Rafat's Online Class Room

Rafat's Online Class Room শুধু মাএ পলিটেকনিক ও ডুয়েট এডমিশন ছাত্র ছাত্রী দের ক্লাস নেওয়া হয়। ডুয়েটিয়ান দ্বারা পরিচালিত।

ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় ইনফরমেশন :-* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।* ১০০০ টি ইটে = ১১১.১১ cft...
22/11/2024

ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় ইনফরমেশন :-
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।

ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
*
গাথুনী এবং প্লাস্টারের হিসাব
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)

===================================
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টা
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক. বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….
11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি
12. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।
17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।
19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার
21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।
22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি
29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি
30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।

10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -Kin
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয় ………
এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 532.5 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে .

সিভিল ইঞ্জিনিয়ারদের জানা খুবই জরুরী।প্রয়োজন মনে করলে টাইমলানে রেখে দিন ❤️-----------------------------------------------...
05/11/2024

সিভিল ইঞ্জিনিয়ারদের জানা খুবই জরুরী।
প্রয়োজন মনে করলে টাইমলানে রেখে দিন ❤️
-----------------------------------------------------------------------
1. High strength steel এর সাথে কি ধরনের concrete ব্যবহার করতে হয়।
উত্তরঃ High strength steel এর সাথে high strength concrete ব্যবহার করা হয়।

2. Water cement ratio কি?
উত্তরঃ Water ও Cement-এর অনুপাতকে Water cement ratio বলে।

3. Water cement ratio পরিমাণ সাধারণত কত?
উত্তরঃ Water cement ratio মান 0.4 হতে 0.5

4. ওয়াটার সিমেন্ট রেশিও কি ভাবে বাহির করা হয়?
উত্তরঃ Ratio = কনক্রিট এর মিশ্রিত পানির ওজন /সমপরিমাণ কনক্রিট এ সিমেন্ট এর ওজন =0.5

5. কংক্রিট মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে কি করতে হবে?
উত্তরঃ Water cement ratio ঠিক রাখার জন্য cement মিক্সিং করে কংক্রিটরে ঢালাই উপযোগী করতে হবে।

6. Slump Cone এর সাইজ কত?
উত্তরঃ Slump Cone এর উপরের মাথা 4" নীচের মাথা ৪" এবং উচ্চতা 12"

7. Cylinder-এর সাইজ কত?
উত্তরঃ Cylinder-এর সাইজ দুই ধরণের হয়ে থাকে:- (ক) 6" ডায়া 12" লম্বা। (পূর্বের সাইজ) (খ) 4" ডায়া ৪" লম্বা। (বর্তমানে ব্যবহার করা হয়)

8. Rod test-এর sample কিভাবে পাঠাতে হবে?
উত্তরঃ এক মিটার লম্বা একই ডায়ার ৩ টা রড কেঁটে পাঠাতে হবে।

9. সিমেন্টের বিভিন্ন পরীক্ষা গুলি কি কি?
উত্তরঃ সিমেন্টের অনেক পরীক্ষা করা যায় যেমনঃ- (1) Compressive strength
(2) Bonding strength, (3) Initial setting time (4) Final setting time
(5) Finess test etc.

10. ACI code অনুযায়ী দুইটি রডের মধ্যে দূরত্ব Slab-এর ক্ষেত্রে কত হতে পারে?
উঃ Slab বা ছাদের thickness-এর দ্বিগুনের সমান অথর ক্ষেত্রে কত এর জন্য 10" দূরত্বে ব্যবহার করা যেতে পারে।

11. কোন কাজে কিউরিং Period কত?
উত্তরঃ (ক) আর.সি.সি কাজের জন্য কমপক্ষে ২৮ দিন কিউরিং করলে ভালে হয়।
(খ) Brick wall এর জন্য 07 দিন।
(গ) Plastering এর জন্য 07 দিন।

Copy from : Engr sharif khan joy

28/09/2024

Centre of Gravity || class 03|| Job + Admission

27/09/2024

Centre of Gravity || Class 02 || Civil Department

26/09/2024

centre of Gravity || 1st Class || Job + DUET Admission

16/07/2024
DUET এ চলছে কোটা সংস্কার আন্দোলন।
10/07/2024

DUET এ চলছে কোটা সংস্কার আন্দোলন।

09/07/2024

আগামীকাল সকাল ৬.৩০ থেকে অফলাইন ফ্রি ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।

আগামী ১০,১৩,১৫ তারিখ সকাল ৬.০০ টা থেকে শুরু হবে সিভিল  ডিপার্টমেন্ট পার্টের ফ্রি ক্লাস। লোকেশন : আব্দুল সাত্তার সরনি মসজ...
08/07/2024

আগামী ১০,১৩,১৫ তারিখ সকাল ৬.০০ টা থেকে শুরু হবে সিভিল ডিপার্টমেন্ট পার্টের ফ্রি ক্লাস।
লোকেশন : আব্দুল সাত্তার সরনি মসজিস সংলগ্ন।
যোগাযোগ : 01787308917

DUET Admission Department syllabus 2022-2023
07/07/2024

DUET Admission Department syllabus 2022-2023

Address

DUET
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafat's Online Class Room posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share