N A D U

N A D U "তুমি ফুল হয়ে ফুটো আমার আঙ্গিনায়"🥀🌸
❝আমি শিশির হয়ে জন্মাবো তোমার কল্পনায়❞🌷❤️‍🩹
(1)

03/03/2025

কিছু মানুষ কে ভালোবাসি।আর তারা সেটাকে আমার দূর্বলতা ভেবে‌ অবহেলা বাড়িয়ে‌ দেয়‌। তারা‌ জানেনা‌ আমি একবার যা‌ ছেড়ে আসি তার‌ প্রতি আর‌ কোন‌ মায়া‌ কাজ করে না 😅
©

02/03/2025

আমার কারো কোনো কথা কিংবা আচার ব্যবহার পছন্দ না হলে তাকে বলে দেই হয় ইশারায় ইঙ্গিতে কিংবা সরাসরি। এর পরেও মানুষটা তার মধ্যে পরিবর্তন না আনালে আমি জায়গা পরিবর্তন করি। 😊

~Nadia

02/03/2025

সুতা ছিঁড়ে চইলা যাওয়া ঘুড়ি, কখনোই জানতে পারে না নাটাই হাতে দাঁড়িয়ে থাকা মানুষটার মনের অবস্থা।😊💔

©আজমাইন ফায়িক মুঈদ

02/03/2025

রাত চারটা বাজেও ডাকাত আসলে দেখবে আমি ডিপ্রেশনে চিত হয়ে চেয়ে আছি🙂

02/03/2025

এটাই বাস্তব হা হা হা!

তোমার জায়গা অন্য কেউ পুরন করে নিবে😌
02/03/2025

তোমার জায়গা অন্য কেউ পুরন করে নিবে😌

একদিন এই জীবনে বুনো নিলগিরি ফুল ফুঁটেছিল। রুয়েলিয়ার মাতোয়ারা ঘ্রাণে ছিলাম মাতোয়ারা। অচেনা বাতাসে গন্ধ ছড়িয়ে অনবদ্য স্পর্শের মতো।
কিন্তু সময় তো কারো জন্য অপেক্ষা করে না। ঝরে গেছে তারাও এক এক করে।
হারিয়ে গেছে বিস্মৃতির গহ্বরে;
যেমন করে ভোরের কুয়াশায় মিলিয়ে যায় তিতির পাখির শেষ সুর,
যেমন করে সমুদ্রের ঢেউয়ে হারিয়ে যায় পুরোনো পায়ের ছাপের চিহ্ন।

শুনেছি প্রকৃতি কখনো ফাঁকা জায়গা রেখে দেয় না। সেই ফাঁকা জায়গা কখনো ভরে ওঠে বিষকাঁটার জঙ্গল দিয়ে। কখনো বা নতুন কোনো বুনো লতার বিস্তারে।
তোমার নামে আমার স্মৃতির পাতায় লেগে থাকা সেই অরণ্য বকুলের ছায়া আজ শূন্য, কিন্তু শূন্যতা কি আসলেই শূন্য থাকে?

সেই শূন্যতা পূর্ণ হয়ে গেছে অন্ধকার শালিকের একাকী ডানায়,
রাতের স্রোতে ভেসে যাওয়া অচেনা কোনো সুগন্ধে। রুয়েলিয়ার নিঃসীম ঘ্রাণে।
তোমার স্মৃতি ছিল নরম,কোমল;ছিল গানের মতো মধুর। কিন্তু আজ রুক্ষ মরু ঘাসের মতো খটখটে; আজ শীতের ঝরা পাতার শুকনো শব্দ।

জীবনও বুঝি এমনই!
একটা শূন্যতার পর আরেকটা পূর্ণতার খেলা। একেকটি ফাঁকা হয়ে যাওয়া বাগান,একেকটি নতুন জন্ম নেওয়া তিমির কুসুমের কুঁড়ি।

আজ যা নেই, কাল তা অন্য কোনো রঙে ফিরে আসবে। হয়তো অন্য কোনো রূপে,অন্য কোনো রাগে,অন্য কোনো মৌসুমে।

—নিশান আহমেদ

02/03/2025

তাদের খারাপ সময়ে পাশে ছিলাম বলেই আজ তাদের কাছে আমি খারাপ🙃

~ Nadia

02/03/2025

আমি কখনো জোর গলায় বলতে পারিনি এই মানুষটা আমায় বুঝে, আমার রাগের আড়ালে আমার ভালোবাসা দেখে, আমার ভুল সুধরিয়ে আমার পাশে ছিলো আছে থাকবে। অল্পতে কষ্ট পাই যেনেও তারা আঘাত দেয় বার বার হাজার বার। নরম মনের আমিটারে পাথর বানিয়ে দিলো 😊

~ Nadia

02/03/2025

মীর্জা গালিব বলেছিলো,"খোদার পাঠানো সব বি-পদ পৃথিবীতে এসেই সবার প্রথম জিগ্যেস করে, গালিবের ঘরটা কোন দিকে?"

আমার তো এমন লাগে, "পৃথিবীর সব দুঃখ যেনো আমার বুকপকেটে থাকতেই পছন্দ করে,ছাড়তে চায়না আমাকে!"

এই ঘর,সংসার,মানুষের সঙ্গ কিছু ভালো লাগেনা।

একাকীত্বের চাদর গায়ে জড়িয়ে ইচ্ছে কোথাও হারাই।

"স্বার্থ নাই এমন একটা শহর পেলে
আমাকে নাগরিকত্ব দিও"

- কাজল পারভেজ।

26/02/2025

কলমে কাহিনী নয়,
কাহিনীতে কলম শেষ হোক।

17/02/2025

Bondhutto korle inbox🤣

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when N A D U posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share