতে চাই l

আমি তোমার সেই ভালোবাসা হইতে চাই...
তুমি যত শুনিয়াছ সেই অতীত কাহিনী কিংবা প্রাচীন প্রেমের ব্যাথা হয়তো
অতি পুরাতন বিরহ মিলন কথা
আমি সেই প্রেম, ধ্রুব তারকা, তিমির রজনী মূর্তি বেশে তোমাতেই বিরাজ করিতে চাই l

আমি আসিয়াছি সেই প্রাচীন স্রোতে ভেসে.....
অনন্তকালের প্রেম ভালবাসা হতে।
ক্রোর প্রেমিকার মাঝে বিরহ বিধুর আঁখি জল মিলন মধুর লাজ হতে।
আমি আসিয়াছি নতুন সাজে তোমার সেই পুরাতন প্রেম হতে।
সমস্ত সুখ, সমস্ত দুঃখ, সমস্ত প্রাণের বন্ধন নিয়ে চির দিবসের প্রেম হতে l

যেন আমারই মাঝে তোমার প্রেম পুরনো সুর ,স্মৃতি
যেন আসিয়াছি তোমারি মাঝে অনন্তকালের মায়ার অদৃশ্য টান হতে l
ইতি তোমার পারুল

যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার ...
08/05/2024

যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।
—ডঃ লুৎফর রহমান।
যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে,আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে,তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।
– সক্রেটিস
যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই আল্লাহর বিশ্বাসী হবে।
—ফ্রান্সিস বেকন।
স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে; তাই হলো শিক্ষা॥ ”
—অ্যালবার্ট আইনস্টাইন।
যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না।
– অ্যালবার্ট আইনস্টাইন
জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।

07/05/2024

ব্যাক্তিত্বে যে কাপড় ম্যাচ করেনা সেটা পড়া হলো আহাম্মক আচরন

07/05/2024

আমরা জীবনের সবচেয়ে বড় ভুল করি এটার চেয়ে বেটার খুঁজতে গিয়ে।
সো জীবনে ভালো কিছু পেয়ে গেলে সেখানটাতেই নিজেকে লক করে দেয়া উচিত❤️😊

07/05/2024

-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়।
-কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।
৩য় ব্যাক্তি হতে সাবধান🧘‍♂️

Address

Gazipur
1704

Website

Alerts

Be the first to know and let us send you an email when cnnecting Dots posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to cnnecting Dots:

Share