29/09/2023
দ্রৌপদী আগুন দিয়ে তৈরি হয়েছিলেন| সেই জন্য তাঁর তেজে গোটা কৌরব বংশ জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছিল| সত্যি কি অগ্নি থেকে নির্গত অগ্নিকন্যা? নাকি তাঁকে তৈরি করা হয়েছিল সাহস আর ক্ষমতার মিশেলে| এমন এক নারী যে সমাজের নীতি নির্ধারকদের চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে! সীতার মত স্বামীর সিদ্ধান্ত মেনে নিয়ে চোখের জল ফেলে না... প্রতিবাদ করে| সমাজের চোখে চোখ রেখে সবার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, দ্যুতক্রীড়ায় আমাকে পণ রাখার অধিকার কি স্বামীর আছে? এই অধিকার তিনি কিভাবে অর্জন করলেন?
সমাজের নীতি নির্ধারকরা মাথা নীচু করে| উত্তর দেয় না| সময় বদলেছে| সেটা দ্বাপর যুগ ছিল, আজ কলিযুগ| কিন্তু সমাজের চালচিত্র বদলেছে কি?আজো তেজস্বিনী মেয়ের সামনে দাঁড়িয়ে সমাজপতিরা মাথা নীচু করে| তবে পরিবর্তন একটা হয়েছে বটে! সেযুগের নারীকে বদলা নেওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছিল| পেরোতে হয়েছিল তেরোটা কঠিন বসন্ত... কুরুক্ষেত্রের যুদ্ধ অবধি! বাহুবলে, ধনুর্বিদ্যায় সাহায্য নিতে হয়েছিল ভীমার্জুনের| কিন্তু আজ....
সময় বদলেছে| ঘরে ঘরে জন্ম নিচ্ছে দ্রৌপদীরা| মাথা নীচু করে থাকে না তারা| যুক্তি তর্কের সাহায্যে প্রতিবাদ করে, আত্মসম্মানে আঘাত হানলে লড়াইও করে| লড়াই করে যোগ্যতমের অধিকার ছিনিয়ে নিতে জানে| ঘরে-বাইরে এই লড়াইতে আর ভীমার্জুনের সাহায্য লাগে না তার... এখন সে স্বয়ংসম্পূর্ণা! যত কঠিনই হোক সে সংগ্ৰাম নিজের লড়াই সে একাই লড়তে পারে|
কন্যা হোক সূর্যের মত তেজস্বী! যাতে সেই তেজের সামনে মাথা নীচু করতে বাধ্য হয় সমাজের তথাকথিত ধারক ও বাহকরা| প্রশ্ন উঠুক, চলতে থাকুক যুদ্ধ| চাঁদের আলো নাহয় ঘরের কোণেই মেদুর আমেজ ছড়াক! লক্ষ্মী হয়ে তো অনেক জন্ম কাটল এবার ঘরে ঘরে দুর্গা-কালীরা জন্ম নিক| মন্ডপে মন্ডপে নারীশক্তির আবাহনের পাশাপাশি ঘরে - বাইরেও উচ্চারিত হোক নারীশক্তির জয়গান|
আজ কন্যাদিবস! ' বেটি বাঁচাও ' স্লোগান ভুলে বলুন কন্যা হোক চাবুকের মতো... যাতে তাকে বাঁচানোর জন্য অন্য কাউকে এগিয়ে আসতে না হয়| নিজেকে সে নিজেই রক্ষা নিজেই করতে পারে|