Siddiq Bhai

Siddiq Bhai "সৌন্দর্যের আলাদা কোনো রং বা কালার নেই,
আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর 🔥❤️"

ইনি নাকি বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ এই জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে" আমার অবুঝ মন জানতে চাই এমন হাফলেডিস মা...
31/07/2025

ইনি নাকি বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ এই জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে" আমার অবুঝ মন জানতে চাই এমন হাফলেডিস মার্কা একটা ছেলে মানুষ কিভাবে বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ হয়?আমি অবাক হচ্ছি উনি কোন দিক থেকে সুদর্শন বাংলাদেশের মানুষের রুচির এত অবনতি

গা'জার একজন বাবা ছবিটা পোস্ট দিয়ে লেখেন—দেখো, রুটিগুলো বালিশের নিচে লুকিয়ে রেখেছি, যেন বাচ্চারা ভাগের অতিরিক্ত খেয়ে না ফ...
31/07/2025

গা'জার একজন বাবা ছবিটা পোস্ট দিয়ে লেখেন—
দেখো, রুটিগুলো বালিশের নিচে লুকিয়ে রেখেছি, যেন বাচ্চারা ভাগের অতিরিক্ত খেয়ে না ফেলে। যু*দ্ধের আগে বাচ্চারা না খেতে চাইলে রাগ করতাম, মা*রতাম। এখন খেতে চাইলে মা*রি!

ওহে বিশ্ববাসী, তোমরা কেউ বাবা হয়েছো? তোমরা কী জানো, সন্তানের মুখের খাবার ছিনিয়ে নেয়ার যন্ত্রণা কেমন হয়!?

আপনার চোখটা হালকা বন্ধ করুন কি দেখলেন 😳
30/07/2025

আপনার চোখটা হালকা বন্ধ করুন কি দেখলেন 😳

-No Wife issue!✅-No drugs Issue!✅-No Political Issue!✅-No unnecessary aggression!✅-Zero controversy in 10year's long car...
29/07/2025

-No Wife issue!✅
-No drugs Issue!✅
-No Political Issue!✅
-No unnecessary aggression!✅
-Zero controversy in 10year's long career!✅

Mustafizur Rahman One of the most Humble player in Cricket World!🇧🇩

গাজীপুর  মহানগরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ড্রেনে পড়ে গিয়ে ফারিয়া তাসনিম জ্যোতি (২৪) নামের এক তরুণী নিখোঁজ হয়েছ...
29/07/2025

গাজীপুর মহানগরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ড্রেনে পড়ে গিয়ে ফারিয়া তাসনিম জ্যোতি (২৪) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। গতকাল রবিবার (২৮ জুলাই ২০২৫) রাত ৮টার দিকে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা জেলায় বাড়ি। বর্তমানে হোসেন মার্কেট এলাকায় বাস করতেন এবং একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার সময় তিনি ওষুধ সরবরাহের কাজে টঙ্গী মেডিকেলের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

27/07/2025
24/07/2025

Miqat Masjid Yalamlam
مسجد ميقات يلملم

22/07/2025

ডিজিএফআই থেকে যারা মাসিক ভাতা নেন তাদের একটা তালিকায় এই মালের নাম দেখে অবাক হয়েছিলাম৷ আজকে কচুক্ষেতির আসল পরিচয় পেলাম৷ বয়কট #কচুক্ষেতি৷

22/07/2025

জুলাই ২০২৪ঃ পানি লাগবে কারো ?পানি?💧💔

জুলাই ২০২৫ঃরক্ত লাগবে কারো ? রক্ত?🩸💔
😭🙏🥺

উনি চেষ্টা করেছিলেন। সত্যি করেই করেছিলেন। জানতেন নিচে একটা স্কুল আছে, জানতেন চারপাশে শিশুরা রয়েছে। তাই তিনি ইজেক্ট করেনি...
21/07/2025

উনি চেষ্টা করেছিলেন। সত্যি করেই করেছিলেন। জানতেন নিচে একটা স্কুল আছে, জানতেন চারপাশে শিশুরা রয়েছে। তাই তিনি ইজেক্ট করেনি। শেষ মুহূর্ত পর্যন্ত উনি চেষ্টা করে গেছেন—জেটটি সরিয়ে নিতে, অন্য কোথাও নিয়ে যেতে। উনি নিজের সবটা দিয়ে চেষ্টা করেছেন। আর শেষ পর্যন্ত, উনি জেটের সঙ্গেই ধ্বংস হয়ে গেছেন।

কারও ওপর দোষ দিতে হলে, দাও তাদের ওপর—
যারা এই সিদ্ধান্ত নিয়েছিল যে, শহরের সবচেয়ে ব্যস্ত এলাকাগুলোর ওপর দিয়ে যুদ্ধবিমান ওড়ানো একটা বুদ্ধিমানের কাজ।

উনি বিদায় নিয়েছে একজন নায়ক হয়ে।
আপনাকে স্যালুট, ভাই। 🤍

বাংলাদেশে কিছু হলেই, সেটা নিয়ে ব্যবসা শুরু হয়ে যায়।উত্তরা-উত্তর মেট্রোর নিচে থেকে মু্যুর আলি মেডিকেল যেতে রিকশাওয়ালারা ...
21/07/2025

বাংলাদেশে কিছু হলেই, সেটা নিয়ে ব্যবসা শুরু হয়ে যায়।

উত্তরা-উত্তর মেট্রোর নিচে থেকে মু্যুর আলি মেডিকেল যেতে রিকশাওয়ালারা ৩০-৪০ টাকার রিক্সা ভাড়া ১০০ টাকা চাচ্ছে,না হলে যাবে না। মাইলস্টোন কলেজ থেকে আধুনিক হসপিটাল - CNG ভাড়া 1000 টাকা।

আবার একটা ভিডিও তে দেখলাম একটা শিশুকে কোলে নিয়ে একজন গাড়ির জন্য ঘুরতেসে, প্রাইভেটকার ওয়ালা গাড়ি টা থামালোই না।

Address

Joydevpur
Gazipur
2700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddiq Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share