
18/06/2025
আপনার মতামত দিন
আসসালামু আলাইকুম।প্রথমে যে এই পোস্টটি দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন অনুরোধ রইল❤️😭 প্রথমে আমি একটা কথা বলতে চাই ভাই বাংলাদেশ যতদিন সিন্ডিকেট মুক্ত হবে না। ততদিন ফুটবলে কোন উন্নতি হবে না। ভাই একটা জিনিস খেয়াল করেন। বাংলাদেশের যে গোলকিপার মিতুল মারমা হ্যাঁ সে একটি ভালো গোলকিপার কিন্তু সে এখনো এত ম্যাসুয়েট হয়ে উঠতে পারিনি।একটা ভাইটাল ম্যাচ খেলতে গেলে অনেক কিছু বোঝা লাগে অনেক কিছু জানা লাগে অনেক অভিজ্ঞতা থাকা লাগে তা এখনো মিতুল মামার ভিতরে হয়ে ওঠেনি। আজকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচটি সবাই দেখেছেন। এখানে মিতুল মারমা যেই দুটি গোল খাইছে। ভুল ডিসিশন এর কারণে তা বাদেও সে বল দুটি সেভ করে বা ভলি করে ছোট দি বক্সের বাইরে বের করতে পারল না। আজকে এই ভাইটাল ম্যাচে দরকার ছিল আমাদের সাউথ এশিয়ার সেরা গোলকিপার বাংলাদেশ গোলপোস্টের অতন্দ্র প্রহরী Anisur Rahman Zico কে😭⚽🇧🇩 ভাই Saff Championship অনেকেই দেখেছেন এই Saff Championship এর সেমিফাইনালে ওঠানোর নায়ক ছিল এই আনিসুর রহমান জিকো। ভাই আমরা আবারো তাকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে চাই
আমার কথায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 🇧🇩⚽🥰
Anisur Rahman zico Is tha best goalkeeper of Bangladesh national team ⚽⚽⚽⚽🫶🇧🇩❤️
#সুনামগঞ্জ #সিলেট #বাংলাদেশ