01/06/2024
মানুষ হিসেবে আপনার অবশ্যই জানা উচিত - এই দুনিয়া আপনার জন্য কখনো নির্মল হবে না। জীবনে একটা চরম বাস্তবতা হলো জীবনে কখনো রেল লাইনের মতো সমান্তরাল হয় না। এই জীবন হলো দুঃখ -কষ্ট দিয়ে গড়া। দুনিয়ার সবাইকে আপনি কখনো আপনার বন্ধু হিসেবে পাবেন না। সবচাইতে পবিত্র, সবচাইতে তাওয়াক্কাবান ব্যক্তি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার আশেপাশের সবাইকে কখনোই বন্ধু হিসেবে পাননি। তিনি ছিলেন 'আল-আমীন ' তথা বিশ্বস্ত।সবার কাছে ন্যায় এবং আস্থার প্রতীক হয়ে ওঠা লোকটিও সমালোচক ছিল। নিন্দুক ছিল। কুৎসা- ঘটনাকারী ছিল। মানুষের সমালোচনা তির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্ধ করতে ছাড়েনি। নবীজি যখন সমালোচকদের দ্বারা ক্ষতবিক্ষত, যখন তার হৃদয় ভারী হয়ে উঠেছিল মানুষের কটু কথা আর কটু বাক্য, তখন আল্লাহ সুবাহান আল্লাহ তায়ালা বলেন --
""আর আমি তো জানি তারা যা বলে তাতে আপনার অন্তর ক্ষতবিক্ষত হয়। সুতরাং, আপনি আপনার রবের প্রশংসায় তাসবি পাঠ করুন আর অন্তর্ভুক্ত হন সিজদাকারীদের ""